Dream Astrology: শিবের মাসে এই স্বপ্ন দেখলে ঘুচে যেতে পারে জীবনে সব যন্ত্রণা! মহাদিদেবের এই চিহ্ন দেখলে কিসের ইঙ্গিত জানেন?

Sawan Month 2024: শ্রাবণ মাসে শিব ও শিবের বিভিন্ন চিহ্ন স্বপ্নে দেখা দিলে , সেই স্বপ্নের ফলাফল দ্বিগুণ হওয়ার সম্ভাবনা রয়েছে। স্বপ্নের মধ্যে শিবের কোন কোন চিহ্ন দেখা দিলে কী কী ইঙ্গিত পেতে পারেন, তা জেনে নিন এখানে...

| Updated on: Jul 24, 2024 | 2:36 PM
স্বপ্নের মধ্যে ঈশ্বর দর্শন কতজনের কপালে রয়েছে? বিজ্ঞানীদের মতে, স্বপ্নের মধ্যে ঈশ্বরের দেখা পাওয়া একটি সাধারণ ঘটনা। কিন্তু স্বপ্নবিজ্ঞান অনুসারে, স্বপ্নের মধ্যে ভগবানকে দেখা জীবনে ও ভবিষ্যতের জন্য একটি লক্ষণ বা ইঙ্গিত।

স্বপ্নের মধ্যে ঈশ্বর দর্শন কতজনের কপালে রয়েছে? বিজ্ঞানীদের মতে, স্বপ্নের মধ্যে ঈশ্বরের দেখা পাওয়া একটি সাধারণ ঘটনা। কিন্তু স্বপ্নবিজ্ঞান অনুসারে, স্বপ্নের মধ্যে ভগবানকে দেখা জীবনে ও ভবিষ্যতের জন্য একটি লক্ষণ বা ইঙ্গিত।

1 / 9
শ্রাবণ মাসের মতো একটি পবিত্র মাসে মহাদিদেব মহাদেবের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ভাগ্যবান। শুধু শিব নয়, শিবলিঙ্গ, সাপ বা শিবের মন্দির দেখতে পেলেও বুঝতে হবে আপনার ভাগ্যের চাকা বদলাতে চলেছে।

শ্রাবণ মাসের মতো একটি পবিত্র মাসে মহাদিদেব মহাদেবের স্বপ্ন দেখলে বুঝতে হবে আপনি ভাগ্যবান। শুধু শিব নয়, শিবলিঙ্গ, সাপ বা শিবের মন্দির দেখতে পেলেও বুঝতে হবে আপনার ভাগ্যের চাকা বদলাতে চলেছে।

2 / 9
স্বপ্নে সাপ ও শিবলিঙ্গ: গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখা কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। তবে স্বপ্নে যদি ভোলেবাবা ও একটি সাপ দেখেন, তাহলে স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এমন স্বপ্ন খুব শুভ। আগামী দিনে কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক উন্নতি ঘটতে পারে। এমনকি অজান্তেই বড় কোনও আর্থিক লাভও পেতে পারেন।

স্বপ্নে সাপ ও শিবলিঙ্গ: গভীর ঘুমের মধ্যে স্বপ্ন দেখা কোনও ব্যতিক্রমী ঘটনা নয়। তবে স্বপ্নে যদি ভোলেবাবা ও একটি সাপ দেখেন, তাহলে স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এমন স্বপ্ন খুব শুভ। আগামী দিনে কোনও ভাল খবর পেতে পারেন। আর্থিক উন্নতি ঘটতে পারে। এমনকি অজান্তেই বড় কোনও আর্থিক লাভও পেতে পারেন।

3 / 9
ভোলেবাবার দর্শন: স্বপ্নে যদি শিবের গোটা শরীর দেখতে পান, তাহলে আপনার ভাগ্য ফিরতে চলেছে। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এই স্বপ্নের ভিত্তিতে আপনার জীবনে খুব বড় একটি ঘটনা ঘটতে চলেছে। যা অত্যন্ত শুভ বলে প্রমাণ হবে। যে কাজই করুন না কেন, তাতে সাফল্য বা উন্নতি পাবেন তাতে।

ভোলেবাবার দর্শন: স্বপ্নে যদি শিবের গোটা শরীর দেখতে পান, তাহলে আপনার ভাগ্য ফিরতে চলেছে। স্বপ্ন বিজ্ঞান অনুসারে, এই স্বপ্নের ভিত্তিতে আপনার জীবনে খুব বড় একটি ঘটনা ঘটতে চলেছে। যা অত্যন্ত শুভ বলে প্রমাণ হবে। যে কাজই করুন না কেন, তাতে সাফল্য বা উন্নতি পাবেন তাতে।

4 / 9
স্বপ্নে যদি একটি শিব মন্দির দেখেন তাহলেও তা শুভ স্বপ্ন হতে পারে। শ্রাবণ মাসে এই স্বপ্ন দেখার অর্থ হল,শীঘ্রই কছিন রোগভোগ থেকে রেহাই পেতে চলেছেন। এমনকি অতীতে যদি কোনও রোগে আক্রান্ত হন, তাহলে তা সেরে যেতে পারে।

স্বপ্নে যদি একটি শিব মন্দির দেখেন তাহলেও তা শুভ স্বপ্ন হতে পারে। শ্রাবণ মাসে এই স্বপ্ন দেখার অর্থ হল,শীঘ্রই কছিন রোগভোগ থেকে রেহাই পেতে চলেছেন। এমনকি অতীতে যদি কোনও রোগে আক্রান্ত হন, তাহলে তা সেরে যেতে পারে।

5 / 9
স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ:স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ দেখলে তা অর্থবহ ইঙ্গিত পেতে চলেছেন। এমন স্বপ্নের অর্থ হল একসঙ্গে অনেক কাজ সাফল্যের সঙ্গে সারতে পারবেন। ভবিষ্যতে বড় কিছু সাফল্য পাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার।

স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ:স্বপ্নের মধ্যে শিবলিঙ্গ দেখলে তা অর্থবহ ইঙ্গিত পেতে চলেছেন। এমন স্বপ্নের অর্থ হল একসঙ্গে অনেক কাজ সাফল্যের সঙ্গে সারতে পারবেন। ভবিষ্যতে বড় কিছু সাফল্য পাওয়ারও সম্ভাবনা রয়েছে আপনার।

6 / 9
আপনি যদি গর্ভবতী হন, আর সেই অবস্থায় যদি শিবলিঙ্গ স্বপ্নের মধ্যে দেখেন, তাহলে আপনার পুত্রসন্তান হওয়ার সম্ভাবনা তৈরি হয়। পুত্র সন্তান না হলেও আপনার সুস্থ ও ভাল মনের সন্তান জন্ম নিতে পারে। গর্ভাবস্থায় শিবলিঙ্গ স্বপ্ন দেখার অর্থ হল, নিজের মনের মতো সন্তান কোলে আসতে পারে।

আপনি যদি গর্ভবতী হন, আর সেই অবস্থায় যদি শিবলিঙ্গ স্বপ্নের মধ্যে দেখেন, তাহলে আপনার পুত্রসন্তান হওয়ার সম্ভাবনা তৈরি হয়। পুত্র সন্তান না হলেও আপনার সুস্থ ও ভাল মনের সন্তান জন্ম নিতে পারে। গর্ভাবস্থায় শিবলিঙ্গ স্বপ্ন দেখার অর্থ হল, নিজের মনের মতো সন্তান কোলে আসতে পারে।

7 / 9
বিশ্বাস অনুসারে, স্বপ্নে শিবলিঙ্গ বা মহাদেবকে দেখেন তাহলে তার পরের দিন সকালে স্নান করার পর অবিলম্বে শিবের মন্দিরে যাওয়া উচিত। ভগবান শিবের দর্শন করার পরে, একটি ঘি প্রদীপ জ্বালিয়ে সাতবার প্রদক্ষিণ করুন।

বিশ্বাস অনুসারে, স্বপ্নে শিবলিঙ্গ বা মহাদেবকে দেখেন তাহলে তার পরের দিন সকালে স্নান করার পর অবিলম্বে শিবের মন্দিরে যাওয়া উচিত। ভগবান শিবের দর্শন করার পরে, একটি ঘি প্রদীপ জ্বালিয়ে সাতবার প্রদক্ষিণ করুন।

8 / 9
 মনে রাখবেন যে আপনাকে শিবলিঙ্গের সম্পূর্ণ প্রদক্ষিণ করতে হবে না। শুধুমাত্র শিবলিঙ্গের অর্ধেক পরিক্রমা করা উচিত। তবে শিব মূর্তির সম্পূর্ণ পরিক্রমা করতে পারেন। এছাড়াও, পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করতে ভুলবেন না যেন।

মনে রাখবেন যে আপনাকে শিবলিঙ্গের সম্পূর্ণ প্রদক্ষিণ করতে হবে না। শুধুমাত্র শিবলিঙ্গের অর্ধেক পরিক্রমা করা উচিত। তবে শিব মূর্তির সম্পূর্ণ পরিক্রমা করতে পারেন। এছাড়াও, পঞ্চামৃত দিয়ে শিবকে অভিষেক করতে ভুলবেন না যেন।

9 / 9
Follow Us: