AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

PM Narendra Modi: প্রিয় ও পছন্দের খাবার কী কী? সোশ্যাল মিডিয়ায় খোদ জানিয়েছেন প্রধানমন্ত্রী

৭১ বছর বয়সেও খাবার প্রতি ভালবাসা ত্যাগ করতে পারেননি। খিচুড়ি থেকে লিট্টি চোখা পর্যন্ত এখনও তৃপ্তি করে উপভোগ করেন। কথা বলছি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর খাবারের অভ্যাস নিয়ে।

| Edited By: | Updated on: Sep 17, 2021 | 6:36 PM
Share
প্রতিবছর জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করে, আশীর্বাদ নিয়ে ঘরের তৈরি খাবারের স্বাদ নেন তিনি। ভারতীয় খাবারে প্রতি তাঁর যে অমোঘ ভালবাসা, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ পায়।

প্রতিবছর জন্মদিনে মায়ের সঙ্গে দেখা করে, আশীর্বাদ নিয়ে ঘরের তৈরি খাবারের স্বাদ নেন তিনি। ভারতীয় খাবারে প্রতি তাঁর যে অমোঘ ভালবাসা, তা বিভিন্ন সোশ্যাল মিডিয়া পোস্টের মাধ্যমে প্রকাশ পায়।

1 / 8
প্রকৃত সমালোচকের অভাব দেশে, দাবি মোদীর।
ফাইল চিত্র

প্রকৃত সমালোচকের অভাব দেশে, দাবি মোদীর। ফাইল চিত্র

2 / 8
গুজরাটি থালি তাঁর প্রথম পছন্দ। ভারতীয় খাবার হিসেবে তাওয়া রুটি, ডাল, সবজি ও সালাদ তিনি পছন্দ করেন।

গুজরাটি থালি তাঁর প্রথম পছন্দ। ভারতীয় খাবার হিসেবে তাওয়া রুটি, ডাল, সবজি ও সালাদ তিনি পছন্দ করেন।

3 / 8
শৈশব থেকেই আমের প্রতি দুর্বলতা রয়েছে তাঁর। আম গাছ থেকে পাকা আম পেড়ে তা হাতে করে খাওয়ার যে অন্য আনন্দ তা বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে এক সাক্ষাত্‍কারের সময় জানিয়েছিলেন।

শৈশব থেকেই আমের প্রতি দুর্বলতা রয়েছে তাঁর। আম গাছ থেকে পাকা আম পেড়ে তা হাতে করে খাওয়ার যে অন্য আনন্দ তা বলিউডের অভিনেতা অক্ষয় কুমারের সঙ্গে এক সাক্ষাত্‍কারের সময় জানিয়েছিলেন।

4 / 8
ভারতীয় খাবারের মধ্যে লিট্টি চোখা অন্য়তম পছন্দের একটি খাবার। সুযোগ পেলেই বিহারের এই বিখ্যাত খাবার দিয়ে লাঞ্চ সেরে ফেলেন তিনি। সঙ্গে চাই অবশ্যই এক কাপ গরম চা।

ভারতীয় খাবারের মধ্যে লিট্টি চোখা অন্য়তম পছন্দের একটি খাবার। সুযোগ পেলেই বিহারের এই বিখ্যাত খাবার দিয়ে লাঞ্চ সেরে ফেলেন তিনি। সঙ্গে চাই অবশ্যই এক কাপ গরম চা।

5 / 8
সপ্তাহে দুবার তাঁর পাতে ড্রামস্টিক পরোটা থাকবেই। এমনকি এই রান্নার রেসিপিও তাঁর জানা।

সপ্তাহে দুবার তাঁর পাতে ড্রামস্টিক পরোটা থাকবেই। এমনকি এই রান্নার রেসিপিও তাঁর জানা।

6 / 8
একটি সাক্ষাত্‍কারে তিনি খিচুড়ির প্রতি ভাললাগার কথা জানিয়েছিলেন। কেরিয়ারের গোড়ার দিতে তাঁর ব্যস্ততম সময়ে মাঝরাতে খিচুড়িই ছিল একমাত্র খাবার।

একটি সাক্ষাত্‍কারে তিনি খিচুড়ির প্রতি ভাললাগার কথা জানিয়েছিলেন। কেরিয়ারের গোড়ার দিতে তাঁর ব্যস্ততম সময়ে মাঝরাতে খিচুড়িই ছিল একমাত্র খাবার।

7 / 8
খাবার খাওয়ার পাশাপাশি ফিট থাকতে তিনি ভালবাসেন। যোগাব্যায়াম তো রয়েছেই, শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমানে জল খান তিনি। নবরাত্রির ৯দিন তিনি উপবাস রাখে। সেইসময় তিনি গরমজল প্রতিদিন পান করেন।

খাবার খাওয়ার পাশাপাশি ফিট থাকতে তিনি ভালবাসেন। যোগাব্যায়াম তো রয়েছেই, শরীরকে সুস্থ রাখতে প্রচুর পরিমানে জল খান তিনি। নবরাত্রির ৯দিন তিনি উপবাস রাখে। সেইসময় তিনি গরমজল প্রতিদিন পান করেন।

8 / 8