Top Smartphones: 25,000 টাকার কমে বাইশের বাজার কাঁপাল যে 7 স্মার্টফোন

| Edited By: | Updated on: Dec 25, 2022 | 6:14 PM
Samsung Galaxy A23 ফোনে রয়েছে 6GB RAM ও 128GB ফোন মেমোরি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি। কোয়ালকম স্নাপড্রাগণ 680 অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy A23 ফোনের দাম 25, 699 টাকা।

Samsung Galaxy A23 ফোনে রয়েছে 6GB RAM ও 128GB ফোন মেমোরি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.6 ইঞ্চি। কোয়ালকম স্নাপড্রাগণ 680 অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। Samsung Galaxy A23 ফোনের দাম 25, 699 টাকা।

1 / 7
Infinix Note 11 Pro Infinix Note 11 Pro ফোনের দাম 21,999 টাকা। ফোনে রয়েছে 4GB RAM ও 128GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.95 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। Mediatek Helio G96 (12 nm) অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। অন্যদিকে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Infinix Note 11 Pro Infinix Note 11 Pro ফোনের দাম 21,999 টাকা। ফোনে রয়েছে 4GB RAM ও 128GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.95 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 12। Mediatek Helio G96 (12 nm) অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। অন্যদিকে 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

2 / 7
Xiaomi Redmi Note 11 Xiaomi Redmi Note 11 ফোনের দাম 18,500 টাকা। 6.4 ইঞ্চি রেডমি নোট 11 স্মার্টফোনে রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড 11 এর ওপর এমআইইউআই 13 ইউজার ইন্টারফেস, সঙ্গে 6 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করা যাবে এই স্মার্টফোনে।  মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও 2 মেগা পিক্সেল ম্যাক্রো মিলিয়ে ক্যামেরা আছে 3টি। ফোনটিতে 30 এফপিএসে 1080 পিক্সেলের চমৎকার সিনেমাটিক ভিডিও শুট করা যাবে। এ ছাড়া 13 মেগা পিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে।

Xiaomi Redmi Note 11 Xiaomi Redmi Note 11 ফোনের দাম 18,500 টাকা। 6.4 ইঞ্চি রেডমি নোট 11 স্মার্টফোনে রয়েছে অ্যাক্টিভ ম্যাট্রিক্স অর্গানিক লাইট-এমিটিং ডায়োড বা অ্যামোলেড ডিসপ্লে। অ্যান্ড্রয়েড 11 এর ওপর এমআইইউআই 13 ইউজার ইন্টারফেস, সঙ্গে 6 জিবি র‌্যাম এবং 128 জিবি ইন্টার্নাল স্টোরেজের সঙ্গে এক্সটার্নাল মেমরি কার্ড ব্যবহার করা যাবে এই স্মার্টফোনে। মেগাপিক্সেল, 8 মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ও 2 মেগা পিক্সেল ম্যাক্রো মিলিয়ে ক্যামেরা আছে 3টি। ফোনটিতে 30 এফপিএসে 1080 পিক্সেলের চমৎকার সিনেমাটিক ভিডিও শুট করা যাবে। এ ছাড়া 13 মেগা পিক্সেলের সিঙ্গেল সেলফি ক্যামেরা রয়েছে।

3 / 7
Vivo Y33s ফোনের দাম 20,900 টাকা। ফোনে রয়েছে 4-8 GB RAM ও 64-128 GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। Mediatek MT6769V/CU Helio G80 অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Vivo Y33s ফোনের দাম 20,900 টাকা। ফোনে রয়েছে 4-8 GB RAM ও 64-128 GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। Mediatek MT6769V/CU Helio G80 অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 50 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

4 / 7
OPPO A54 ফোনের দাম 18,999 টাকা। ফোনে রয়েছে 4-6GB RAM ও 64-128GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। Mediatek MT6765 Helio P35 অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

OPPO A54 ফোনের দাম 18,999 টাকা। ফোনে রয়েছে 4-6GB RAM ও 64-128GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10। Mediatek MT6765 Helio P35 অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 13 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 16 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

5 / 7
Vivo Y53s ফোনে রয়েছে 8GB RAM ও 128-256 GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। Qualcomm SM4350 Snapdragon 480 5G অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনের দাম 22,990 টাকা।

Vivo Y53s ফোনে রয়েছে 8GB RAM ও 128-256 GB ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। Qualcomm SM4350 Snapdragon 480 5G অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ফোনের দাম 22,990 টাকা।

6 / 7
Samsung Galaxy F41 এই ফোনের দাম 22,990 টাকা। ফোনে রয়েছে 8 GB RAM ও 128-256 জিবি ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। Qualcomm SM4350 Snapdragon 480 5G অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

Samsung Galaxy F41 এই ফোনের দাম 22,990 টাকা। ফোনে রয়েছে 8 GB RAM ও 128-256 জিবি ফোন মেমোরি। অন্যদিকে ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চি। অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 11। Qualcomm SM4350 Snapdragon 480 5G অক্টা কোর প্রসেসর ব্যবহার করে এই ফোন তৈরি করা হয়েছে। 5000 mAh ব্যাটারি ব্যবহার করা হয়েছে। 64 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ও 8 মেগাপিক্সেল সেকেন্ডারি ক্যামেরা বা সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে।

7 / 7
Follow Us: