১৮তম আইপিএল জয় দিয়ে শুরু করেছে রজত পাতিদারের আরসিবি। কেকেআরকে উদ্বোধনী ম্যাচে হারিয়েছেন বিরাট কোহলি, ফিল সল্টরা।
আইপিএলের উদ্বোধনী ম্যাচ জিতে শহরে ফটোশুট করলেন বিরাট কোহলিরা। সেখানে খোশমেজাজে দেখা গিয়েছে আরসিবির ক্রিকেটারদের।
রবিবার দিনভর ফটোশুটে ব্যস্ত থাকলেন বিরাটরা। বাইপাসের ধারে কলকাতার এক পাঁচতারা হোটেলে লাইট, ক্যামেরা, অ্যাকশনের ঝলকানি।
ব্যাট-বলের বদলে শুটিংয়ে মগ্ন টিম আরসিবি। শুটিংয়ের মাঝেই আরসিবির নতুন স্পনসরের লোগো দেওয়া জার্সি উন্মোচন করা হয়।
এ ছাড়া পরিবেশ সচেতনতার বার্তা দিয়ে বিরাটদের গ্রিন জার্সির উন্মোচনও হয়। প্রত্যেক বারই এই সবুজ জার্সিতে একটি ম্যাচে মাঠে নামেন বিরাটরা।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সি উন্মোচন অনুষ্ঠানে বিরাট কোহলি ছাড়াও উপস্থিত ছিলেন রজত পাতিদার ও দেবদত্ত পাড়িক্কল।
আরসিবি টিম আজ কলকাতায় রয়েছে। আগামিকাল সকালে কলকাতা ছাড়বেন বিরাট-সল্টরা। আরসিবির পরবর্তী ম্যাচ ২৮ মার্চ। প্রতিপক্ষ সিএসকে।
উল্লেখ্য, আরসিবির সবুজ জার্সি বিরাটদের জন্য পয়া প্রমানিত হয়নি। এই জার্সিতে মোট ১৩টি ম্যাচ খেলেছেন কোহলিরা। তাতে ৯টি হার ও ৩টি জয়। একটি অমীমাংসিত।