AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sudipa Chatterjee: শেষ হল সুদীপার ‘রান্নাঘর’, জানেন কত বছর আগে শুরু হয়েছিল এই ‘কুকিং শো’?

Sudipa Chatterjee: একটা দীর্ঘ জার্নি। সেই যাত্রাপথে হাজারও অভিজ্ঞতা। অবশেষে ইতি ঘটল এ সবেরই। শুক্রবার জি বাংলার 'রান্নাঘর'-এর শেষ পর্বের শুটিং হয়েছে সে খবর ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, বছরের পর বছর চলতে থাকা এই 'কুকিং শো' প্রথম শুরু হয়েছিল কবে?

| Edited By: | Updated on: Dec 17, 2022 | 10:50 PM
Share
একটা দীর্ঘ জার্নি। সেই যাত্রাপথে হাজারও অভিজ্ঞতা। অবশেষে ইতি ঘটল এ সবেরই। শুক্রবার জি বাংলার 'রান্নাঘর'-এর শেষ পর্বের শুটিং হয়েছে সে খবর ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, বছরের পর বছর চলতে থাকা এই 'কুকিং শো' প্রথম শুরু হয়েছিল কবে?

একটা দীর্ঘ জার্নি। সেই যাত্রাপথে হাজারও অভিজ্ঞতা। অবশেষে ইতি ঘটল এ সবেরই। শুক্রবার জি বাংলার 'রান্নাঘর'-এর শেষ পর্বের শুটিং হয়েছে সে খবর ইতিমধ্যে অনেকেই জেনে গিয়েছেন। কিন্তু প্রশ্ন হল, বছরের পর বছর চলতে থাকা এই 'কুকিং শো' প্রথম শুরু হয়েছিল কবে?

1 / 6
২০০৫ সালের মে মাসে প্রথম পথ চলা শুরু করে এই রান্নার শো'টি। প্রথম থেকেই এই শো-য়ে সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছিল সুদীপা চট্টোপাধ্যায়কে। তাঁর মিষ্টি হাসি, নম্র স্বভাব বেশ ভাল লেগেছিল দর্শকের।

২০০৫ সালের মে মাসে প্রথম পথ চলা শুরু করে এই রান্নার শো'টি। প্রথম থেকেই এই শো-য়ে সঞ্চালিকার ভূমিকায় দেখা গিয়েছিল সুদীপা চট্টোপাধ্যায়কে। তাঁর মিষ্টি হাসি, নম্র স্বভাব বেশ ভাল লেগেছিল দর্শকের।

2 / 6
তারপর যদিও অনেক রদবদল হয়েছে। মাঝে এই শো-র দায়িত্ব ন্যস্ত হয়েছিল অপরাজিতা আঢ্যের উপরেও। যদিও সুদীপা আবার ফিরে এসেছিলেন। 'রান্নাঘর' কার্যত যেন সুদীপার শো হিসেবেই মেনে নিয়েছিলেন তামাম দর্শক।

তারপর যদিও অনেক রদবদল হয়েছে। মাঝে এই শো-র দায়িত্ব ন্যস্ত হয়েছিল অপরাজিতা আঢ্যের উপরেও। যদিও সুদীপা আবার ফিরে এসেছিলেন। 'রান্নাঘর' কার্যত যেন সুদীপার শো হিসেবেই মেনে নিয়েছিলেন তামাম দর্শক।

3 / 6
সেই শো-য়েরই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। টানা ১৭ বছর ধরে চলা, ৫০০০ পর্ব পার করা মুখের কথা নয়। তাই বিদায়বেলায় সকলেই আবেগঘন। আবেগঘন সুদীপা নিজেও।

সেই শো-য়েরই বিদায় ঘণ্টা বেজে গিয়েছে। টানা ১৭ বছর ধরে চলা, ৫০০০ পর্ব পার করা মুখের কথা নয়। তাই বিদায়বেলায় সকলেই আবেগঘন। আবেগঘন সুদীপা নিজেও।

4 / 6
এই শো-য়ের হাত ধরেই কার্যত পরিচিতি মেলে তাঁর। বিয়ে থেকে সংসার, সন্তান-- এ সবেরই যেন সাক্ষী ছিল তাঁর এই শো। কিন্তু মন খারাপকে সঙ্গী করেই তো নতুন কে জায়গা ছেড়ে দিতে হয়।

এই শো-য়ের হাত ধরেই কার্যত পরিচিতি মেলে তাঁর। বিয়ে থেকে সংসার, সন্তান-- এ সবেরই যেন সাক্ষী ছিল তাঁর এই শো। কিন্তু মন খারাপকে সঙ্গী করেই তো নতুন কে জায়গা ছেড়ে দিতে হয়।

5 / 6
তাই-ই হচ্ছে। জি-বাংলায় আসছে নতুন রিয়ালিটি শো। আর দেখা যাবে না রান্নাঘর। হরেক রকমের রান্নার সঙ্গে পরিচয় ঘটার ঘটল ইতি। নতুন শো'টি রান্নাঘরের উন্মাদনার ট্র্যাডিশন কতটা বহন করতে পারে, এখন সেটাই দেখার।

তাই-ই হচ্ছে। জি-বাংলায় আসছে নতুন রিয়ালিটি শো। আর দেখা যাবে না রান্নাঘর। হরেক রকমের রান্নার সঙ্গে পরিচয় ঘটার ঘটল ইতি। নতুন শো'টি রান্নাঘরের উন্মাদনার ট্র্যাডিশন কতটা বহন করতে পারে, এখন সেটাই দেখার।

6 / 6