Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Summer Hacks: এসির ১/৩ ভাগ খরচেই বরফের মতো ঠান্ডা হবে ঘর! কী ভাবে জানেন?

Summer Hacks: এবার হয়তো অনেকে বলবেন, এয়ার কুলারে মোটেও এসির মতো ঠান্ডা হয় না। তবে ধারণাটি কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। বরং কিছু ট্রিকস জানা থাকলে এসির মতো ঠান্ডা হবে ঘর।

| Updated on: Mar 29, 2025 | 7:41 AM
দুপুরবেলা কোনও কারণে রাস্তায় বেরোতে হলেই যেন জ্বলে-পুড়ে যাচ্ছে চোখ মুখ। গরমের চোটে এখনই শোচনীয় অবস্থা বাঙালির। এখনও বৈশাখ-জৈষ্ঠ্য বাকি ২ মাস। গরম পড়লেও, ইচ্ছা থাকলেও এসি লাগানোর সাধ্য সবার হয় না। অগত্যা চরম অস্বস্তির মধ্যেই দিন কাটাতে হয়। তবে যদি বলি এসির মাত্র একের তিন ভাগ খরচেই তীব্র গরমের মধ্যেও নিজের ঘরকে বরফের মতো ঠান্ডা করা সম্ভব তাহলে? কী ভাবে জেনে নিন এই প্রতিবেদনে।

দুপুরবেলা কোনও কারণে রাস্তায় বেরোতে হলেই যেন জ্বলে-পুড়ে যাচ্ছে চোখ মুখ। গরমের চোটে এখনই শোচনীয় অবস্থা বাঙালির। এখনও বৈশাখ-জৈষ্ঠ্য বাকি ২ মাস। গরম পড়লেও, ইচ্ছা থাকলেও এসি লাগানোর সাধ্য সবার হয় না। অগত্যা চরম অস্বস্তির মধ্যেই দিন কাটাতে হয়। তবে যদি বলি এসির মাত্র একের তিন ভাগ খরচেই তীব্র গরমের মধ্যেও নিজের ঘরকে বরফের মতো ঠান্ডা করা সম্ভব তাহলে? কী ভাবে জেনে নিন এই প্রতিবেদনে।

1 / 8
এখন যদি আপনি ১ টনের একটা এসি লাগানোর কথা ভাবেন তাহলে কম করে ৩০-৩৫ হাজার টাকা খরচ। সেখানে মাত্র হাজার ৮-১০ থেকে করলেই আপনি পেয়ে যাবেন একটি এয়ার কুলার। এবার হয়তো অনেকে বলবেন, এয়ার কুলারে মোটেও এসির মতো ঠান্ডা হয় না। তবে ধারণাটি কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। বরং কিছু ট্রিকস জানা থাকলে এসির মতো ঠান্ডা হবে ঘর।

এখন যদি আপনি ১ টনের একটা এসি লাগানোর কথা ভাবেন তাহলে কম করে ৩০-৩৫ হাজার টাকা খরচ। সেখানে মাত্র হাজার ৮-১০ থেকে করলেই আপনি পেয়ে যাবেন একটি এয়ার কুলার। এবার হয়তো অনেকে বলবেন, এয়ার কুলারে মোটেও এসির মতো ঠান্ডা হয় না। তবে ধারণাটি কিন্তু সম্পূর্ণ ঠিক নয়। বরং কিছু ট্রিকস জানা থাকলে এসির মতো ঠান্ডা হবে ঘর।

2 / 8
ফোমের পরিবর্তে ঘাস ব্যবহার করুন - কুলার ঠান্ডা রাখার জন্য, আপনি এর চারপাশে ঘাস লাগাতে পারেন, যদিও এটি ঘন ঘন পরিবর্তন করতে হয়। তবে দামে খুব সস্তা এবং এটি কুলারকে এসির মতো ঠান্ডা হাওয়া দিতে সাহায্য করে।

ফোমের পরিবর্তে ঘাস ব্যবহার করুন - কুলার ঠান্ডা রাখার জন্য, আপনি এর চারপাশে ঘাস লাগাতে পারেন, যদিও এটি ঘন ঘন পরিবর্তন করতে হয়। তবে দামে খুব সস্তা এবং এটি কুলারকে এসির মতো ঠান্ডা হাওয়া দিতে সাহায্য করে।

3 / 8
বরফের বোতল - দুটি বোতলে জল ভরে ফ্রিজে রাখুন। একবার বরফ হয়ে গেলে, সেগুলো বের করে না খুলে কুলারে রেখে দিন। এইভাবে, আপনার কুলারের জল সম্পূর্ণ ঠান্ডা থাকবে। সেই কুলার থেকে যে হাওয়া বেরোবে তাও হবে বরফের মতো ঠান্ডা। জলে কিছু বরফের টুকরো ফেলে দিতে পারেন।

বরফের বোতল - দুটি বোতলে জল ভরে ফ্রিজে রাখুন। একবার বরফ হয়ে গেলে, সেগুলো বের করে না খুলে কুলারে রেখে দিন। এইভাবে, আপনার কুলারের জল সম্পূর্ণ ঠান্ডা থাকবে। সেই কুলার থেকে যে হাওয়া বেরোবে তাও হবে বরফের মতো ঠান্ডা। জলে কিছু বরফের টুকরো ফেলে দিতে পারেন।

4 / 8
প্রথমে জলের পাম্প চালু করুন - কুলার চালানোর সময়, যদি ঠান্ডা হাওয়া উপভোগ করতে চান, তাহলে একই সঙ্গে ফ্যান এবং জলের পাম্প চালু করা উচিত নয়। পরিবর্তে, কিছুক্ষণের জন্য জলের পাম্পটি চালু করুন, যাতে এর দেয়ালগুলি ভিজে যায়। তারপরে ফ্যান চালু করলে কুলারটি ঠান্ডা হাওয়া দেবে।

প্রথমে জলের পাম্প চালু করুন - কুলার চালানোর সময়, যদি ঠান্ডা হাওয়া উপভোগ করতে চান, তাহলে একই সঙ্গে ফ্যান এবং জলের পাম্প চালু করা উচিত নয়। পরিবর্তে, কিছুক্ষণের জন্য জলের পাম্পটি চালু করুন, যাতে এর দেয়ালগুলি ভিজে যায়। তারপরে ফ্যান চালু করলে কুলারটি ঠান্ডা হাওয়া দেবে।

5 / 8
কুলারের সামনে একটা ভেজা কাপড় রাখুন - কুলারের সামনে একটি ভেজা কাপড় ঝুলিয়ে রাখুন। এটি বাতাসকে ঠান্ডা করতে সাহায্য করবে। এতে যে হাওয়া বেরিয়ে আসে তা খুবই আরামদায়ক।

কুলারের সামনে একটা ভেজা কাপড় রাখুন - কুলারের সামনে একটি ভেজা কাপড় ঝুলিয়ে রাখুন। এটি বাতাসকে ঠান্ডা করতে সাহায্য করবে। এতে যে হাওয়া বেরিয়ে আসে তা খুবই আরামদায়ক।

6 / 8
কুলারটি সঠিক জায়গায় রাখুন - কুলার এমন জায়গায় রাখুন যেখানে তাজা হাওয়া প্রবেশ করতে পারে। আবদ্ধ স্থানে কুলার সঠিকভাবে কাজ করে না। খোলা জানালা বা দরজার কাছে রাখুন। এতে ভাল ফল পাবেন।

কুলারটি সঠিক জায়গায় রাখুন - কুলার এমন জায়গায় রাখুন যেখানে তাজা হাওয়া প্রবেশ করতে পারে। আবদ্ধ স্থানে কুলার সঠিকভাবে কাজ করে না। খোলা জানালা বা দরজার কাছে রাখুন। এতে ভাল ফল পাবেন।

7 / 8
কুলার পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ - নিয়মিত কুলার প্যাড পরিষ্কার করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন। নোংরা প্যাড হাওয়াকে ঠান্ডা করতে পারে না, তাই নিয়মিত পরিষ্কার করলে কুলার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায় এবং ঠান্ডা হাওয়া সরবরাহ করে।

কুলার পরিষ্কার এবং রক্ষণাবেক্ষণ - নিয়মিত কুলার প্যাড পরিষ্কার করুন এবং প্রয়োজনে পরিবর্তন করুন। নোংরা প্যাড হাওয়াকে ঠান্ডা করতে পারে না, তাই নিয়মিত পরিষ্কার করলে কুলার ক্ষতিগ্রস্ত হওয়া থেকে রক্ষা পায় এবং ঠান্ডা হাওয়া সরবরাহ করে।

8 / 8
Follow Us: