Tokyo Olympics 2020: দেশের সেরা স্টাইলিশ অ্যাথলিট কারা কারা, জানুন

বলিউডের তারকাদের স্টাইলই কি শুধু দেশের যুব সমাজকে অনুপ্রাণিত করে, তা ভাবা ভুল। দেশের যুব প্রজন্মকে অনুপ্রাণিত করতে নানা ক্ষেত্রের ক্রীড়াবিদদের পোশাকও যথেষ্ট। স্টাইলিশ ও ফ্যাশনেবল পোশাকে বহু ক্রীড়াবিদদের অনুকরণ করেন নয়া প্রজন্ম। সে ক্রিকেট হোক বা টেবিল টেনিস!

| Edited By: | Updated on: Jul 24, 2021 | 4:40 PM
শুরু হয়েছে বহু প্রতীক্ষিত অলিম্পিক। ভারতের ১২৮জন প্রতিভাবান খেলোয়াড় মোট ১৮টি ক্রীড়াক্ষেত্র থেকে অলিম্পিকে গিয়েছেন দেশের নাম উজ্জ্বল করতে। তাঁদের মধ্যে পাঁচজনের স্টাইল সেন্টমেন্ট দেখলে অবাক হতে হয়। খেলার মঞ্চই হোক কিংবা ফটোশ্যুট, কিংবা ক্যাজুয়াল ড্রেসে বলিউডের তারকাদের থেকে কোনও অংশে কম যান না।

শুরু হয়েছে বহু প্রতীক্ষিত অলিম্পিক। ভারতের ১২৮জন প্রতিভাবান খেলোয়াড় মোট ১৮টি ক্রীড়াক্ষেত্র থেকে অলিম্পিকে গিয়েছেন দেশের নাম উজ্জ্বল করতে। তাঁদের মধ্যে পাঁচজনের স্টাইল সেন্টমেন্ট দেখলে অবাক হতে হয়। খেলার মঞ্চই হোক কিংবা ফটোশ্যুট, কিংবা ক্যাজুয়াল ড্রেসে বলিউডের তারকাদের থেকে কোনও অংশে কম যান না।

1 / 7
টোকিও অলিম্পিক ২০২১-এ অংশ নিয়েছেন তাঁরা সকলেই। এই পাঁচ ক্রীড়াবিদ নিজ নিজ ক্ষেত্রে সেরা। তবুও তাঁদের নিখুঁত ফ্যাশন সেন্স প্রতিভার কাছে হার মেনেছে। তবুও সেই হিরোদের ফ্যাশন সম্বন্ধে অল্পবিস্তর একটু জেনে নিন...

টোকিও অলিম্পিক ২০২১-এ অংশ নিয়েছেন তাঁরা সকলেই। এই পাঁচ ক্রীড়াবিদ নিজ নিজ ক্ষেত্রে সেরা। তবুও তাঁদের নিখুঁত ফ্যাশন সেন্স প্রতিভার কাছে হার মেনেছে। তবুও সেই হিরোদের ফ্যাশন সম্বন্ধে অল্পবিস্তর একটু জেনে নিন...

2 / 7
ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সৌন্দর্যের কথা আর আলাদা করে বলে দিতে হবে না। এবছর অলিম্পিকে টিমমেট অঙ্কিতা রাইনা ও সানিয়া মির্জা টেনিস বিভাগের জন্য দেশের প্রতিনিধিত্ব করবেন। ৩৪ বছরের টেনিস তারকা শুধু বয়সের বাধাকেই নয়, মা হওয়ার পরও তিনি সেই একই রকম ফ্যাশনের প্রতি সক্রিয়তা দেখিয়ে গিয়েছেন। ল্যাবিস গাউন থেকে সামার হ্যাট ও লেহেঙ্গা চোলি- সব আউটফিটেই তিনি একজন ফ্যাশন আইকন হয়ে উঠেছেন।

ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জার সৌন্দর্যের কথা আর আলাদা করে বলে দিতে হবে না। এবছর অলিম্পিকে টিমমেট অঙ্কিতা রাইনা ও সানিয়া মির্জা টেনিস বিভাগের জন্য দেশের প্রতিনিধিত্ব করবেন। ৩৪ বছরের টেনিস তারকা শুধু বয়সের বাধাকেই নয়, মা হওয়ার পরও তিনি সেই একই রকম ফ্যাশনের প্রতি সক্রিয়তা দেখিয়ে গিয়েছেন। ল্যাবিস গাউন থেকে সামার হ্যাট ও লেহেঙ্গা চোলি- সব আউটফিটেই তিনি একজন ফ্যাশন আইকন হয়ে উঠেছেন।

3 / 7
পি ভি সিন্ধু- পদ্মভূষণ ও পদ্মশ্রী-জয়ী একমাত্র ভারতীয় মহিলা শাটলার এবছরও ব্যাডমিন্টন বিভাগের দেশের প্রতিনিধিত্ব করছেন। ২৬ বছর বয়সি এই ডিভা মিনি ড্রেস থেকে গাউন- সবেতেই চমক এনেছেন। খেলার পাশাপাশি ফ্যাশনেও তাঁর অ্যাথলেটিক ফিগারের ঝলক অব্যাহত।

পি ভি সিন্ধু- পদ্মভূষণ ও পদ্মশ্রী-জয়ী একমাত্র ভারতীয় মহিলা শাটলার এবছরও ব্যাডমিন্টন বিভাগের দেশের প্রতিনিধিত্ব করছেন। ২৬ বছর বয়সি এই ডিভা মিনি ড্রেস থেকে গাউন- সবেতেই চমক এনেছেন। খেলার পাশাপাশি ফ্যাশনেও তাঁর অ্যাথলেটিক ফিগারের ঝলক অব্যাহত।

4 / 7
মীনা পাটেল- কেরিয়ারের শুরুতেই তাঁর পকেটে আপাতত ১০টি সোনা, ৫টি রুপো ও ১ টি ব্রোঞ্জ পদক জ্বলজ্বল করছে। ভারতের প্রথমন মহিলা সাঁতারু হিসেবে এ বছর অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করছেন। ২১ বছর বয়সি এই উঠতি তারকার ফ্যাশন সেন্স দেখলে অবাক হতে হয়। মোডিশ আউটফিট ও ফ্যাশনেবল ড্রেসে  বলিউডের যে কোনও নায়িকার সঙ্গে তুলনা টানা যেতে পারে। দুর্ধর্ষ সাঁতারু হলেও এখনই সুইমিং ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত লাভ না করলেও ফ্যাশনিস্তা হিসেবে ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন।

মীনা পাটেল- কেরিয়ারের শুরুতেই তাঁর পকেটে আপাতত ১০টি সোনা, ৫টি রুপো ও ১ টি ব্রোঞ্জ পদক জ্বলজ্বল করছে। ভারতের প্রথমন মহিলা সাঁতারু হিসেবে এ বছর অলিম্পিকে ভারতের প্রতিনিধিত্ব করছেন। ২১ বছর বয়সি এই উঠতি তারকার ফ্যাশন সেন্স দেখলে অবাক হতে হয়। মোডিশ আউটফিট ও ফ্যাশনেবল ড্রেসে বলিউডের যে কোনও নায়িকার সঙ্গে তুলনা টানা যেতে পারে। দুর্ধর্ষ সাঁতারু হলেও এখনই সুইমিং ইনফ্লুয়েন্সার হিসেবে পরিচিত লাভ না করলেও ফ্যাশনিস্তা হিসেবে ইতোমধ্যে জনপ্রিয়তা লাভ করেছেন।

5 / 7
মনপ্রীত সিং- অর্জুন ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং বর্তমানে দেশের সবচেয়ে ধনী হকি প্লেয়ার হিসেবে পরিচিত। ২৯ বছর বয়সি টোকিয়ো অলিম্পিকে তাঁর নেতৃত্বে ভারতের হকি দল প্রতিনিধিত্ব করছে। অ্যাথলিসিওর আউটফিট থেকে ক্যাজুয়াল পোশাক সবতেই হ্য়ান্ডসাম এই তারকা হকি প্লেয়ার সকলের নজরে পড়েছেন। পায়ে চ্যাটু, ভাইব্রেন্ট অ্যাথলেটিলওয়ার  কিবা কনটেম্পরারি ফ্যাশন ক্রীড়াজগতে অন্য়মাত্রা এনে দিয়েছেন মনপ্রীত।

মনপ্রীত সিং- অর্জুন ও রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার প্রাপ্ত ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং বর্তমানে দেশের সবচেয়ে ধনী হকি প্লেয়ার হিসেবে পরিচিত। ২৯ বছর বয়সি টোকিয়ো অলিম্পিকে তাঁর নেতৃত্বে ভারতের হকি দল প্রতিনিধিত্ব করছে। অ্যাথলিসিওর আউটফিট থেকে ক্যাজুয়াল পোশাক সবতেই হ্য়ান্ডসাম এই তারকা হকি প্লেয়ার সকলের নজরে পড়েছেন। পায়ে চ্যাটু, ভাইব্রেন্ট অ্যাথলেটিলওয়ার কিবা কনটেম্পরারি ফ্যাশন ক্রীড়াজগতে অন্য়মাত্রা এনে দিয়েছেন মনপ্রীত।

6 / 7
মনিকা বাত্রা- রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড-জয়ী ও দেশের এক নম্বর মহিলা টেবিল টেনিস প্লেয়ার মনিকা এবছর দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর অলিম্পিকযাত্রা। টেবিল টেনিসে হাত ও চোখের দুরন্ত প্রতিযোগীতাই নয়, তাঁর ওয়ারডোর্বেও রয়েছে স্টাইলিশ আউটফিট। পিংক স্কার্ফ ও  কালো পাঙ্ক লুক ইন্টারনেটে দারুণ হিট করেছিল।

মনিকা বাত্রা- রাজীব গান্ধী খেলরত্ন অ্যাওয়ার্ড-জয়ী ও দেশের এক নম্বর মহিলা টেবিল টেনিস প্লেয়ার মনিকা এবছর দেশের হয়ে অলিম্পিকে প্রতিনিধিত্ব করছেন। এই নিয়ে দ্বিতীয় বার তাঁর অলিম্পিকযাত্রা। টেবিল টেনিসে হাত ও চোখের দুরন্ত প্রতিযোগীতাই নয়, তাঁর ওয়ারডোর্বেও রয়েছে স্টাইলিশ আউটফিট। পিংক স্কার্ফ ও কালো পাঙ্ক লুক ইন্টারনেটে দারুণ হিট করেছিল।

7 / 7
Follow Us: