কলেজের গণ্ডি পার করার পর চাকরি খুঁজছেন? তবে আপনার জন্য রয়েছে দারুণ খবর। সরকারি চাকরির পাশাপাশি বেসরকারি একাধিক সংস্থাতেও চলছে কর্মী নিয়োগ। তাও আবার কলকাতাতেই। চাকরির এমনই দারুণ সুযোগ দিচ্ছে অনলাইন বিপণনি সংস্থা মিন্ত্রা (Myntra)।
মিন্ত্রা সংস্থার তরফে জানানো হয়েছে, অপারেশন এগজেকিউটিভ পদে কর্মী নিয়োগ করা হবে। একাধিক শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
এই পদে নিয়োগের জন্য অনলাইনে আবেদন করতে হবে। সরাসরি মিন্ত্রার অফিশিয়াল ওয়েবসাইট https://careers.myntra.com/jobs - এ লগ ইন করে আবেদন জানাতে হবে।
বয়সসীমা- মিন্ত্রার এই শূন্যপদে নিয়োগের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- আবেদনকারীকে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বা সমকক্ষ কোনও বিষয়ে ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা- আবেদনকারীকে অবশ্যই ওয়ারহাউস বা লজিস্টিক কো-অর্ডিনেটর হিসাবে ন্যূনতম এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে।