Sequel Movies: বেশ কয়েকটি সিক্যুয়েল ছবি আসছে, ভবিষ্যৎ কি ‘ভুল ভুলাইয়া ২’, না ‘হিরোপন্তি ২’-এর মতো?

Sequel Movies:  এক ভিলেন রিটার্নস’ আসছে জুলাইতে, এমন সিক্যুয়েল ছবি লাইনে আছে আরও, কেমন ব্যবসা করবে সেই সব, তা নিয়ে বলিউডে শুরু হয়েছে আলোচনা।

| Edited By: | Updated on: Jul 01, 2022 | 2:59 PM
জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি, এবং তারা সুতারিয়া অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ ছবি ২৯ জুলাই ২০২২-এ মুক্তি পাবে৷ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। যা ভালই সাড়া পাচ্ছে৷ সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবির প্রথম ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হিট ছিল। সিক্যুয়েল কি পারবে সেই রেকর্ড বজায় রাখতে বা ভাঙতে না দুটোর কোনওটাই নয়, সেটা দেখার অপেক্ষা।

জন আব্রাহাম, অর্জুন কাপুর, দিশা পাটানি, এবং তারা সুতারিয়া অভিনীত ‘এক ভিলেন রিটার্নস’ ছবি ২৯ জুলাই ২০২২-এ মুক্তি পাবে৷ ছবির ট্রেলার মুক্তি পেয়েছে গতকাল। যা ভালই সাড়া পাচ্ছে৷ সিদ্ধার্থ মালহোত্রা, রিতেশ দেশমুখ এবং শ্রদ্ধা কাপুর অভিনীত ছবির প্রথম ছবি বক্স অফিসে ব্লকবাস্টার হিট ছিল। সিক্যুয়েল কি পারবে সেই রেকর্ড বজায় রাখতে বা ভাঙতে না দুটোর কোনওটাই নয়, সেটা দেখার অপেক্ষা।

1 / 5
‘দৃশ্যম’ ছবিতে অজয়-শ্রেয়া-টাব্বু ছিলেন। প্রথম ছবি দর্শক মন জয় করেছিল। এবার  ‘দৃশ্যম ২’ ছবিতে আবার অজয়-টাব্বু জুটি ফিরে আসবেন। ১৮ নভেম্বর ২০২২ মুক্তি পাবে ছবি। এটি একই নামের মালায়ালাম ছবির রিমেক। সিক্যুয়েল ‘দৃশ্যম ২’  দর্শকদের কত আকৃষ্ট করবে তা দেখার অপেক্ষা।

‘দৃশ্যম’ ছবিতে অজয়-শ্রেয়া-টাব্বু ছিলেন। প্রথম ছবি দর্শক মন জয় করেছিল। এবার ‘দৃশ্যম ২’ ছবিতে আবার অজয়-টাব্বু জুটি ফিরে আসবেন। ১৮ নভেম্বর ২০২২ মুক্তি পাবে ছবি। এটি একই নামের মালায়ালাম ছবির রিমেক। সিক্যুয়েল ‘দৃশ্যম ২’ দর্শকদের কত আকৃষ্ট করবে তা দেখার অপেক্ষা।

2 / 5
সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ২০২৩ সালের প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে অন্যতম একটি৷ ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে ছবি। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটো যথেষ্ট হিট। এবার ক্যাটরিনার বিয়ের পর সলমনের সঙ্গে তাঁর পর্দার রসায়ন কতটা দর্শক পছন্দ করেন দেখা যাক।

সলমন খান এবং ক্যাটরিনা কাইফ অভিনীত ‘টাইগার ৩’ ২০২৩ সালের প্রতীক্ষিত সিনেমাগুলির মধ্যে অন্যতম একটি৷ ২০২৩ সালের ঈদে মুক্তি পাবে ছবি। এই ফ্র্যাঞ্চাইজির আগের দুটো যথেষ্ট হিট। এবার ক্যাটরিনার বিয়ের পর সলমনের সঙ্গে তাঁর পর্দার রসায়ন কতটা দর্শক পছন্দ করেন দেখা যাক।

3 / 5
‘খুদা হাফিজ’ প্রথমটি মুক্তি পেয়েছিল ডিজিটাল মাধ্যমে, কিন্তু সিক্যুয়েল ‘খুদা হাফিজ: দ্বিতীয় অধ্যায় – অগ্নি পরীক্ষা’ বড় পর্দায় আসতে চলেছে। বিদ্যুৎ জামওয়াল এবং শিবালিকা ওবেরয় অভিনীত সিনেমাটি ৮ জুলাই ২০২২-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘খুদা হাফিজ’ প্রথমটি মুক্তি পেয়েছিল ডিজিটাল মাধ্যমে, কিন্তু সিক্যুয়েল ‘খুদা হাফিজ: দ্বিতীয় অধ্যায় – অগ্নি পরীক্ষা’ বড় পর্দায় আসতে চলেছে। বিদ্যুৎ জামওয়াল এবং শিবালিকা ওবেরয় অভিনীত সিনেমাটি ৮ জুলাই ২০২২-এ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

4 / 5
‘নো এন্ট্রি ২’ আরও একটি সিক্যুয়েল ছবি যার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। প্রথম ছবিটিতে সলমন খান, অনিল কাপুর এবং ফারদিন খান অভিনয় করেছিলেন। সূত্রের খবর, সিক্যুয়েল ছবিটি শীঘ্রই ফ্লোরে যাবে৷ আশা করা যেতেই পারে প্রথম ছবিটির মতো দ্বিতীয়টিও বক্স অফিসে ঝড় তুলবে।

‘নো এন্ট্রি ২’ আরও একটি সিক্যুয়েল ছবি যার জন্য দর্শকরা অপেক্ষা করছেন। প্রথম ছবিটিতে সলমন খান, অনিল কাপুর এবং ফারদিন খান অভিনয় করেছিলেন। সূত্রের খবর, সিক্যুয়েল ছবিটি শীঘ্রই ফ্লোরে যাবে৷ আশা করা যেতেই পারে প্রথম ছবিটির মতো দ্বিতীয়টিও বক্স অফিসে ঝড় তুলবে।

5 / 5
Follow Us: