Bangla News » Photo gallery » PSG star Lionel Messi eats Messi burger at Hard Rock Cafe in Ibiza
Messi Burger: ইবিজায় ‘মেসি বার্গার’-এ মজে মেসি
Lionel Messi: ইবিজায় এই মুহূর্তে পরিবার ও বন্ধুবান্ধবদের সঙ্গে ছুটি কাটাচ্ছেন পিএসজির তারকা ফুটবলার লিওনেল মেসি। সেখানেই কয়েকদিন আগে পালন করেছেন নিজের ৩৫তম জন্মদিন। এ বার ইবিজায় নিজের নামের বার্গার 'মেসি বার্গার' (Messi burger) খেয়ে দেখলেন লিও। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন সেই ছবিও।
গত বছর হার্ড রক ইন্টারন্যাশনালের ব্র্যান্ড অ্যাম্বাসাডর হয়েছিলেন মেসি। নতুন করে হার্ড রক ক্যাফের সঙ্গে মেসির আরও ৫ বছরের চুক্তির কথা রয়েছে। (ছবি-হার্ড রক ক্যাফে ইন্সটাগ্রাম)
2 / 5
৭ বারের ব্যালন ডি'অর জয়ী লিওনেল মেসির নামে বিশেষ বার্গার ('মেসি বার্গার') বের করেছে হার্ড রক ক্যাফে। চলতি বছরের মার্চ মাসে এই বার্গারের বাজারে আসার বিজ্ঞাপনেও দেখা গিয়েছিল মেসিকে। (ছবি-হার্ড রক ক্যাফে ইন্সটাগ্রাম)
3 / 5
যুক্তরাজ্যের ক্রেতারা হার্ড রক ক্যাফে থেকে মেসি বার্গার খেতে পারবেন মাত্র ১০ পাউন্ড খরচ করে। তবে ভারতীয় মুদ্রায় যা প্রায় ৯৬১ টাকার সমান। (ছবি-হার্ড রক ক্যাফে ইন্সটাগ্রাম)
4 / 5
মেসি বার্গারের বিশেষত্ব হল- ব্রইশ বানের মাঝে এটির মধ্যে দুটি বড় সাইজের বিফ প্যাটি থাকবে। পাশাপাশি বেশ কিছু টপিংস, হার্ড রক ক্যাফের স্কোমি বার্গার সস, প্রোভোলন লস, ক্যারাম্যালাইজড রেড অনিয়ন এবং স্লাইসড চোরিজোও থাকবে। দশ পাউন্ডের সঙ্গে আরও বাড়তি কিছু অর্থ দিলে এতে একটি ভাজা ডিমও যোগ করে দেওয়া হবে। (ছবি-হার্ড রক ক্যাফে ইন্সটাগ্রাম)