Durga Puja: শাড়িতে মোহময়ী রানি-কাজল, মুম্বইয়ের পুজোতে বাঙালিয়ানার অপূর্ব মিশেল

উমার মতোই তখন তাঁরা ঘরের মেয়ে। কোভিড কালে বিধিনিষেধ রয়েছে বহু। তা সত্ত্বেও উত্তর মুম্বইয়ের সর্বজনীন পুজো মন্ডপে এক হলেন ওঁরা। রানি কাজল থেকে শুরু করে শান ও কুমার শানুর ছেলে জান... সবাই ধরা দিলেন এক ফ্রেমে। দেখে নিন ছবি।

| Edited By: | Updated on: Oct 14, 2021 | 7:37 PM
বছরের এই চারটে দিন তথাকথিত গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটাই আলাদা কাটে বাঙালি বলি অভিনেতাদের। একসঙ্গে ভগ খাওয়া থেকে শুরু করে অঞ্জলি... বাদ যায় না কিছুই। উমার মতোই তখন তাঁরা ঘরের মেয়ে। কোভিড কালে বিধিনিষেধ রয়েছে বহু। তা সত্ত্বেও উত্তর মুম্বইয়ের সর্বজনীন পুজো মন্ডপে এক হলেন ওঁরা। রানি কাজল থেকে শুরু করে শান ও কুমার শানুর ছেলে জান... সবাই ধরা দিলেন এক ফ্রেমে। দেখে নিন ছবি।

বছরের এই চারটে দিন তথাকথিত গ্ল্যামার দুনিয়া থেকে অনেকটাই আলাদা কাটে বাঙালি বলি অভিনেতাদের। একসঙ্গে ভগ খাওয়া থেকে শুরু করে অঞ্জলি... বাদ যায় না কিছুই। উমার মতোই তখন তাঁরা ঘরের মেয়ে। কোভিড কালে বিধিনিষেধ রয়েছে বহু। তা সত্ত্বেও উত্তর মুম্বইয়ের সর্বজনীন পুজো মন্ডপে এক হলেন ওঁরা। রানি কাজল থেকে শুরু করে শান ও কুমার শানুর ছেলে জান... সবাই ধরা দিলেন এক ফ্রেমে। দেখে নিন ছবি।

1 / 7
পুজোর কটা দিন কাজল একেবারে বঙ্গতনয়া।

পুজোর কটা দিন কাজল একেবারে বঙ্গতনয়া।

2 / 7
রানি মুখোপাধ্যায়ের এই শাড়ি লুক আপনার নজর কাড়বেই।

রানি মুখোপাধ্যায়ের এই শাড়ি লুক আপনার নজর কাড়বেই।

3 / 7
কপিল শর্মা শো খ্যাত সুমনা চক্রবর্তীও কম যান না। শাড়ি লুকে ধরা দিলেন তিনিও।

কপিল শর্মা শো খ্যাত সুমনা চক্রবর্তীও কম যান না। শাড়ি লুকে ধরা দিলেন তিনিও।

4 / 7
শান ও জানকে দেখা গেল এক ফ্রেমে।

শান ও জানকে দেখা গেল এক ফ্রেমে।

5 / 7
বলিউডের প্রিয় জুটি দেবিনা-গুরমীত।

বলিউডের প্রিয় জুটি দেবিনা-গুরমীত।

6 / 7
স্ত্রী বাঙালি তাই দুর্গা পুজোয় গুরমীতও নিজেকে সাজালেন ধুতি-পাঞ্জাবিতে।

স্ত্রী বাঙালি তাই দুর্গা পুজোয় গুরমীতও নিজেকে সাজালেন ধুতি-পাঞ্জাবিতে।

7 / 7
Follow Us: