Shooting Set Inside Story: ভূতের কবলে সারা? বাথরুমে ঢুকতেই কী ঘটল তাঁর সঙ্গে…

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Apr 04, 2023 | 1:34 PM

Cine Gossip: ছবির কাজ শেষ চলতি মাসের শেষএ অর্থাৎ ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। ডিজ়নি হটস্টারে আসতে চলেছে গ্যাসলাইট।

Apr 04, 2023 | 1:34 PM
সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত ছবি গ্যাসলাইট ট্রেলার। ডার্ক লুকের এই ট্রেলারের পরতে-পরতে জড়িয়ে রহস্য। যে বাড়ির ঘটনার তা যে রহস্যে মোড়া, ট্রেলারেই মিলেছল সন্ধান।

সদ্য মুক্তি পেয়েছে সারা আলি খান অভিনীত ছবি গ্যাসলাইট ট্রেলার। ডার্ক লুকের এই ট্রেলারের পরতে-পরতে জড়িয়ে রহস্য। যে বাড়ির ঘটনার তা যে রহস্যে মোড়া, ট্রেলারেই মিলেছল সন্ধান।

1 / 8
তবে কেবল ছবির গল্পেই নয়, শুটিং সেটেও জড়িয়ে রয়েছে একাধিক রহস্য। ছবির শুটিং চলাকালিন সারা আলি খান এক ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছিল। বাড়িটি ছিল ভূতুরে।

তবে কেবল ছবির গল্পেই নয়, শুটিং সেটেও জড়িয়ে রয়েছে একাধিক রহস্য। ছবির শুটিং চলাকালিন সারা আলি খান এক ভয়ানক অভিজ্ঞতার শিকার হয়েছিল। বাড়িটি ছিল ভূতুরে।

2 / 8
খোদ সারা আলি খানই পেয়েছিল ভূতের আভাস। ঠিক কী ঘটে তাঁর সঙ্গে? সারা জানিয়েছিলেন, তিনি যখন বাথরুমে ঢুকেছিলেন, স্পষ্ট বুঝেছিলেন, কেউ তাঁর পাশে রয়েছে।

খোদ সারা আলি খানই পেয়েছিল ভূতের আভাস। ঠিক কী ঘটে তাঁর সঙ্গে? সারা জানিয়েছিলেন, তিনি যখন বাথরুমে ঢুকেছিলেন, স্পষ্ট বুঝেছিলেন, কেউ তাঁর পাশে রয়েছে।

3 / 8
একটা হাওয়া যেন বয়ে যায় তাঁর পাশ থেকে, রোম খাঁড়া হয়ে যায় সারার। এখানেই শেষ নয়, রীতিমত একজনের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন সারা আলি খান।

একটা হাওয়া যেন বয়ে যায় তাঁর পাশ থেকে, রোম খাঁড়া হয়ে যায় সারার। এখানেই শেষ নয়, রীতিমত একজনের কণ্ঠস্বর শুনতে পেয়েছিলেন সারা আলি খান।

4 / 8
কেউ যেন ডাকছে, স্পষ্ট গলা। যদিও তখন সেখানে কেউ ছিলেন না। ফলে সব মিলিয়ে সারা আলি খান বুঝে উঠতে পারছিলেন না কী করবেন।

কেউ যেন ডাকছে, স্পষ্ট গলা। যদিও তখন সেখানে কেউ ছিলেন না। ফলে সব মিলিয়ে সারা আলি খান বুঝে উঠতে পারছিলেন না কী করবেন।

5 / 8
একটা সময়ের পর সারা সেখান থেকে সরে যান। রাতে শুটিং শেষ হলে চলে এসেছিলেন হোটেলের ঘরে। সেখানে এসেই সবটা জানিয়ে ছিলেন চিত্রাঙ্গদা সিংকে।

একটা সময়ের পর সারা সেখান থেকে সরে যান। রাতে শুটিং শেষ হলে চলে এসেছিলেন হোটেলের ঘরে। সেখানে এসেই সবটা জানিয়ে ছিলেন চিত্রাঙ্গদা সিংকে।

6 / 8
ছবির কাজ শেষ চলতি মাসের শেষএ অর্থাৎ ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। ডিজ়নি হটস্টারে আসতে চলেছে গ্যাসলাইট।

ছবির কাজ শেষ চলতি মাসের শেষএ অর্থাৎ ৩১ মার্চ মুক্তি পেতে চলেছে এই ছবি। ডিজ়নি হটস্টারে আসতে চলেছে গ্যাসলাইট।

7 / 8
সারা আলি খানের লক্ষ্যে এখন বড় প্রজেক্ট। তাঁর ইচ্ছে তাঁকে এমন কোনও চরিত্রে ভাবা হোক, যার মাধ্যমে তিনি নিজেকে আরও পোক্ত করে তুলতে পারেন।

সারা আলি খানের লক্ষ্যে এখন বড় প্রজেক্ট। তাঁর ইচ্ছে তাঁকে এমন কোনও চরিত্রে ভাবা হোক, যার মাধ্যমে তিনি নিজেকে আরও পোক্ত করে তুলতে পারেন।

8 / 8

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla