MBSG, ISL 2024-25: ড্র থেকে ‘মুক্তির’ খোঁজ, ঘরের মাঠে মোহনবাগানের সামনে সুনীলরা

Jan 26, 2025 | 9:30 PM

Mohun Bagan vs Bengaluru FC Preview: ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত খেলছিল মোহনবাগান। টানা জয়ে শীর্ষস্থানও দখল করেছে। যা আর হাতছাড়া হয়নি। তবে গত দু-ম্যাচের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রেখেছে হোসে মোলিনাকে। দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট করে এসেছে। শক্তিশালী দল নিয়েও পরপর দু-ম্যাচে ড্র মোহনবাগানের কাছে চিন্তারই। আজ ঘরের মাঠে সামনে সুনীলরা।

1 / 8
ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত খেলছিল মোহনবাগান। টানা জয়ে শীর্ষস্থানও দখল করেছে। যা আর হাতছাড়া হয়নি।

ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত খেলছিল মোহনবাগান। টানা জয়ে শীর্ষস্থানও দখল করেছে। যা আর হাতছাড়া হয়নি।

2 / 8
তবে গত দু-ম্যাচের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রেখেছে মোহনবাগান কোচ হোসে মোলিনাকে।

তবে গত দু-ম্যাচের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রেখেছে মোহনবাগান কোচ হোসে মোলিনাকে।

3 / 8
দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট করে এসেছে। শক্তিশালী দল নিয়েও পরপর দু-ম্যাচে ড্র মোহনবাগানের কাছে চিন্তারই।

দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট করে এসেছে। শক্তিশালী দল নিয়েও পরপর দু-ম্যাচে ড্র মোহনবাগানের কাছে চিন্তারই।

4 / 8
আজ ঘরের মাঠে সামনে সুনীল ছেত্রীরা। শক্তিশালী বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে লড়াইটা সহজ নয়।

আজ ঘরের মাঠে সামনে সুনীল ছেত্রীরা। শক্তিশালী বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে লড়াইটা সহজ নয়।

5 / 8
দু-দলের বর্তমান পরিস্থিতি যদিও কিছুটা হলেও এক। মোহনবাগান গত দু-ম্যাচে জয় পায়নি, অন্য দিকে বেঙ্গালুরু এফসি চার ম্যাচে জয়ের মুখ দেখেনি।

দু-দলের বর্তমান পরিস্থিতি যদিও কিছুটা হলেও এক। মোহনবাগান গত দু-ম্যাচে জয় পায়নি, অন্য দিকে বেঙ্গালুরু এফসি চার ম্যাচে জয়ের মুখ দেখেনি।

6 / 8
মোহনবাগান তবু দুটো ড্র করেছে, বেঙ্গালুরু এফসি শেষ চারটির মধ্যে একটি ড্র, বাকি তিন ম্যাচে হেরেছে।

মোহনবাগান তবু দুটো ড্র করেছে, বেঙ্গালুরু এফসি শেষ চারটির মধ্যে একটি ড্র, বাকি তিন ম্যাচে হেরেছে।

7 / 8
মোহনবাগানের জন্য আরও একটা স্বস্তির পরিসংখ্যান, ঘরের মাঠে খেলা শেষ ১৬টি ম্যাচেই গোল করেছে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি শেষ একডজন ম্যাচেই গোল খেয়েছে।

মোহনবাগানের জন্য আরও একটা স্বস্তির পরিসংখ্যান, ঘরের মাঠে খেলা শেষ ১৬টি ম্যাচেই গোল করেছে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি শেষ একডজন ম্যাচেই গোল খেয়েছে।

8 / 8
শক্তির দিক থেকে দু-দল কার্যত সমানে সমানে হলেও সবুজ মেরুন তুলনামূলক গোছানো। তাই ঘরের মাঠে তিন পয়েন্ট প্রত্যাশা করতেই পারেন সবুজ মেরুন সমর্থকরা। সব ছবি- X হ্যান্ডলের সৌজন্যে

শক্তির দিক থেকে দু-দল কার্যত সমানে সমানে হলেও সবুজ মেরুন তুলনামূলক গোছানো। তাই ঘরের মাঠে তিন পয়েন্ট প্রত্যাশা করতেই পারেন সবুজ মেরুন সমর্থকরা। সব ছবি- X হ্যান্ডলের সৌজন্যে

Next Photo Gallery