লুধিয়ানা: বৃহস্পতিবার, লুধিয়ানা আদালত চত্বর বিস্ফোরণে কেঁপে ওঠে। জানা গিয়েছে এই বিস্ফোরণের ঘটনায় দু'জন মারা গিয়েছে বলেই জানা গিয়েছিল। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। লুধিয়ানা কোর্টের দ্বিতীয় তলে শৌচাগারের ভিতরে বিস্ফোরণ হয়েছিল বলেই খবর। ইতিমধ্যেই বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ বিস্ফোরণটি হয়। মনে করা হচ্ছে, কোনও শক্তিশালী বিস্ফোরক দিয়েই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। মনে করা হচ্ছে, আইইডি (IED) বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পঞ্জাবের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি। এনএসজি(NSG)-র তরফে ঘটনাস্থলে বম্ব ডেটা সেন্টারের আধিকারিকদেরও পাঠানো হয়েছিল।
দায়িত্ব পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন এনএসজি কমান্ডোরা। তারা বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেন। লুধিয়ানা কোর্টের বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এনএসজির তরফে তা জানারও চেষ্টা চলছে।
সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে বিভিন্ন গাড়ি খুলে পরীক্ষা করছেন জঙ্গি দমনে পারদর্শী দেশের সব থেকে সেরা বাহিনী। লু্ধিয়ানা আদালতে এই বিস্ফোরণ হওয়ার পর পঞ্জাব জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়েক করেছে পঞ্জাব পুলিশ।