Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madhuri Dixit: মাধুরী দীক্ষিতের এ কী অবস্থা! অস্ত্রোপচার করিয়ে পাল্টেই ফেললেন শরীরের এই অংশ?

Bollywood: ৬০ ছুঁতে বাকি আর মাত্র ৫ বছর। এখনও যেন বার্ধক্য ছুঁতেই পারেননি মাধুরী দীক্ষিতকে। আট থেকে আশি 'ধকধক গার্ল'-এর জেল্লায় বুঁদ সকলেই। এবার সেই মাধুরীর লুকই প্রকাশ্যে আসতে তাজ্জব ভক্তকুল! অস্ত্রোপচার করিয়ে শরীরের এক অঙ্গের হাল নাকি রীতিমতো বিকৃত করে ফেলেছেন তিনি-- এমনটা 'অভিযোগ' তাঁদের।

| Edited By: | Updated on: Aug 08, 2022 | 5:31 PM
৬০ ছুঁতে বাকি আর মাত্র ৫ বছর। এখনও যেন বার্ধক্য ছুঁতেই পারেননি মাধুরী দীক্ষিতকে। আট থেকে  আশি 'ধকধক গার্ল'-এর জেল্লায় বুঁদ সকলেই। এবার সেই মাধুরীর লুকই প্রকাশ্যে আসতে তাজ্জব ভক্তকুল! অস্ত্রোপচার করিয়ে শরীরের এক অঙ্গের হাল নাকি রীতিমতো বিকৃত করে ফেলেছেন তিনি-- এমনটা 'অভিযোগ' তাঁদের।

৬০ ছুঁতে বাকি আর মাত্র ৫ বছর। এখনও যেন বার্ধক্য ছুঁতেই পারেননি মাধুরী দীক্ষিতকে। আট থেকে আশি 'ধকধক গার্ল'-এর জেল্লায় বুঁদ সকলেই। এবার সেই মাধুরীর লুকই প্রকাশ্যে আসতে তাজ্জব ভক্তকুল! অস্ত্রোপচার করিয়ে শরীরের এক অঙ্গের হাল নাকি রীতিমতো বিকৃত করে ফেলেছেন তিনি-- এমনটা 'অভিযোগ' তাঁদের।

1 / 6
সম্প্রতি এক ডান্স রিয়ালিটি শো'র শুটিংয়ের ফাঁকে পাপারাজ্জিদের সম্মুখীন হতে হয় তাঁকে। গোলাপি শাড়িতে তিনি ছিলেন উজ্জ্বল। যদিও তাঁর ঠোঁট দেখে অবাক সকলেই।

সম্প্রতি এক ডান্স রিয়ালিটি শো'র শুটিংয়ের ফাঁকে পাপারাজ্জিদের সম্মুখীন হতে হয় তাঁকে। গোলাপি শাড়িতে তিনি ছিলেন উজ্জ্বল। যদিও তাঁর ঠোঁট দেখে অবাক সকলেই।

2 / 6
ছবি সামনে আসার পর থেকেই ভক্তদের একটা বড় অংশ মনে করছেন মাধুরী নাকি ফিলারের সাহায্য নিয়েছেন। কী এই ফিলার? কী বা হয় এই দিয়ে?

ছবি সামনে আসার পর থেকেই ভক্তদের একটা বড় অংশ মনে করছেন মাধুরী নাকি ফিলারের সাহায্য নিয়েছেন। কী এই ফিলার? কী বা হয় এই দিয়ে?

3 / 6
ঠোঁট পুরু করার জন্য বিশেষ ধরনের অস্ত্রোপচার এটি। অতীতে রাখি সাওয়ান্ত থেকে শুরু করে আয়েশা তাকিয়া এমনকি টলিউডের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের ক্ষেত্রেও এই অস্ত্রোপচার করানোর 'অভিযোগ' ওঠে।

ঠোঁট পুরু করার জন্য বিশেষ ধরনের অস্ত্রোপচার এটি। অতীতে রাখি সাওয়ান্ত থেকে শুরু করে আয়েশা তাকিয়া এমনকি টলিউডের সাংসদ-অভিনেত্রী নুসরত জাহানের ক্ষেত্রেও এই অস্ত্রোপচার করানোর 'অভিযোগ' ওঠে।

4 / 6
এবার নেটিজেনরা মনে করছেন, মাধুরীও বুঝি অবলম্বন করেছেন ওই একই পন্থার। অনেকেরই মতে, এর ফলে তাঁর সেই প্রাণখোলা হাসিই যেন উধাও। তিনি হেসেছেন ঠিকই, কিন্তু সেই হাসিতে নেই প্রাণ, দাবি তাঁদের।

এবার নেটিজেনরা মনে করছেন, মাধুরীও বুঝি অবলম্বন করেছেন ওই একই পন্থার। অনেকেরই মতে, এর ফলে তাঁর সেই প্রাণখোলা হাসিই যেন উধাও। তিনি হেসেছেন ঠিকই, কিন্তু সেই হাসিতে নেই প্রাণ, দাবি তাঁদের।

5 / 6
যদিও মাধুরী এই ব্যাপারে নীরব, সত্যিই নিজের লুক বদলাতে ছুরি-কাঁচির হাত তিনি ধরেছেন কিনা সে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। মুখ যে খুলবেন তাও আশা করা খানিক 'সোনার পাথরবাটি'ই বটে।

যদিও মাধুরী এই ব্যাপারে নীরব, সত্যিই নিজের লুক বদলাতে ছুরি-কাঁচির হাত তিনি ধরেছেন কিনা সে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি। মুখ যে খুলবেন তাও আশা করা খানিক 'সোনার পাথরবাটি'ই বটে।

6 / 6
Follow Us: