Bangla NewsPhoto gallerySports photos Players to Captain Most Teams in IPL, Punjab Kings Shreyas Iyer set to create history for an Indian Skipper Check detail in Photos
IPL 2025: রেকর্ডের পথে শ্রেয়স আইয়ার, সবচেয়ে বেশি টিমকে নেতৃত্ব দেওয়ায় আর কারা রয়েছেন?
Players to Captain Most Teams: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ইতিহাস গড়তে চলেছেন শ্রেয়স আইয়ার! আগামী সংস্করণে পঞ্জাব কিংসে খেলবেন শ্রেয়স আইয়ার। তাঁকে ক্যাপ্টেনও ঘোষণা করেছে পঞ্জাব কিংস। ২০২২ সাল থেকে কলকাতা নাইট রাইডার্সের ক্যাপ্টেন ছিলেন শ্রেয়স। গত সংস্করণে কেকেআরকে চ্যাম্পিয়নও করেছেন। এ বার অবশ্য তাঁকে রাখেনি। পঞ্জাব রেকর্ড দরে নিয়েছে শ্রেয়সকে। আর সেই টিমেই রেকর্ড গড়তে চলেছেন।