MBSG, ISL 2024-25: ড্র থেকে ‘মুক্তির’ খোঁজ, ঘরের মাঠে মোহনবাগানের সামনে সুনীলরা
Mohun Bagan vs Bengaluru FC Preview: ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত খেলছিল মোহনবাগান। টানা জয়ে শীর্ষস্থানও দখল করেছে। যা আর হাতছাড়া হয়নি। তবে গত দু-ম্যাচের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রেখেছে হোসে মোলিনাকে। দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট করে এসেছে। শক্তিশালী দল নিয়েও পরপর দু-ম্যাচে ড্র মোহনবাগানের কাছে চিন্তারই। আজ ঘরের মাঠে সামনে সুনীলরা।
1 / 8
ইন্ডিয়ান সুপার লিগে দুর্দান্ত খেলছিল মোহনবাগান। টানা জয়ে শীর্ষস্থানও দখল করেছে। যা আর হাতছাড়া হয়নি।
2 / 8
তবে গত দু-ম্যাচের পারফরম্যান্স কিছুটা হলেও চিন্তায় রেখেছে মোহনবাগান কোচ হোসে মোলিনাকে।
3 / 8
দুটি অ্যাওয়ে ম্যাচ থেকে এক পয়েন্ট করে এসেছে। শক্তিশালী দল নিয়েও পরপর দু-ম্যাচে ড্র মোহনবাগানের কাছে চিন্তারই।
4 / 8
আজ ঘরের মাঠে সামনে সুনীল ছেত্রীরা। শক্তিশালী বেঙ্গালুরুর এফসির বিরুদ্ধে লড়াইটা সহজ নয়।
5 / 8
দু-দলের বর্তমান পরিস্থিতি যদিও কিছুটা হলেও এক। মোহনবাগান গত দু-ম্যাচে জয় পায়নি, অন্য দিকে বেঙ্গালুরু এফসি চার ম্যাচে জয়ের মুখ দেখেনি।
6 / 8
মোহনবাগান তবু দুটো ড্র করেছে, বেঙ্গালুরু এফসি শেষ চারটির মধ্যে একটি ড্র, বাকি তিন ম্যাচে হেরেছে।
7 / 8
মোহনবাগানের জন্য আরও একটা স্বস্তির পরিসংখ্যান, ঘরের মাঠে খেলা শেষ ১৬টি ম্যাচেই গোল করেছে মোহনবাগান। বেঙ্গালুরু এফসি শেষ একডজন ম্যাচেই গোল খেয়েছে।
8 / 8
শক্তির দিক থেকে দু-দল কার্যত সমানে সমানে হলেও সবুজ মেরুন তুলনামূলক গোছানো। তাই ঘরের মাঠে তিন পয়েন্ট প্রত্যাশা করতেই পারেন সবুজ মেরুন সমর্থকরা। সব ছবি- X হ্যান্ডলের সৌজন্যে