AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Shehnaaz Gill relationship: ১১ মাস আগে প্রয়াত ‘প্রেমিক’, অতীত ভুলে রাঘবের সঙ্গে প্রেমে শেহনাজ? ছবি প্রকাশ্যে

Shehnaaz Gill relationship: আবারও কাজে ফিরেছেন শেহনাজ। ফিরেছেন ছেনা ছন্দে। পেয়েছেন বলিউড ব্রেকও। শোনা যাচ্ছে, শেহনাজ নাকি আবারও প্রেমে পড়েছেন। সম্পর্কে জড়িয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পীর সঙ্গে।

| Edited By: | Updated on: Aug 22, 2022 | 11:06 AM
Share
২ সেপ্টেম্বর ২০২১। থমকে গিয়েছিল গোটা দুনিয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। সিদ্ধার্থের 'প্রেমিকা' শেহনাক গিল শোকে পাথর হয়ে গিয়েছিলেন। বাড়ি থেকেও বের হচ্ছিলেন না বেশ কিছুদিন। কিন্তু সময় সব ঠিক করে দেয়। আবারও কাজে ফিরেছেন শেহনাজ। ফিরেছেন ছেনা ছন্দে। পেয়েছেন বলিউড ব্রেকও। শোনা যাচ্ছে, শেহনাজ নাকি আবারও প্রেমে পড়েছেন। সম্পর্কে জড়িয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পীর সঙ্গে।

২ সেপ্টেম্বর ২০২১। থমকে গিয়েছিল গোটা দুনিয়া। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল অভিনেতা সিদ্ধার্থ শুক্লার। সিদ্ধার্থের 'প্রেমিকা' শেহনাক গিল শোকে পাথর হয়ে গিয়েছিলেন। বাড়ি থেকেও বের হচ্ছিলেন না বেশ কিছুদিন। কিন্তু সময় সব ঠিক করে দেয়। আবারও কাজে ফিরেছেন শেহনাজ। ফিরেছেন ছেনা ছন্দে। পেয়েছেন বলিউড ব্রেকও। শোনা যাচ্ছে, শেহনাজ নাকি আবারও প্রেমে পড়েছেন। সম্পর্কে জড়িয়েছেন বলিউডের অন্যতম জনপ্রিয় নৃত্যশিল্পীর সঙ্গে।

1 / 6
শোনা যাচ্ছে, সম্পর্ক নাকি এতটাই গভীর হয়েছে যে এক সঙ্গে হৃষীকেশও ঘুরে এসেছেন তাঁরা। মুম্বইয়ের বিমানবন্দরে পাপারাজ্জি একসঙ্গে ফ্রেমবন্দীও করেছেন তাঁদের।

শোনা যাচ্ছে, সম্পর্ক নাকি এতটাই গভীর হয়েছে যে এক সঙ্গে হৃষীকেশও ঘুরে এসেছেন তাঁরা। মুম্বইয়ের বিমানবন্দরে পাপারাজ্জি একসঙ্গে ফ্রেমবন্দীও করেছেন তাঁদের।

2 / 6
সলমন খানের আগামী ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' দিয়েই বলিউডে ডেবিউ করছেন শেহনাজ গিল। ওই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিপুল জনপ্রিয় সেই কোরিওগ্রাফারকেও। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে সেই কোরিওগ্রাফার কে?

সলমন খানের আগামী ছবি 'কভি ঈদ কভি দিওয়ালি' দিয়েই বলিউডে ডেবিউ করছেন শেহনাজ গিল। ওই ছবিতে অভিনয় করতে দেখা যাবে বিপুল জনপ্রিয় সেই কোরিওগ্রাফারকেও। নিশ্চয়ই মনে প্রশ্ন জাগছে সেই কোরিওগ্রাফার কে?

3 / 6
তিনি আর কেউ নন, রাঘব জুয়াল। যিনি একাধারে অভিনেতা, নৃত্যশিল্পী, নৃত্যপ্রশিক্ষক ও সঞ্চালকও বটে। এর আগে শোনা গিয়েছিল শক্তি মোহনের সঙ্গে সম্পর্কে রয়েছেন রাঘব।

তিনি আর কেউ নন, রাঘব জুয়াল। যিনি একাধারে অভিনেতা, নৃত্যশিল্পী, নৃত্যপ্রশিক্ষক ও সঞ্চালকও বটে। এর আগে শোনা গিয়েছিল শক্তি মোহনের সঙ্গে সম্পর্কে রয়েছেন রাঘব।

4 / 6
তবে সূত্র বলছে, শুটিং করতে গিয়েই কাছাকাছি এসেছেন রাঘব-শেহনাজ। শেহনাজ বা রাঘব, কেউই এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। শেহনাজ ঘনিষ্ঠরা বলছেন আবার অন্য কথা!

তবে সূত্র বলছে, শুটিং করতে গিয়েই কাছাকাছি এসেছেন রাঘব-শেহনাজ। শেহনাজ বা রাঘব, কেউই এখনও পর্যন্ত এ নিয়ে মুখ খোলেননি। শেহনাজ ঘনিষ্ঠরা বলছেন আবার অন্য কথা!

5 / 6
তাঁদের মতে প্রেম নয়, শুটিং করতে গিয়ে ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে। আর সে কারণেই একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। তা শুনে শেহনাজ ভক্তরা হেসে বলছেন শাহরুখের সেই জনপ্রিয় লাইন, 'প্যায়ার দোস্তি হ্যায়'।

তাঁদের মতে প্রেম নয়, শুটিং করতে গিয়ে ভাল বন্ধুত্ব তৈরি হয়েছে দুজনের মধ্যে। আর সে কারণেই একসঙ্গে সময় কাটাচ্ছেন তাঁরা। তা শুনে শেহনাজ ভক্তরা হেসে বলছেন শাহরুখের সেই জনপ্রিয় লাইন, 'প্যায়ার দোস্তি হ্যায়'।

6 / 6