Bangla News Photo gallery Phalgun Purnima is the luckiest day of the year! Know the direct connection with Mother Lakshmi
Phalgun Purnima 2024: বছরের সবচেয়ে শুভ দিনে করুন লক্ষ্মী-নারায়ণের পুজো! ফাল্গুন পূর্ণিমার লক্ষ্মীযোগ কখন, জানুন
Lakshmi Puja Date and Time: ফাল্গুন পূর্ণিমার রাতে হোলিকা দহনের মাধ্যমে অশুভকে হঠিয়ে শুভ ও জয়লাভের উত্সব পালিত হয়। শুধু তাই নয়, ফাল্গুন পূর্ণিমা দেবী লক্ষ্মীকে খুশি করার জন্যও বিশেষ একটি কারণ থাকে, এদিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয়।
1 / 9
ন্যাড়াপোড়া দিয়ে শুরু হয় ফাল্গুন পূর্ণিমার রাত। সাধারণত হিন্দু ধর্মে পূর্ণিমার গুরুত্ব রয়েছে অনেক। আর বাঙালির কাছে ফাল্গুন পূর্ণিমা হল একটি বছরের শেষ পূর্ণিমা। ফলে ওইদিন বছরের শেষ লক্ষ্মী-নারায়ণ পুজোর প্রস্তুতি নেন অনেকেই।
2 / 9
ফাল্গুন পূর্ণিমার রাতে হোলিকা দহনের মাধ্যমে অশুভকে হঠিয়ে শুভ ও জয়লাভের উত্সব পালিত হয়। শুধু তাই নয়, ফাল্গুন পূর্ণিমা দেবী লক্ষ্মীকে খুশি করার জন্যও বিশেষ একটি কারণ থাকে, এদিনে ধন-সম্পদের দেবী লক্ষ্মীর জন্মবার্ষিকী হিসেবেও পালিত হয়।
3 / 9
ফাল্গুন পূর্ণিমার দিনটিও দেবী লক্ষ্মীর আরাধনার জন্য বিশেষ। এ দিনে লক্ষ্মী জয়ন্তীও পালিত হয়। এছাড়া হিন্দু ক্যালেন্ডার মতে, ফাল্গুন পূর্ণিমার দিনকে বছরের সবচেয়ে সৌভাগ্যবান দিন বলেও মনে করা হয়। কারণ এদিনপূজাপাঠ, স্নান ও দান অনেক সুখ ও সমৃদ্ধি বয়ে নিয়ে আসে।
4 / 9
হোলিকা দহন শুধুমাত্র ফাল্গুন পূর্ণিমার রাতেই পালিত হয়। ফাল্গুন পূর্ণিমার দিনে পবিত্র নদীতে স্নান করা, আচারানুযায়ী হোলিকা দান ও দহন করা খুবই উপকারী।
5 / 9
পঞ্জিকা মতে, বছর ফাল্গুন পূর্ণিমা পড়েছে ২৪ মার্চ, রবিবার। ফাল্গুন পূর্ণিমা তিনটি মহান উৎসব ফাল্গুন পূর্ণিমা, লক্ষ্মী জয়ন্তী ও হোলিকা দহন একসঙ্গে হওয়ার কারণে ফাল্গুন পূর্ণিমাকে একটি খুব সৌভাগ্যবান দিন বলে মনে করা হয়।
6 / 9
ফাল্গুন পূর্ণিমায় উপবাস পালন করে ভগবান বিষ্ণু ও চন্দ্রদেবের আশীর্বাদ পাওয়ার জন্য একটি বিশেষ দিন। এবছর, ক্যালেন্ডার অনুসারে, ফাল্গুন মাসের পূর্ণিমা তিথি শুরু হয়েছে ২৪ মার্চ, সকাল ৯টা ৫৪ মিনিটে। শেষ হবে ২৫ মার্চ, দুপুর ১২টা ২৯ মিনিটে।
7 / 9
উদয়তিথি অনুসারে, ফাল্গুন পূর্ণিমার উপবাস ২৫ মার্চ পালন করা হবে তবে হোলিকা দহন ২৪ মার্চ অনুষ্ঠিত হবে। হোলিকা দহন শুধুমাত্র ফাল্গুন পূর্ণিমার রাতে পালন করা হবে।
8 / 9
লক্ষ্মী জয়ন্তী উপলক্ষে, ফাল্গুন পূর্ণিমায় আচার অনুসারে দেবী লক্ষ্মীর আরাধনা করা উচিত। পুজোর সময় দেবী লক্ষ্মীকে পায়েস বা ক্ষীর নিবেদন করুন।
9 / 9
এছাড়া নিয়ম মেনে দেবী লক্ষ্মীকে হলুদ কড়ি নিবেদন করুন। তুষ্ট হবেন তিনি। পাশাপাশি লাল কাপড়ে বেঁধে পরের দিন আপনার লকার বা আলমারিতে রেখে দিন। এর ফলে সংসারে অর্থের প্রবাহ বৃদ্ধি পায় ও সম্পদে পরিপূর্ণ থাকে।