AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shahrukh-Gauri Controversy: হাসপাতালে শাহরুখ, অসুস্থ অবস্থাতেও স্বামীকে ঠকাতে পিছপা হননি গৌরী খান

Viral News: শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, গৌরী খান তাঁকে মিথ্যে বলে ঠকিয়েছেন।

| Edited By: | Updated on: Dec 21, 2022 | 7:18 PM
Share
তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

তবে ট্রেলার দেখে এই মন্তব্য করা বেশ কঠিন, এর উত্তর একমাত্র মিলতে পারে ২৫ জানুয়ারির পর ছবি মুক্তিতে স্পষ্ট হয়ে যাবে। পাঠান সত্যিই শাহরুখ খানের ভাগ্য ফেরাতে পারে কি না। পরপর দুই ফ্লক ছবির পর দীর্ঘ বিরতিতে ছিলেন কিং খান, তাই তার চার বছর ব্যবধানে ফিরে আসা ধামাকা ভক্তমনে ও বক্স অফিসে কতটা দাপটের সঙ্গে প্রভাব ফেলে তা দেখার অপেক্ষাতেই দিন গুনছে সিনে দুনিয়া।

1 / 7
আবার কখনও কানে আসে তাঁদের মধ্যে নাকি তেমন তাল মিল আর নেই। না, পুরোটাই রটনা বা পুরোটাই ঘটনা কোন উপসংহারেই রাতারাতি পৌঁছানো সম্ভব নয়। কারণ তাঁদের সম্পর্ক কখনও দেখে মনে হয় রূপকথার গল্প আবার কখনও প্রকাশ্যে তাঁদের আচরণে প্রমাণ করে তারা ভাল নেই।

আবার কখনও কানে আসে তাঁদের মধ্যে নাকি তেমন তাল মিল আর নেই। না, পুরোটাই রটনা বা পুরোটাই ঘটনা কোন উপসংহারেই রাতারাতি পৌঁছানো সম্ভব নয়। কারণ তাঁদের সম্পর্ক কখনও দেখে মনে হয় রূপকথার গল্প আবার কখনও প্রকাশ্যে তাঁদের আচরণে প্রমাণ করে তারা ভাল নেই।

2 / 7
 তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খান বিতর্ক উস্কে দিয়েছিলেন তাঁর মন্তব্যকে ঘিরে। শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল তাঁকে কখনও কিছু উপহার দিয়েছেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন না, গৌরী তাঁকে তেমন ভাবে কখনও কিছু দেয়নি।

তেমনই এক সাক্ষাৎকারে শাহরুখ খান বিতর্ক উস্কে দিয়েছিলেন তাঁর মন্তব্যকে ঘিরে। শাহরুখ খানকে প্রশ্ন করা হয়েছিল তাঁকে কখনও কিছু উপহার দিয়েছেন কিনা। উত্তরে তিনি বলেছিলেন না, গৌরী তাঁকে তেমন ভাবে কখনও কিছু দেয়নি।

3 / 7
Shahrukh-Gauri Controversy: হাসপাতালে শাহরুখ, অসুস্থ অবস্থাতেও স্বামীকে ঠকাতে পিছপা হননি গৌরী খান

4 / 7
Shahrukh-Gauri Controversy: হাসপাতালে শাহরুখ, অসুস্থ অবস্থাতেও স্বামীকে ঠকাতে পিছপা হননি গৌরী খান

5 / 7
শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, গৌরী খান গিয়েছিলেন দোকানে শার্টটি পাল্টাতে, এটা সত্যি, তবে তার বদলে তিনি শাহরুখের জন্য অন্য কোন পোশাক কেনেননি।

শাহরুখকে মিথ্যে বলতে রাজি ছিলেন না সেই বন্ধু, তাই সত্যিটা জানিয়ে তিনি বলেন, গৌরী খান গিয়েছিলেন দোকানে শার্টটি পাল্টাতে, এটা সত্যি, তবে তার বদলে তিনি শাহরুখের জন্য অন্য কোন পোশাক কেনেননি।

6 / 7
বরং নিজের জন্য একটি হাত ব্যাগ কিনে নিয়েছিলেন। আর বলেছিলেন এই মুহূর্তে তো সে হাসপাতালে রয়েছে। তবে কেন পোশাক প্রয়োজন। তার থেকে ব্যাগটা আমার দরকারি, আমি এটা নিলাম এটা আমার কাজে লাগবে।

বরং নিজের জন্য একটি হাত ব্যাগ কিনে নিয়েছিলেন। আর বলেছিলেন এই মুহূর্তে তো সে হাসপাতালে রয়েছে। তবে কেন পোশাক প্রয়োজন। তার থেকে ব্যাগটা আমার দরকারি, আমি এটা নিলাম এটা আমার কাজে লাগবে।

7 / 7