Shooting Set Inside Story: ভূতের কবলে সারা? বাথরুমে ঢুকতেই কী ঘটল তাঁর সঙ্গে…
TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra
Updated on: Apr 04, 2023 | 1:34 PM
Cine Gossip: ছবির কাজ শেষ চলতি মাসের শেষএ অর্থাৎ ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। ডিজ়নি হটস্টারে আসতে চলেছে গ্যাসলাইট।
Apr 04, 2023 | 1:34 PM
সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত ছবি গ্যাসলাইট ট্রেলার। ডার্ক লুকের এই ট্রেলারের পরতে-পরতে জড়িয়ে রহস্য। যে বাড়ির ঘটনার তা যে রহস্যে মোড়া, ট্রেলারেই মিলেছল সন্ধান।
1 / 8
তবে কেবল ছবির গল্পেই নয়, শুটিং সেটেও জড়িয়ে রয়েছে একাধিক রহস্য। ছবির শুটিং চলাকালিন সারা আলি খান এক ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছিল। বাড়িটি ছিল ভূতুরে।
2 / 8
খোদ সারা আলি খানই পেয়েছিল ভূতের আভাস। ঠিক কী ঘটে তাঁর সঙ্গে? সারা জানিয়েছিলেন, তিনি যখন বাথরুমে ঢুকেছিলেন, স্পষ্ট বুঝেছিলেন, কেউ তাঁর পাশে রয়েছে।
3 / 8
একটা হাওয়া যেন বয়ে যায় তাঁর পাশ থেকে, রোম খাঁড়া হয়ে যায় সারার। এখানেই শেষ নয়, রীতিমত একজনের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন সারা আলি খান।
4 / 8
কেউ যেন ডাকছে, স্পষ্ট গলা। যদিও তখন সেখানে কেউ ছিলেন না। ফলে সব মিলিয়ে সারা আলি খান বুঝে উঠতে পারছিলেন না কী করবেন।
5 / 8
একটা সময়ের পর সারা সেখান থেকে সরে যান। রাতে শুটিং শেষ হলে চলে এসেছিলেন হোটেলের ঘরে। সেখানে এসেই সবটা জানিয়ে ছিলেন চিত্রাঙ্গদা সিংকে।
6 / 8
ছবির কাজ শেষ চলতি মাসের শেষএ অর্থাৎ ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। ডিজ়নি হটস্টারে আসতে চলেছে গ্যাসলাইট।
7 / 8
সারা আলি খানের লক্ষ্যে এখন বড় প্রজেক্ট। তাঁর ইচ্ছে তাঁকে এমন কোনও চরিত্রে ভাবা হোক, যার মাধ্যমে তিনি নিজেকে আরও পোক্ত করে তুলতে পারেন।