AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

নখের চারপাশ থেকে চামড়া উঠছে? মুক্তি পেতে সাহায্য করবে আধ চা চামচ লেবুর রস

Nail Care At Home: একটুতেই নখ ভেঙে যায়? যা কিছুই করছেন না কেন, আদতে কোনও ফল পাওয়া যাচ্ছে না। তার উপরে শীতকাল প্রায় শেষের দিকে। আর এই সময়ই শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হতে শুরু করে। তারপরেই চামড়া উঠতে থাকে। এবার এই সমস্যা থেকে মুক্তি পাবেন।

| Updated on: Feb 13, 2024 | 3:00 PM
Share
একটুতেই নখ ভেঙে যায়? যা কিছুই করছেন না কেন, আদতে কোনও ফল পাওয়া যাচ্ছে না। তার উপরে শীতকাল প্রায় শেষের দিকে। আর এই সময়ই শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হতে শুরু করে।

একটুতেই নখ ভেঙে যায়? যা কিছুই করছেন না কেন, আদতে কোনও ফল পাওয়া যাচ্ছে না। তার উপরে শীতকাল প্রায় শেষের দিকে। আর এই সময়ই শুষ্ক আবহাওয়ার কারণে ত্বক শুষ্ক, রুক্ষ ও খসখসে হতে শুরু করে।

1 / 8
ঠান্ডার দিনগুলিতে সূর্যের তাপ থেকে রেহাই মিললেও, এমন তাপমাত্রায় ত্বকের অনেক রকম সমস্যা দেখা যায়। যেগুলি একেবারে উপেক্ষা করা যায় না। আবহাওয়া ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা আরও বাড়তে থাকে।

ঠান্ডার দিনগুলিতে সূর্যের তাপ থেকে রেহাই মিললেও, এমন তাপমাত্রায় ত্বকের অনেক রকম সমস্যা দেখা যায়। যেগুলি একেবারে উপেক্ষা করা যায় না। আবহাওয়া ঠান্ডা হওয়ার সঙ্গে সঙ্গে ত্বকের শুষ্কতা আরও বাড়তে থাকে।

2 / 8
রুক্ষ, খসখসে ত্বক একটি অস্বাস্থ্যকর জীবনধারার লক্ষণ। ত্বকের পাশাপাশি নখেরও বিশেষ যত্ন নেওয়া উচিত। আঙ্গুলগুলিতে সুন্দর ও পরিস্কার রাখার জন্য একটু সময় ব্যয় করতেই হয়।

রুক্ষ, খসখসে ত্বক একটি অস্বাস্থ্যকর জীবনধারার লক্ষণ। ত্বকের পাশাপাশি নখেরও বিশেষ যত্ন নেওয়া উচিত। আঙ্গুলগুলিতে সুন্দর ও পরিস্কার রাখার জন্য একটু সময় ব্যয় করতেই হয়।

3 / 8
শীতকালে নখের কিউটিকল ভঙ্গুর, রুক্ষ হওয়া থেকে রক্ষা করার জন্য রয়েছে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া নিয়ম। এর জন্য গরম জল ও লেবুর রস আপনাকে সাহায্য করতে পারে।

শীতকালে নখের কিউটিকল ভঙ্গুর, রুক্ষ হওয়া থেকে রক্ষা করার জন্য রয়েছে কিছু প্রাকৃতিক ও ঘরোয়া নিয়ম। এর জন্য গরম জল ও লেবুর রস আপনাকে সাহায্য করতে পারে।

4 / 8
একটি পাত্রের মধ্যে গরম জলের সঙ্গে আধ চা চামচ টাটকা লেবুর রস যোগ করে মিশিয়ে নিন ভাল করে। এবার তাতে আঙ্গুলগুলিকে ডুবিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিন।

একটি পাত্রের মধ্যে গরম জলের সঙ্গে আধ চা চামচ টাটকা লেবুর রস যোগ করে মিশিয়ে নিন ভাল করে। এবার তাতে আঙ্গুলগুলিকে ডুবিয়ে কয়েক মিনিটের জন্য রেখে দিন।

5 / 8
তবে ১০ মিনিটের বেশি ডুবিয়ে না রাখাই ভাল। এই পদ্ধতিতে নখের কিউটিকলগুলি নরম থাকে, ত্বকের মৃত কোষ অপসারণ হয়ে পরিস্কার দেখায়। লেবুর রসের জন্য নখের চারপাশের ত্বক আরও উজ্জ্বল দেখায়।

তবে ১০ মিনিটের বেশি ডুবিয়ে না রাখাই ভাল। এই পদ্ধতিতে নখের কিউটিকলগুলি নরম থাকে, ত্বকের মৃত কোষ অপসারণ হয়ে পরিস্কার দেখায়। লেবুর রসের জন্য নখের চারপাশের ত্বক আরও উজ্জ্বল দেখায়।

6 / 8
এবার আপনাকে যা করতে হবে, তা হল বেসন ও দই মিশিয়ে নখ ও নখের চারপাশের ত্বকে স্ক্রাব করতে হবে। তার জন্য তিন চা চামচ বেসন, ২ চা চামচ দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণে এক চিমটে হলুদ যোগ করে ভাল করে মিশিয়ে নিন।

এবার আপনাকে যা করতে হবে, তা হল বেসন ও দই মিশিয়ে নখ ও নখের চারপাশের ত্বকে স্ক্রাব করতে হবে। তার জন্য তিন চা চামচ বেসন, ২ চা চামচ দই মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। এবার এই মিশ্রণে এক চিমটে হলুদ যোগ করে ভাল করে মিশিয়ে নিন।

7 / 8
এবার পেস্টটি আঙ্গুলে প্রায় পাঁচ মিনিট ধরে বৃত্তাকার ভাবে আলতো করে স্ক্রাব করুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। নখের চারপাশের ত্বক হাইড্রেটেড রাখতে একটি হালকা ও কার্যকরী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

এবার পেস্টটি আঙ্গুলে প্রায় পাঁচ মিনিট ধরে বৃত্তাকার ভাবে আলতো করে স্ক্রাব করুন। তারপর হালকা গরম জল দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। নখের চারপাশের ত্বক হাইড্রেটেড রাখতে একটি হালকা ও কার্যকরী ময়েশ্চারাইজার ব্যবহার করুন।

8 / 8