Sudipa Chatterjee: শেষ হল সুদীপার ‘রান্নাঘর’, জানেন কত বছর আগে শুরু হয়েছিল এই ‘কুকিং শো’?
Sudipa Chatterjee: একটা দীর্ঘ জার্নি। সেই যাত্রাপথে হাজারও অভিজ্ঞতা। অবশেষে ইতি ঘটল এ সবেরই। শুক্রবার জি বাংলার 'রান্নাঘর'-এর শেষ পর্বের শুটিং হয়েছে সে খবর ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, বছরের পর বছর চলতে থাকা এই 'কুকিং শো' প্রথম শুরু হয়েছিল কবে?
Most Read Stories