Relationship Controversy: ৫০-এও মা হতে রাজি মালাইকা? ‘সমাজ নিয়ে ভাবি না’, অর্জুনের সঙ্গে খোলাখুলি প্ল্যানিং

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Dec 08, 2022 | 9:16 AM

Malaika Arora: সদ্য শুরু হওয়া মালাইকা আরোরার শো-তে তিনি নিজেই জানান, তিনি ভাল রয়েছেন এই সম্পর্কে। বিয়ে সন্তান নিয়েও কথা বলেছেন তাঁরা।

Dec 08, 2022 | 9:16 AM
মালাইকা আরোরা বরাবরই তাঁর সম্পর্ক নিয়ে খোলা মেলা কতা বলতে পছন্দ করেন। বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি যে সম্পর্কে রয়েছেন, সে খবর কমবেশি সকলের জানা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তিনি লিভইনের সম্পর্কে বর্তমান।

মালাইকা আরোরা বরাবরই তাঁর সম্পর্ক নিয়ে খোলা মেলা কতা বলতে পছন্দ করেন। বিবাহবিচ্ছেদের পর থেকেই তিনি যে সম্পর্কে রয়েছেন, সে খবর কমবেশি সকলের জানা। অভিনেতা অর্জুন কাপুরের সঙ্গে তিনি লিভইনের সম্পর্কে বর্তমান।

1 / 5
তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

তবে এবার পোজ় নয়, রীতিমত চলার ধরনেও রয়ে গেল মালাইকা ছাপ। তাঁকে দেখা মাত্রই নেটপাড়া বলে উঠল, মালাইকার লুকে ঝড় তুললেন সুহানা খান। যদিও ট্রোল এখন সুহানার কাছে নতুন বিষয় নয়।

2 / 5
মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

মালাইকা আরোরা, বরাবরই ট্রোলিং-এর কেন্দ্রে জায়গা করে নিয়ে থাকেন এই সেলেব। জিম লুকে বারে বারে ভাইরাল অভিনেত্রী তথা মডেল। সোশ্যাল মিডিয়ায় একের পর এক ভিডিয়ো ভাইরাল।

3 / 5
এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

এবার আরও একবার অর্জুন কাপুর প্রমাণ করলেন, মালাইকা আরোরা ঠিক কতটা পারফেক্ট তাঁর জন্য। অর্জুনের কথায়, তিনি নিজের মতো করে মালাইকার সঙ্গে থাকতে পারেন। মালাইকা কোনও বিষয় নিজের ইচ্ছা অনিচ্ছা চাপিয়ে দেন না।

4 / 5
মালাইকার কাছে পাঁচ পাঁচটি দামি গাড়ি রয়েছে, পাশাপাশি তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য সাড়ে চোদ্দ কোটি টাকা। মালাইকা অরোরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশ কোটি টাকা।

মালাইকার কাছে পাঁচ পাঁচটি দামি গাড়ি রয়েছে, পাশাপাশি তিনি মুম্বইয়ের যে অ্যাপার্টমেন্টে থাকেন তাঁর মূল্য সাড়ে চোদ্দ কোটি টাকা। মালাইকা অরোরার মোট সম্পত্তির পরিমাণ প্রায় একশ কোটি টাকা।

5 / 5

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla