Inaaya Naumi khemu: ইনায়ার জন্মদিন, কী ভাবে সেলিব্রেট করছেন সোহা-কুণাল?

Inaaya Naumi khemu: বলি ইন্ডাস্ট্রিতে স্টার কিডদের তালিকায় ইনায়া প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় সে। মামাতো দাদা তৈমুরের সঙ্গে ইনায়ার বিভিন্ন মুহূর্তের ছবিও সোশ্যাল অডিয়েন্স পছন্দ করেন।

| Edited By: | Updated on: Sep 29, 2021 | 12:59 PM
ঠিক চার বছর আগে আজকের দিনে জীবনের একটা নতুন পর্ব শুরু করেছিলেন সোহা আলি খান এবং কুণাল খেমু। বলিউডের এই দম্পতির মা-বাবা হওয়ার জন্মদিন আজ। অর্থাৎ তাঁদের একমাত্র কন্যা সন্তান ইনায়া নাউমি খেমু আজ বার্থডে গার্ল।

ঠিক চার বছর আগে আজকের দিনে জীবনের একটা নতুন পর্ব শুরু করেছিলেন সোহা আলি খান এবং কুণাল খেমু। বলিউডের এই দম্পতির মা-বাবা হওয়ার জন্মদিন আজ। অর্থাৎ তাঁদের একমাত্র কন্যা সন্তান ইনায়া নাউমি খেমু আজ বার্থডে গার্ল।

1 / 7
বুধবার সকাল বেলাতেই সেলেব মামি অর্থাৎ করিনা কাপুর খান ইনায়ার ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, হ্যাপি বার্থডে টু আওয়ার লিটিল প্রিন্সেস... ইনায়া! রিচ ফর দ্য স্টারস অলওয়েজ বিউটিফুল গার্ল।

বুধবার সকাল বেলাতেই সেলেব মামি অর্থাৎ করিনা কাপুর খান ইনায়ার ছবি শেয়ার করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি লিখেছেন, হ্যাপি বার্থডে টু আওয়ার লিটিল প্রিন্সেস... ইনায়া! রিচ ফর দ্য স্টারস অলওয়েজ বিউটিফুল গার্ল।

2 / 7
ইতিমধ্যেই ইনায়ার জন্মদিনের সেলিব্রেশন শুরু করে দিয়েছেন সোহা। ইনস্টাগ্রাম স্টোরিতে বার্থডে পার্টির একের পর এক ছবি শেয়ার করেছেন   তিনি। হালকা গোলাপি ফ্রকে সেজেছে বার্থডে গার্ল। বেলুন দিয়ে সাজানো রয়েছে পার্টির অন্দরমহল।

ইতিমধ্যেই ইনায়ার জন্মদিনের সেলিব্রেশন শুরু করে দিয়েছেন সোহা। ইনস্টাগ্রাম স্টোরিতে বার্থডে পার্টির একের পর এক ছবি শেয়ার করেছেন তিনি। হালকা গোলাপি ফ্রকে সেজেছে বার্থডে গার্ল। বেলুন দিয়ে সাজানো রয়েছে পার্টির অন্দরমহল।

3 / 7
মেয়ের জন্মদিনে থিম পার্টির আয়োজন করেছেন সোহা-কুণাল। মাসি সাবা আলি খান ভার্চুয়াল শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ইন্নি জান।

মেয়ের জন্মদিনে থিম পার্টির আয়োজন করেছেন সোহা-কুণাল। মাসি সাবা আলি খান ভার্চুয়াল শুভেচ্ছা বার্তায় লিখেছেন, ইন্নি জান।

4 / 7
বলি ইন্ডাস্ট্রিতে স্টার কিডদের তালিকায় ইনায়া প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় সে। মামাতো দাদা তৈমুরের সঙ্গে ইনায়ার বিভিন্ন মুহূর্তের ছবিও সোশ্যাল অডিয়েন্স পছন্দ করেন।

বলি ইন্ডাস্ট্রিতে স্টার কিডদের তালিকায় ইনায়া প্রথম সারিতে। সোশ্যাল মিডিয়াতেও জনপ্রিয় সে। মামাতো দাদা তৈমুরের সঙ্গে ইনায়ার বিভিন্ন মুহূর্তের ছবিও সোশ্যাল অডিয়েন্স পছন্দ করেন।

5 / 7
একরত্তি ইনায়াকে কী ভাবে এই সময়টা বাড়িতে সামলাচ্ছেন, তার বিভিন্ন ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোহা। কখনও পোষ্যর সঙ্গে খেলছে মেয়ে। কখনও রুটি করছে। কখনও বাবার সঙ্গে বসে ছবি আঁকছে। দিনভর মেয়েকে সঙ্গ দেন তিনি।

একরত্তি ইনায়াকে কী ভাবে এই সময়টা বাড়িতে সামলাচ্ছেন, তার বিভিন্ন ছবি বা ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন সোহা। কখনও পোষ্যর সঙ্গে খেলছে মেয়ে। কখনও রুটি করছে। কখনও বাবার সঙ্গে বসে ছবি আঁকছে। দিনভর মেয়েকে সঙ্গ দেন তিনি।

6 / 7
সোহার পরামর্শ বাড়িতে থেকে বাবা-মায়েরা হতাশ না হয়ে সন্তানদের সময় দিন। তাতেই মানসিক ভাবে ওদের ভাল রাখা সম্ভব। ইনায়াকে বড় করে তোলার ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করেন তিনি।

সোহার পরামর্শ বাড়িতে থেকে বাবা-মায়েরা হতাশ না হয়ে সন্তানদের সময় দিন। তাতেই মানসিক ভাবে ওদের ভাল রাখা সম্ভব। ইনায়াকে বড় করে তোলার ক্ষেত্রেও এই পদ্ধতি অনুসরণ করেন তিনি।

7 / 7
Follow Us: