
ইংল্যান্ড সফরে রয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। লিডসে প্রথম ম্যাচ খেলেছিল ভারত। হার দিয়ে সিরিজ শুরু করলেও দ্বিতীয় ম্যাচে এজবাস্টনে দুর্দান্ত কামব্যাক।

লর্ডস টেস্ট রুদ্ধশ্বাস হয়। যদিও ২২ রানের হারে সিরিজে ১-২ পিছিয়ে ভারতীয় দল। ম্যাঞ্চেস্টারে সিরিজের চতুর্থ টেস্ট। বেকেনহ্যামে প্রস্তুতি পর্ব সেরে ম্যাঞ্চেস্টারে পৌঁছে গিয়েছিল ভারত।

রবিবার অর্থাৎ, এ দিন ভারতীয় দলের ঐচ্ছিক অনুশীলনের কথা ছিল। এর পাশাপাশি হল ক্রিকেট-ফুটবলের ইউনিয়ন। ভারতীয় দল কাটাল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড ক্লাবে।

অন্যান্য ক্রিকেটারদের মতো ভারতীয় দলের সুপারস্টাররাও ফুটবল স্কিলে কম যান না। ওয়ার্ম আপের জন্য ক্রিকেটের অনুশীলনে খেলা হয় ফুটবলও। ধোনি থেকে বিরাট, সকলেই তা করেছেন। শুভমন-পন্থরাও করেন।

ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকাদের সঙ্গে ক্রিকেট ফুটবল সংস্কৃতির এক্সচেঞ্জ হল যেন। ঋষভ পন্থ, শুভমন গিলরা ফুটবলে মজে ছিলেন। দুর্দান্ত একটা মুহূর্ত।

তেমনই ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের তারকা ডিফেন্ডার হ্যারি ম্যাগুয়ের ট্রাই করলেন ক্রিকেটে। ফুটবলে মূলত ডিফেন্স সামলানো হ্যারিকে দেখা গেল ব্যাটিংয়ে মজে থাকতে।

দু-দলের মধ্যে জার্সি বদলও হল। ম্যান ইউয়ের জার্সি পরেই পেনাল্টি ট্রাই করলেন ক্যাপ্টেন শুভমন গিল, ভাইস ক্যাপ্টেন ঋষভ পন্থ। অন্য দিকে, নিজের নাম লেখা ভারতীয় দলের জার্সি পরলেন ব্রুনো ফার্নান্ডেজরা।

ভারতীয় ক্রিকেট দল ও ম্যান ইউ ফুটবল দলের যে দুর্দান্ত একটা মুহূর্ত কাটল বলাই যায়। ভারতীয় দল সোমবার পুরোদমে অনুশীলন করবে। চোট-আঘাতে নানা পরিকল্পনা নতুন করে গড়তে হবে। সব ছবি: BCCI