
সপ্তাহের প্রথম দিন, সোমবার ইডেন গার্ডেন্সে আইপিএলের ম্যাচে মুখোমুখি হবে শ্রেয়স আইয়ারের কলকাতা নাইট রাইডার্স ও ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস।

ঘরের মাঠে শেষ ম্যাচে পঞ্জাব কিংসের কাছে হেরেছে। ইডেনে সর্বাধিক রানের রেকর্ড গড়েও জিততে পারেনি কেকেআর। এ বার দেখার পন্থের দিল্লিকে শ্রেয়সের টিম হারাতে পারে কিনা।

ঋষভ পন্থের দিল্লি ক্যাপিটালস আবার সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারার পর ঘরের মাঠে পরপর দুটো ম্যাচ জিতেছে। ফলে পন্থ-জ্যাকদের আত্মবিশ্বাস তুঙ্গে।

ক্রিকেটের নন্দনকাননে সোমবার মহারাজের দলের বিরুদ্ধে ম্যাচ। তার আগে নাইট তারকাদের ছবিতে ঢাকল ইডেন। যেখানে সৌরভ, সচিন থেকে দ্রাবিড়, লক্ষ্মণ এমনকি বিরাটের ছবি ছিল, সেই সব ঢেকে দিলেন নাইট ক্রিকেটাররা। নারিন, রাসেল, স্টার্ক, রিঙ্কুদের বিশাল ছবি ইডেনের প্রধান গেটের বাইরে। আর কাট আউটে লেখা Home of the Knights।

মহারাজের জন্য দূর দুরান্ত থেকে ভক্তরা ভিড় জমিয়েছেন কলকাতায়। সৌরভ গঙ্গোপাধ্যায়ের জন্য আগামিকাল ইডেন দখল নিচ্ছে মহারাজ ভক্তরা।

ইডেনের C ব্লকে দিল্লির জন্য গলা ফাটাবেন ৪০-৫০ জন সমর্থক। বিশেষ মাস্ক আর জার্সি পরে গ্যালারি ভরাবেন তারা। বাঁকুড়া, বীরভূম কিংবা উত্তরবঙ্গের দিনাজপুর থেকে ছুটে এসেছেন সৌরভ ভক্তরা।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমর্থকরা আগামিকাল এই বিশেষ জার্সি পরে ইডেন গার্ডেন্সে আসবেন। যেখানে লেখা রয়েছে, 'দাদা যেখানে আমরা সেই খানে।' মাঝে রয়েছে দিল্লি টিমের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভের একটি ছবি।

চলতি আইপিএলের পয়েন্ট টেবলের ২ নম্বরে রয়েছে কেকেআর। আর ৫ নম্বরে রয়েছে দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থদের আগামিকাল ঘরের মাঠে হারাতে পারলে প্লে অফের রাস্তা সহজ হবে নাইটদের।