AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Raima Sen: ফ্যাশন ট্রেন্ডে বোল্ড রাইমা, প্রতিটা ফ্রেমেই তাক লাগানো পোজ়, নজরকাড়া সেনকন্যা

Fashion: বয়স যেন গিয়েছে থমকে। টান টান ফিগারে রূপের ছটায় তিনি সর্বদাই বোল্ড, সবর্দাই তাঁকে পাওয়া এক স্টানিং লুকে।

| Edited By: | Updated on: Aug 09, 2022 | 7:39 PM
Share
রাইমা সেন, টলিউডে অভিনয় দাপটে যিনি বারে বারে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। কখনও বোল্ড দৃশ্যে কখনও আবার সাহিত্য নির্ভর গল্পের চরিত্র হয়ে। রাইমা মানেই যেখানে বিশেষ কিছুর প্রাপ্তী।

রাইমা সেন, টলিউডে অভিনয় দাপটে যিনি বারে বারে সকলের নজরের কেন্দ্রে জায়গা করে নিয়েছেন। কখনও বোল্ড দৃশ্যে কখনও আবার সাহিত্য নির্ভর গল্পের চরিত্র হয়ে। রাইমা মানেই যেখানে বিশেষ কিছুর প্রাপ্তী।

1 / 5
তবে বেশ খানিকটা বেছে বেছে ছবি করতেই পছন্দ করেন রাইমা সেন। তাই আর পাঁচজনের মত তাংকে পর্দায় সেভাবে পাওয়া যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতি।

তবে বেশ খানিকটা বেছে বেছে ছবি করতেই পছন্দ করেন রাইমা সেন। তাই আর পাঁচজনের মত তাংকে পর্দায় সেভাবে পাওয়া যায় না। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁর নিত্য উপস্থিতি।

2 / 5
প্রতিটা ফ্রেমেই থাকে এক বিশেষত্বের ছোঁটা। শরীরী ভাঁজে সকলের নজর কাড়তে তিনি সিদ্ধ হস্ত। ক্যামেরার ফ্রেমে নিজেকে ঠিক কীভাবে পার্ফেক্ট লুকে তুলে ধরতে হয়, তা তাঁর ভালই জানা।

প্রতিটা ফ্রেমেই থাকে এক বিশেষত্বের ছোঁটা। শরীরী ভাঁজে সকলের নজর কাড়তে তিনি সিদ্ধ হস্ত। ক্যামেরার ফ্রেমে নিজেকে ঠিক কীভাবে পার্ফেক্ট লুকে তুলে ধরতে হয়, তা তাঁর ভালই জানা।

3 / 5
বয়স যেন গিয়েছে থমকে। টান টান ফিগারে রূপের ছটায় তিনি সর্বদাই বোল্ড, সবর্দাই তাঁকে পাওয়া এক স্টানিং লুকে। রাইমা প্রতিটা ক্ষেত্রেই রেখে থাকেন এক বিশেষত্বের ছোঁয়া। সোশ্যাল মিডিয়ার পাতা যেন তাঁর কাছে পোর্ট ফোলিও।

বয়স যেন গিয়েছে থমকে। টান টান ফিগারে রূপের ছটায় তিনি সর্বদাই বোল্ড, সবর্দাই তাঁকে পাওয়া এক স্টানিং লুকে। রাইমা প্রতিটা ক্ষেত্রেই রেখে থাকেন এক বিশেষত্বের ছোঁয়া। সোশ্যাল মিডিয়ার পাতা যেন তাঁর কাছে পোর্ট ফোলিও।

4 / 5
স্টানিং পোজ়-এ সেনকন্যা ঠিক যেন রূপলি পর্দার সুচিত্রা সেন। বহুবার সেই প্রমাণ তিনি নিজেই দিয়েছেন সাবেকি পোজ়ে। আবার সাহসী পোশাকেও তিনি একইভাবে টেক্কা দিয়ে চলেছেন।

স্টানিং পোজ়-এ সেনকন্যা ঠিক যেন রূপলি পর্দার সুচিত্রা সেন। বহুবার সেই প্রমাণ তিনি নিজেই দিয়েছেন সাবেকি পোজ়ে। আবার সাহসী পোশাকেও তিনি একইভাবে টেক্কা দিয়ে চলেছেন।

5 / 5