TV9 Bangla Digital | Edited By: জয়িতা চন্দ্র
Dec 15, 2022 | 11:12 AM
মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।
তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।
তবে এবার প্রশংসার পাশাপাশি উঠল চুরির অভিযোগ। নেটিজ়েনদের একশ্রেণীর দাবি করলেন এটি বেয়ন্স ও শাকিরা জুটির হিট ডান্স আইটেম বিউটিফুল লায়ার-এর অনুকরণ। তা নিয়ে জল্পনাও তুঙ্গে ওঠে মুহূর্তে।
ছবিসহ সোশ্যাল মিডিয়ায় শুরু হয়ে যায় ট্রোলের ঝড়। বলিউডে টুকে সকলের নজর কাড়ার প্রয়াস নিয়েও চর্চা শুরু। ফলে এবারও এই গানের ঝলক দেখে তেমনই অভিযোগ নেটপাড়ার।
স্পষ্টই তাদের দাবি এটি বিউটিফুল লায়ার-কে কেন্দ্র করেই তৈরি। অনেক মিল রয়েছে উপস্থাপনার সঙ্গে। যদিও অন্য শ্রেণীর কথায়, এটা ফেসঅফ মাত্র। তবে শাকিরা-বেয়ন্সের ভিডিয়ো দেখে তেমনটা মনে হয় না।
এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।
মালাইকার কাছে পাঁচ পাঁচটি দামি গাড়ি রয়েছে, পাশাপাশি তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য সাড়ে চোদ্দ কোটি টাকা। মালাইকা অরোরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশ কোটি টাকা।