Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ludhiana Court Blast: লুধিয়ানা কোর্ট বিস্ফোরণে পঞ্জাব জুড়ে জারি লাল সতর্কতা, নামল এনএসজি, দেখুন ছবি

Ludhiana Court Blast: লুধিয়ানা আদালতে বিস্ফোরণের ঘটনায় নামল এনএসজি কমান্ডোরা।

| Edited By: | Updated on: Dec 23, 2021 | 10:06 PM
লুধিয়ানা: বৃহস্পতিবার, লুধিয়ানা আদালত চত্বর বিস্ফোরণে কেঁপে ওঠে। জানা গিয়েছে এই বিস্ফোরণের ঘটনায় দু'জন মারা গিয়েছে বলেই জানা গিয়েছিল। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। লুধিয়ানা কোর্টের দ্বিতীয় তলে শৌচাগারের ভিতরে বিস্ফোরণ হয়েছিল বলেই খবর। ইতিমধ্যেই বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ।

লুধিয়ানা: বৃহস্পতিবার, লুধিয়ানা আদালত চত্বর বিস্ফোরণে কেঁপে ওঠে। জানা গিয়েছে এই বিস্ফোরণের ঘটনায় দু'জন মারা গিয়েছে বলেই জানা গিয়েছিল। আহত হয়েছেন কমপক্ষে ৫ জন। লুধিয়ানা কোর্টের দ্বিতীয় তলে শৌচাগারের ভিতরে বিস্ফোরণ হয়েছিল বলেই খবর। ইতিমধ্যেই বিস্ফোরণের কারণ খুঁজতে তদন্ত করছে পুলিশ।

1 / 5
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ বিস্ফোরণটি হয়। মনে করা হচ্ছে, কোনও শক্তিশালী বিস্ফোরক দিয়েই বিস্ফোরণটি ঘটানো হয়েছে।  মনে করা হচ্ছে, আইইডি (IED) বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন দুপুর ১২টা ২২ মিনিট নাগাদ বিস্ফোরণটি হয়। মনে করা হচ্ছে, কোনও শক্তিশালী বিস্ফোরক দিয়েই বিস্ফোরণটি ঘটানো হয়েছে। মনে করা হচ্ছে, আইইডি (IED) বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, রিমোট কন্ট্রোলের মাধ্যমে বিস্ফোরণ ঘটানো হয়েছে।

2 / 5
কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পঞ্জাবের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি। এনএসজি(NSG)-র তরফে ঘটনাস্থলে বম্ব ডেটা সেন্টারের আধিকারিকদেরও পাঠানো হয়েছিল।

কেন্দ্রীয় সরকার ইতিমধ্যেই পঞ্জাবের ঘটনা নিয়ে রাজ্য সরকারের কাছে রিপোর্ট তলব করেছে। এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে হাসপাতালে গিয়েছিলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজিৎ চন্নি। এনএসজি(NSG)-র তরফে ঘটনাস্থলে বম্ব ডেটা সেন্টারের আধিকারিকদেরও পাঠানো হয়েছিল।

3 / 5
দায়িত্ব পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন এনএসজি কমান্ডোরা। তারা বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেন। লুধিয়ানা কোর্টের বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এনএসজির তরফে তা জানারও চেষ্টা চলছে।

দায়িত্ব পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছিলেন এনএসজি কমান্ডোরা। তারা বিস্ফোরণ স্থল খতিয়ে দেখেন। লুধিয়ানা কোর্টের বিস্ফোরণে কী ধরনের বিস্ফোরক ব্যবহার করা হয়েছে, এনএসজির তরফে তা জানারও চেষ্টা চলছে।

4 / 5
সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে বিভিন্ন গাড়ি খুলে পরীক্ষা করছেন জঙ্গি দমনে পারদর্শী দেশের সব থেকে সেরা বাহিনী। লু্ধিয়ানা আদালতে এই বিস্ফোরণ হওয়ার পর পঞ্জাব জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়েক করেছে পঞ্জাব পুলিশ।

সংবাদ সংস্থা এএনআই প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে বিভিন্ন গাড়ি খুলে পরীক্ষা করছেন জঙ্গি দমনে পারদর্শী দেশের সব থেকে সেরা বাহিনী। লু্ধিয়ানা আদালতে এই বিস্ফোরণ হওয়ার পর পঞ্জাব জুড়ে লাল সতর্কতা জারি করা হয়েছে। ইতিমধ্যেই বিস্ফোরণের ঘটনায় থানায় মামলা দায়েক করেছে পঞ্জাব পুলিশ।

5 / 5
Follow Us:
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
এপ্রিলের তৃতীয় সপ্তাহে একলাফে উঠল বাজার, এবার কি তবে ঊর্ধ্বগতি?
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
মুর্শিদাবাদে কেন পুলিশ টিয়ার গ্যাস ছুঁড়লনা?: অগ্নিমিত্রা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
সাধনকক্ষ থেকে বেরিয়ে ভবানী ভবনে হাজির 'উদ্বিগ্ন' সাধু-সন্ন্যাসীরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
'স্বাধীনতা পাই না, বাড়িতে ঘুমোতে পারছি না', আতঙ্কে মায়েরা
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
মামা-ভাগ্নের ১৩ হাজার কোটি টাকা চুরির 'গল্প'
'একটাই দাওয়াই ডান্ডা', মুর্শিদাবাদ নিয়ে যোগীর বড় বার্তা
'একটাই দাওয়াই ডান্ডা', মুর্শিদাবাদ নিয়ে যোগীর বড় বার্তা
আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে:সৌগত
আবেগের ফলে কিছু স্বতঃস্ফূর্ত হিংসার ঘটনা ঘটেছে:সৌগত
'সঙ্গে মারে লাথি-ঘুষি, ইংরেজকেও হার মানায়...', বাউলের প্রতিবাদ
'সঙ্গে মারে লাথি-ঘুষি, ইংরেজকেও হার মানায়...', বাউলের প্রতিবাদ
ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট, ১৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০
ব্যাঙ্কেক্স বেড়েছে ১,৪৬৪ পয়েন্ট, ১৯০০ পয়েন্ট বেড়েছে নিফটি নেক্সট ৫০
বাংলাদেশের উপর বিরাট কর, বিরাট চাপে ইউনূস!
বাংলাদেশের উপর বিরাট কর, বিরাট চাপে ইউনূস!