AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

স্টার কিডদের তালিকায় কেন পরিচিত নন ফারহান আখতারের মেয়ে শাক্য?

Farhan Akhtar daughter Shakya Akhtar: অন্যান্য স্টার কিডদের মতো সোশ্যাল ওয়ালে এখনও পর্যন্ত অতটা জনপ্রিয় নন শাক্য। তিনি নাকি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না।

| Edited By: | Updated on: Aug 19, 2021 | 9:31 AM
Share
শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার মতো অতটা জনপ্রিয় নন ফারবান আখতারের কন্যা শাক্য আখতার। কিন্তু বলি পাড়ার স্টার কিডদের তালিকায় নিজস্ব ঘরানার ছাপ রাখতে শুরু করেছেন শাক্য।

শাহরুখ খানের মেয়ে সুহানা খান, অমিতাভ বচ্চনের নাতনি নভ্যা নভেলি নন্দার মতো অতটা জনপ্রিয় নন ফারবান আখতারের কন্যা শাক্য আখতার। কিন্তু বলি পাড়ার স্টার কিডদের তালিকায় নিজস্ব ঘরানার ছাপ রাখতে শুরু করেছেন শাক্য।

1 / 7
২০১৬-এ ১৫ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ করে দেন ফারহান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অধুনা আখতার। ফারহান-অধুনার দুই সন্তান শাক্য এবং আকিরা। দুই মেয়ের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রয়েছে ফারহানের।

২০১৬-এ ১৫ বছরের দাম্পত্য সম্পর্ক শেষ করে দেন ফারহান এবং তাঁর প্রাক্তন স্ত্রী অধুনা আখতার। ফারহান-অধুনার দুই সন্তান শাক্য এবং আকিরা। দুই মেয়ের সঙ্গেই নিয়মিত যোগাযোগ রয়েছে ফারহানের।

2 / 7
সদ্য জন্মদিন ছিল শাক্যর। ছোটবেলার ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানান ফারহান। মেয়ে স্বাধীন ভাবে বড় হয়ে উঠছেন, বাবা হিসেবে এটা দেখতে পছন্দ করেন তিনি।

সদ্য জন্মদিন ছিল শাক্যর। ছোটবেলার ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানান ফারহান। মেয়ে স্বাধীন ভাবে বড় হয়ে উঠছেন, বাবা হিসেবে এটা দেখতে পছন্দ করেন তিনি।

3 / 7
জাভেজ আখতার এবং হানি ইরানি, অর্থাৎ ফারহানের বাবা মায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক শাক্যর। দাদু এবং ঠাকুমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই টিনএজার।

জাভেজ আখতার এবং হানি ইরানি, অর্থাৎ ফারহানের বাবা মায়ের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক শাক্যর। দাদু এবং ঠাকুমার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখেন এই টিনএজার।

4 / 7
অন্যান্য স্টার কিডদের মতো সোশ্যাল ওয়ালে এখনও পর্যন্ত অতটা জনপ্রিয় নন শাক্য। তিনি নাকি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। অথচ যে কোনও বিষয়ে স্পষ্ট ভাবে নিজের মতামত জানাতে পারেন।

অন্যান্য স্টার কিডদের মতো সোশ্যাল ওয়ালে এখনও পর্যন্ত অতটা জনপ্রিয় নন শাক্য। তিনি নাকি লাইমলাইটে থাকতে পছন্দ করেন না। অথচ যে কোনও বিষয়ে স্পষ্ট ভাবে নিজের মতামত জানাতে পারেন।

5 / 7
শাক্যর মা অধুনা বলিউডের জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট। নিজের চুলের সাজ নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেন শাক্য। কিন্তু মায়ের মতো হেয়ার স্টাইলিংকই পেশা হিসেবে বেছে নেবেন কি না, তা স্পষ্ট নয়।

শাক্যর মা অধুনা বলিউডের জনপ্রিয় হেয়ার স্টাইলিস্ট। নিজের চুলের সাজ নিয়েও পরীক্ষা নিরীক্ষা করেন শাক্য। কিন্তু মায়ের মতো হেয়ার স্টাইলিংকই পেশা হিসেবে বেছে নেবেন কি না, তা স্পষ্ট নয়।

6 / 7
শিবানি দন্ডেকারের সঙ্গে গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ফারহান। শাক্যর সঙ্গে এ সব বিষয় নিয়ে নাকি খোলাখুলি আলোচনা করেছেন ফারহান।

শিবানি দন্ডেকারের সঙ্গে গত কয়েক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন ফারহান। শাক্যর সঙ্গে এ সব বিষয় নিয়ে নাকি খোলাখুলি আলোচনা করেছেন ফারহান।

7 / 7