East Bengal: ভরসা সেলিস! ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া ‘দিশাহীন’ ইস্টবেঙ্গল
East Bengal vs Kerala Blasters FC: দলে একঝাঁক চোট আঘাত। এই তালিকায় রয়েছেন আনোয়ার আলিও। আক্রমণে দিমিত্রস ডায়মান্টাকোস, ক্লেটন সিলভারা থাকলেও গোল আসছে না। গত তিন ম্যাচেই হার। ঠিক যেমন পরিস্থিতি মরসুমের শুরুতে হয়েছিল। ইস্টবেঙ্গল যেন ঠিক একই জায়গায় দাঁড়িয়ে। এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ঠিক কী প্রয়োজন, এটাই যেন ধোঁয়াশা। ঘরের মাঠই কি ফেরার মঞ্চ হয়ে উঠতে পারে?
1 / 8
কার্যত মিনি হাসপাতালে পরিণত হয়েছে ইস্টবেঙ্গল শিবির। দলে একঝাঁক চোট আঘাত। এই তালিকায় রয়েছেন আনোয়ার আলিও।
2 / 8
আক্রমণে দিমিত্রস ডায়মান্টাকোস, ক্লেটন সিলভারা থাকলেও গোল আসছে না। চোটের অজুহাত অবশ্য খুব বেশিদিন যে দেওয়া যাবে না, ভালোভাবেই জানেন সাফল্যের স্বপ্ন দেখানো অস্কার ব্রুজো।
3 / 8
গত তিন ম্যাচেই হার। ঠিক যেমন পরিস্থিতি মরসুমের শুরুতে হয়েছিল। ইস্টবেঙ্গল যেন ঠিক একই জায়গায় দাঁড়িয়ে।
4 / 8
এখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য ঠিক কী প্রয়োজন, এটাই যেন ধোঁয়াশা। ঘরের মাঠই কি ফেরার মঞ্চ হয়ে উঠতে পারে?
5 / 8
মাদিহ তালাল মরসুমের মাঝপথে চোটে ছিটকে গিয়েছিলেন। পরিবর্ত হিসেবে নতুন বিদেশি সেলিসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।
6 / 8
গত ম্যাচেই অভিষেক হয়েছে সেলিসের। প্রথম ম্যাচে দলের ফল ভালো না হলেও নজর কেড়েছেন সেলিস। নতুন পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে চেষ্টা করছেন।
7 / 8
প্রথম লেগের ম্যাচে ইস্টবেঙ্গলকে হারিয়েছিল কেরালা ব্লাস্টার্স। ঘরের মাঠে ইস্টবেঙ্গলের কাছে বদলার ম্যাচও। দলের পরিস্থিতি যে বেহাল, বুঝতে পারছেন কোচ অস্কারও।
8 / 8
ইস্টবেঙ্গল কোচ অবশ্য আশাবাদী, দলে যাঁরা রয়েছেন, তাঁদের নিয়েই ভালো পারফর্ম করবেন। নিজের প্লেয়ারদের উপর ভরসা হারাচ্ছেন না অস্কার। ছবি: ইমামি ইস্টবেঙ্গলের সৌজন্য়ে