Rupanjana Mitra: বর্ষবরণ করতে পুত্র এবং প্রেমিককে সঙ্গে নিয়ে মন্দামণিতে রূপাঞ্জনা

New Year 2023: নতুন বছরকে স্বাগত জানাতে, আগে থেকেই মন্দারমণিতে পৌঁছে গিয়েছেন রূপাঞ্জনা।

| Edited By: | Updated on: Jan 01, 2023 | 8:30 AM
এই মুহূর্তে পর্দার লাবণ্য সেনগুপ্ত, সূর্যের মা। বাস্তবে তিনি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন। নতুন বছরকে স্বাগত জানাতে পাড়ি দিয়েছেন মন্দারমণি।

এই মুহূর্তে পর্দার লাবণ্য সেনগুপ্ত, সূর্যের মা। বাস্তবে তিনি অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র। 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকে চুটিয়ে অভিনয় করছেন। নতুন বছরকে স্বাগত জানাতে পাড়ি দিয়েছেন মন্দারমণি।

1 / 5
কিন্তু সেখানে তিনি একা যাননি। সঙ্গে গিয়েছে তাঁর সন্তান রিয়ান। মায়ের সঙ্গে দারুণ ভাব তার। মাও চোখে হারান তাকে।

কিন্তু সেখানে তিনি একা যাননি। সঙ্গে গিয়েছে তাঁর সন্তান রিয়ান। মায়ের সঙ্গে দারুণ ভাব তার। মাও চোখে হারান তাকে।

2 / 5
আরও একজন গিয়েছেন মা-ছেলের সঙ্গে। তিনি অভিনেতা-পরিচালক রাতুল মুখোপাধ্যায়। তিনি রূপাঞ্জনার প্রেমিক।

আরও একজন গিয়েছেন মা-ছেলের সঙ্গে। তিনি অভিনেতা-পরিচালক রাতুল মুখোপাধ্যায়। তিনি রূপাঞ্জনার প্রেমিক।

3 / 5
কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে রূপাঞ্জনা জানিয়েছিলেন যে, রাতুলের সঙ্গে সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে তাঁর।

কিছুদিন আগে ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে রূপাঞ্জনা জানিয়েছিলেন যে, রাতুলের সঙ্গে সম্পর্কের পাঁচ বছর পূর্ণ হয়েছে তাঁর।

4 / 5
মন্দারমণিতে যাওয়া মাত্রই সেখান থেকে ঘণ্টায়-ঘণ্টায় নানা ছবি শেয়ার করছেন রূপাঞ্জনা। বোঝাই যাচ্ছে, তিনজনে একান্তে মনে রাখার মতো সময় কাটাচ্ছেন।

মন্দারমণিতে যাওয়া মাত্রই সেখান থেকে ঘণ্টায়-ঘণ্টায় নানা ছবি শেয়ার করছেন রূপাঞ্জনা। বোঝাই যাচ্ছে, তিনজনে একান্তে মনে রাখার মতো সময় কাটাচ্ছেন।

5 / 5
Follow Us: