Shani Dev Vehicles: একটি নয়, বড়ঠাকুরের রয়েছে ৯টি বাহন! কোনটি শুভ বা অশুভের ইঙ্গিত দেয়, জানেন না ৯০ শতাশ

Lord Shani: শাস্ত্র অনুযায়ী, শনিদেবকে ন্যায়বিচারের দেবতা ও ফলদাতা হিসেবে মেনে চলা হয়। কারণ শনিদেব ভক্তদের কর্ম অনুসারে ফল প্রদান করেন। হিন্দুদের প্রায় প্রত্যেক দেবতাদেরই একটি করে বাহন রয়েছে। ছবিতে বেশিরভাগ চোখে পড়ে কাক-শকুনের। তবে শনিদেবের একটি বাহন নয়, রয়েছে নয়টি বাহন। সেই নয়টি বাহনেরও রয়েছে আলাদা তাত্‍পর্য ও গুরুত্ব।

| Updated on: Jul 15, 2024 | 6:06 PM
হিন্দু দেবদেবীদের পুজো করার বিশেষ দিন ও তিথির কথা উল্লেখ রয়েছে, তেমনি তাঁদের অধিকাংশের রয়েছে বাহন। দেবী দুর্গার বাহন যেমন সিংহ, গণেশের মুষিক, সরস্বতীর রাজহংস, লক্ষ্মীর পেঁচা, কার্তিকের ময়ূর...।

হিন্দু দেবদেবীদের পুজো করার বিশেষ দিন ও তিথির কথা উল্লেখ রয়েছে, তেমনি তাঁদের অধিকাংশের রয়েছে বাহন। দেবী দুর্গার বাহন যেমন সিংহ, গণেশের মুষিক, সরস্বতীর রাজহংস, লক্ষ্মীর পেঁচা, কার্তিকের ময়ূর...।

1 / 11
শাস্ত্র অনুযায়ী, শনিদেবকে ন্যায়বিচারের দেবতা ও ফলদাতা হিসেবে মেনে চলা হয়। কারণ শনিদেব ভক্তদের কর্ম অনুসারে ফল প্রদান করেন। হিন্দুদের প্রায় প্রত্যেক দেবতাদেরই একটি করে বাহন রয়েছে।

শাস্ত্র অনুযায়ী, শনিদেবকে ন্যায়বিচারের দেবতা ও ফলদাতা হিসেবে মেনে চলা হয়। কারণ শনিদেব ভক্তদের কর্ম অনুসারে ফল প্রদান করেন। হিন্দুদের প্রায় প্রত্যেক দেবতাদেরই একটি করে বাহন রয়েছে।

2 / 11
তেমনি শনিদেবেরও রয়েছে বাহন। ছবিতে বেশিরভাগ চোখে পড়ে কাক-শকুনের। তবে শনিদেবের একটি বাহন নয়, রয়েছে নয়টি বাহন। সেই নয়টি বাহনেরও রয়েছে আলাদা তাত্‍পর্য ও গুরুত্ব।

তেমনি শনিদেবেরও রয়েছে বাহন। ছবিতে বেশিরভাগ চোখে পড়ে কাক-শকুনের। তবে শনিদেবের একটি বাহন নয়, রয়েছে নয়টি বাহন। সেই নয়টি বাহনেরও রয়েছে আলাদা তাত্‍পর্য ও গুরুত্ব।

3 / 11
একটি তো নয়ই, নয় নয়টি বাহন রয়েছে কর্মফলদাতার দেবতা শনিদেবের। প্রত্যেক বাহনের পিছনে রয়েছে আলাদা অর্থ। সেই নয় বাহনগুলি কী কী, তা জানেন না অনেকেই...

একটি তো নয়ই, নয় নয়টি বাহন রয়েছে কর্মফলদাতার দেবতা শনিদেবের। প্রত্যেক বাহনের পিছনে রয়েছে আলাদা অর্থ। সেই নয় বাহনগুলি কী কী, তা জানেন না অনেকেই...

4 / 11
সিংহ: শুধু কাক নয়, শনিদেবের অন্যয়তম বাহন হল সিংহ। সিংহ  সাহস, বীরত্ব ও প্রজ্ঞার প্রতীক। শনি যখন সিংহের উপর বসেন তখন তা শুভ বলে মনে করা হয়। এর দেরে শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করেন।

সিংহ: শুধু কাক নয়, শনিদেবের অন্যয়তম বাহন হল সিংহ। সিংহ সাহস, বীরত্ব ও প্রজ্ঞার প্রতীক। শনি যখন সিংহের উপর বসেন তখন তা শুভ বলে মনে করা হয়। এর দেরে শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করেন।

5 / 11
গাধা: এই নিরীহ পশু হল কঠিন পরিশ্রমের প্রতীক। তবুও কখনও এর জন্য উত্‍সাহ প্রদান করে না। শনিদেব বাহন গাধা যদি হয় তাহলে যে কোনও লক্ষ্য বা সাফল্য অর্জনের জন্য ব্যক্তিকে কঠোর পরিশ্রম করতে হয়।

গাধা: এই নিরীহ পশু হল কঠিন পরিশ্রমের প্রতীক। তবুও কখনও এর জন্য উত্‍সাহ প্রদান করে না। শনিদেব বাহন গাধা যদি হয় তাহলে যে কোনও লক্ষ্য বা সাফল্য অর্জনের জন্য ব্যক্তিকে কঠোর পরিশ্রম করতে হয়।

6 / 11
শকুন ও কুকুর: এই দুই বাহনের উপর শনিদেব অবস্থান করলে তা শুভ বলে মনে করা হয় না। এর ফলে ব্যক্তিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে শারীরিক নানা সমস্যারও সম্মুখীন হতে হয়।

শকুন ও কুকুর: এই দুই বাহনের উপর শনিদেব অবস্থান করলে তা শুভ বলে মনে করা হয় না। এর ফলে ব্যক্তিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হয়। সেই সঙ্গে শারীরিক নানা সমস্যারও সম্মুখীন হতে হয়।

7 / 11
ঘোড়া: শনিদেবের অন্যতম বাহন হিসেবে ঘোড়া হল উদ্যমী, সাহস ও বিজয়ের প্রতীক। শনিদেবের জন্য কোনও ব্যক্তির জন্মকুন্ডলীতে ঘোড়ায় চড়ার অবস্থান থাকে তাহলে তা শুভ বলে গণ্য করা হয়।

ঘোড়া: শনিদেবের অন্যতম বাহন হিসেবে ঘোড়া হল উদ্যমী, সাহস ও বিজয়ের প্রতীক। শনিদেবের জন্য কোনও ব্যক্তির জন্মকুন্ডলীতে ঘোড়ায় চড়ার অবস্থান থাকে তাহলে তা শুভ বলে গণ্য করা হয়।

8 / 11
রাজহাঁস: হিন্দু ধর্মে রাজহাঁসকে শুভ বলে মনে করা হয়। সেই কারণেই শনিদেব রাজহাঁসের উপর চড়াও হলে ব্যক্তির জীবনে শুধুই শুভ ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়ায়।

রাজহাঁস: হিন্দু ধর্মে রাজহাঁসকে শুভ বলে মনে করা হয়। সেই কারণেই শনিদেব রাজহাঁসের উপর চড়াও হলে ব্যক্তির জীবনে শুধুই শুভ ও সৌভাগ্য বৃদ্ধির প্রতীক হয়ে দাঁড়ায়।

9 / 11
হাতি: হাতি হল শক্তি ও প্রজ্ঞার প্রতীক। শনিদেবকে হাতির পিঠে চড়া অবস্থাকে অশুভ বলে মনে করা হয়। এর ফলে বিরোধের কারণ হতে পারে। ব্যক্তি জীবন অসম্ভব চ্যালেঞ্জের হয়ে যায় ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

হাতি: হাতি হল শক্তি ও প্রজ্ঞার প্রতীক। শনিদেবকে হাতির পিঠে চড়া অবস্থাকে অশুভ বলে মনে করা হয়। এর ফলে বিরোধের কারণ হতে পারে। ব্যক্তি জীবন অসম্ভব চ্যালেঞ্জের হয়ে যায় ও বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয়।

10 / 11
শেয়াল: শনিদেব যদি শেয়ালে চড়ে থাকেন, তাহলে তা অশুভের ইঙ্গিত প্রদান করে। শনিদেব যদি ব্যক্তির জন্মকুন্ডলীতে শেয়ালে চড়ে থাকেন, তাহলে তার অর্থ হল ওই ব্যক্তিকে অন্য ব্যক্তির উপর নির্ভরশীল থাকতে হয়।

শেয়াল: শনিদেব যদি শেয়ালে চড়ে থাকেন, তাহলে তা অশুভের ইঙ্গিত প্রদান করে। শনিদেব যদি ব্যক্তির জন্মকুন্ডলীতে শেয়ালে চড়ে থাকেন, তাহলে তার অর্থ হল ওই ব্যক্তিকে অন্য ব্যক্তির উপর নির্ভরশীল থাকতে হয়।

11 / 11
Follow Us: