AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Makar Sankranti 2024: পৌষ সংক্রান্তির ব্রহ্ম মুহূর্তে ৫ কাজ করলেই মিলবে আলোর দিশা! দূর হবে সব দুঃখ-কষ্ট

Morning Tips: পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয়। এদিন স্নান করার পর সূর্যকে পুজো করা সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয়। মকর সংক্রান্তির দিন সকালে ৫ শুভ কাজ করলে শুভ ফল পেতে পারেন। গ্রহদোষেরও উন্নতি ঘটতে পারে। তাই পৌষ সংক্রান্তির দিন কোন কোন ৫ কাজ অবশ্যই করবেন, তা আজই জেনে নিন এখানে...

| Updated on: Jan 13, 2024 | 3:54 PM
Share
পৌষ সংক্রান্তি মানেই পিঠে-পুলি, তিল-গুড়, ঘুড়ি ওড়ানো, নতুন চাল ভাঙার মিঠে গন্ধ, হাল্কা শিরশিরানি ঠান্ডা। হিন্দুধর্মের কাছে পৌষ সংক্রান্তি একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়।   রয়েছে নানা রীতি-নীতি। এদিন শাহিস্নানের পর খিচুড়ি ভোগ ও তিলের তৈরি জিনিস দান করার বিশেষ তাত্‍পর্য রয়েছে।

পৌষ সংক্রান্তি মানেই পিঠে-পুলি, তিল-গুড়, ঘুড়ি ওড়ানো, নতুন চাল ভাঙার মিঠে গন্ধ, হাল্কা শিরশিরানি ঠান্ডা। হিন্দুধর্মের কাছে পৌষ সংক্রান্তি একটি বিশেষ দিন হিসেবে পালিত হয়। রয়েছে নানা রীতি-নীতি। এদিন শাহিস্নানের পর খিচুড়ি ভোগ ও তিলের তৈরি জিনিস দান করার বিশেষ তাত্‍পর্য রয়েছে।

1 / 10
কথিত আছে, উত্তরায়ণের শুভক্ষণে দেবদেবীরা জেগে ওঠেন। আর সেই শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে স্নান-দান করা হলে তা শুভ ফল লাভ করা যায়য  শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে মহাভারতেও। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বিশ্ববিখ্যাত জিতেন্দ্র মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণেক স্মৃতির জন্য পৌষ সংক্রান্তির গুরুত্ব ও মর্যাদা রয়েছে।

কথিত আছে, উত্তরায়ণের শুভক্ষণে দেবদেবীরা জেগে ওঠেন। আর সেই শুভক্ষণে বা ব্রহ্ম মুহূর্তে স্নান-দান করা হলে তা শুভ ফল লাভ করা যায়য শুধু ধর্মের ক্ষেত্রেই নয়, মকর সংক্রান্তির উল্লেখ রয়েছে মহাভারতেও। মহাভারতের কুরুক্ষেত্রে যুদ্ধের সময় বিশ্ববিখ্যাত জিতেন্দ্র মহাপুরুষ ভীষ্মের মহাপ্রয়াণেক স্মৃতির জন্য পৌষ সংক্রান্তির গুরুত্ব ও মর্যাদা রয়েছে।

2 / 10
পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয়। এদিন স্নান করার পর সূর্যকে পুজো করা সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

পৌষ বা মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। সকালে শুভ মুহূর্তের সময় বেশ কিছু প্রতিকার মেনে চললে ঘরে সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে বলে মনে করা হয়। এদিন স্নান করার পর সূর্যকে পুজো করা সূর্যদেবকে শ্রদ্ধা নিবেদন করা হয়।

3 / 10
 মকর সংক্রান্তির দিন সকালে ৫ শুভ কাজ করলে শুভ ফল পেতে পারেন। গ্রহদোষেরও উন্নতি ঘটতে পারে। তাই পৌষ সংক্রান্তির দিন কোন কোন ৫ কাজ অবশ্যই করবেন, তা আজই জেনে নিন এখানে...

মকর সংক্রান্তির দিন সকালে ৫ শুভ কাজ করলে শুভ ফল পেতে পারেন। গ্রহদোষেরও উন্নতি ঘটতে পারে। তাই পৌষ সংক্রান্তির দিন কোন কোন ৫ কাজ অবশ্যই করবেন, তা আজই জেনে নিন এখানে...

4 / 10
মকর সংক্রান্তির দিন সকালে প্রথমে বাড়ির সদর দরজার সামনে ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর প্রধান দরজার দুপাশে হলুদ জল ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম করুন। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে, এই প্রতিকার মেনে চললে পজিটিভ শক্তি ঘরে প্রবেশ করে। কুনজর থেকে রক্ষাও পাওয়া যায়।

মকর সংক্রান্তির দিন সকালে প্রথমে বাড়ির সদর দরজার সামনে ভাল করে পরিষ্কার করে নিতে হবে। তারপর প্রধান দরজার দুপাশে হলুদ জল ছিটিয়ে সূর্যদেবকে প্রণাম করুন। বাস্তু ও জ্যোতিষশাস্ত্র মতে, এই প্রতিকার মেনে চললে পজিটিভ শক্তি ঘরে প্রবেশ করে। কুনজর থেকে রক্ষাও পাওয়া যায়।

5 / 10
মকর সংক্রান্তির দিনে গঙ্গায় স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। যদি গঙ্গা নদীতে স্নান করতে না যেতে পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গাজল ও কালো তিল মিশিয়ে গঙ্গায় স্নানের মতো পুণ্য পাবেন।

মকর সংক্রান্তির দিনে গঙ্গায় স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। যদি গঙ্গা নদীতে স্নান করতে না যেতে পারেন তবে বাড়িতে স্নানের জলে গঙ্গাজল ও কালো তিল মিশিয়ে গঙ্গায় স্নানের মতো পুণ্য পাবেন।

6 / 10
এদিনে গঙ্গাজল দিয়ে স্নান করে বাড়ির ঠাকুরঘরের দেবদেবীদের নতুন পোশাক পরিয়ে দেওয়া উচিত। তাতে সমস্ত দেব-দেবীর আশীর্বাদে সংসারে সারা বছর সমৃদ্ধি বজায় থাকে।

এদিনে গঙ্গাজল দিয়ে স্নান করে বাড়ির ঠাকুরঘরের দেবদেবীদের নতুন পোশাক পরিয়ে দেওয়া উচিত। তাতে সমস্ত দেব-দেবীর আশীর্বাদে সংসারে সারা বছর সমৃদ্ধি বজায় থাকে।

7 / 10
মকর সংক্রান্তির দিন লবণ, পশম বা গরম কাপড়, তেল, চাল, তিল, গুড়, আলু, নবগ্রহের নামে দান করার জন্য কিছু টাকা রেখে দিতে পারেন। বাড়ির ঠাকুরদেবতাদের পুজো করার পরে, দুঃখীকে দান করুন। তাতে আপনি অপার শুভ ফল লাভ করতে পারেন। সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়।

মকর সংক্রান্তির দিন লবণ, পশম বা গরম কাপড়, তেল, চাল, তিল, গুড়, আলু, নবগ্রহের নামে দান করার জন্য কিছু টাকা রেখে দিতে পারেন। বাড়ির ঠাকুরদেবতাদের পুজো করার পরে, দুঃখীকে দান করুন। তাতে আপনি অপার শুভ ফল লাভ করতে পারেন। সম্পদ বহুগুণ বৃদ্ধি পায়।

8 / 10
মকর সংক্রান্তির দিনে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পরে,উচিত একটি শান্ত এবং নির্জন স্থানে বসে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা। এদিন সাধারণত পুজোপাঠও  সূর্যোদয়ের সময় স্নান করার রীতি।

মকর সংক্রান্তির দিনে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা উচিত। মকর সংক্রান্তিতে স্নান ও দান করার পরে,উচিত একটি শান্ত এবং নির্জন স্থানে বসে আদিত্য হৃদয় স্তোত্র পাঠ করা। এদিন সাধারণত পুজোপাঠও সূর্যোদয়ের সময় স্নান করার রীতি।

9 / 10
মকর সংক্রান্তি খিচড়ি উৎসব নামেও পরিচিত। এ দিনে উরদের ডাল ও কাঁচা চাল থেকে খিচুড়ি তৈরি করে দেব-দেবীকে নিবেদন করা উচিত। খিচড়ি ও তিল থেকে তৈরি জিনিসও খেতে পারেন। মকর সংক্রান্তির দিনে খিচড়ি দান করাও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শনির অশুভ প্রভাব দূর হয়।

মকর সংক্রান্তি খিচড়ি উৎসব নামেও পরিচিত। এ দিনে উরদের ডাল ও কাঁচা চাল থেকে খিচুড়ি তৈরি করে দেব-দেবীকে নিবেদন করা উচিত। খিচড়ি ও তিল থেকে তৈরি জিনিসও খেতে পারেন। মকর সংক্রান্তির দিনে খিচড়ি দান করাও বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয়। শনির অশুভ প্রভাব দূর হয়।

10 / 10