Incredible India: প্রকৃতির অনন্য দৃশ্য দেখতে বিদেশে নয়, ঘুরে আসুন দেশের এই ৫ জায়গায়

সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর এই দেশ। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানের জন্য দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ান ভ্রমণ ও প্রকৃতিপ্রেমীরা।

| Edited By: | Updated on: Dec 14, 2021 | 1:16 PM
সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর এই দেশ। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানের জন্য দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ান ভ্রমণ ও প্রকৃতিপ্রেমীরা।

সংস্কৃতি ও ঐতিহ্যের পাশাপাশি প্রাকৃতিক প্রাচুর্যে ভরপুর এই দেশ। অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের সন্ধানের জন্য দেশের এ প্রান্ত থেকে অন্য প্রান্ত ছুটে বেড়ান ভ্রমণ ও প্রকৃতিপ্রেমীরা।

1 / 6
নুব্রা ঊভ্যালি, লাদাখ: স্বপ্নের দেশ এটি। লেহের ঠিক উত্তরে এই অবিশ্বাস্য সুন্দর গন্তব্যের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন। উট সাফারিতে এই বিচিত্র উপত্যকার প্রকৃতির খেলাকে চাক্ষুস করতে পারবেন।

নুব্রা ঊভ্যালি, লাদাখ: স্বপ্নের দেশ এটি। লেহের ঠিক উত্তরে এই অবিশ্বাস্য সুন্দর গন্তব্যের সৌন্দর্যে আপনি মুগ্ধ হবেন। উট সাফারিতে এই বিচিত্র উপত্যকার প্রকৃতির খেলাকে চাক্ষুস করতে পারবেন।

2 / 6
ডুয়ার্স, পশ্চিমবঙ্গ: হিমালয়ের পাদদেশে গুপ্তরত্ন এটি। খরস্রোতা নদী, সংরক্ষিত জাতীয় উদ্যান, ঘন জঙ্গলের পথ বেয়ে ট্রেন সফরে প্রকৃতির এই স্বর্গকে দেখার সুযোগ অনেকের হয় না।

ডুয়ার্স, পশ্চিমবঙ্গ: হিমালয়ের পাদদেশে গুপ্তরত্ন এটি। খরস্রোতা নদী, সংরক্ষিত জাতীয় উদ্যান, ঘন জঙ্গলের পথ বেয়ে ট্রেন সফরে প্রকৃতির এই স্বর্গকে দেখার সুযোগ অনেকের হয় না।

3 / 6
লোকটাক লেক, মনিপুর: মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা অনেকেই শুনেছেন। বিষ্ণুপুর জেলায় অবস্থিত সুব্দর প্রাকৃতিক মিঠে জলের হ্রদ লোকতাক লেক । ইম্ফল শহর থেকে প্রায় ৪৮ কিমি দূরে অবস্থিত এই লেক থেকে কেইবুল লামজাও জাতীয় উদ্যান দেখার সুযোগ পাবেন।

লোকটাক লেক, মনিপুর: মণিপুরের প্রাকৃতিক সৌন্দর্যের কথা অনেকেই শুনেছেন। বিষ্ণুপুর জেলায় অবস্থিত সুব্দর প্রাকৃতিক মিঠে জলের হ্রদ লোকতাক লেক । ইম্ফল শহর থেকে প্রায় ৪৮ কিমি দূরে অবস্থিত এই লেক থেকে কেইবুল লামজাও জাতীয় উদ্যান দেখার সুযোগ পাবেন।

4 / 6
পেহলগাঁও, জম্মু ও কাশ্মীর: ভূস্বর্গের সবচেয়ে দৃষ্টিনন্দন ও চমত্‍কার একটি উপত্যকা। লিডার নদীর পার্শ্ববর্তী এলাকায় সুন্দর ও মনোরম দৃশ্যে দেখার জন্য দেশ-বিদেশ থেকে পর্যটক ছুটে আসেন।

পেহলগাঁও, জম্মু ও কাশ্মীর: ভূস্বর্গের সবচেয়ে দৃষ্টিনন্দন ও চমত্‍কার একটি উপত্যকা। লিডার নদীর পার্শ্ববর্তী এলাকায় সুন্দর ও মনোরম দৃশ্যে দেখার জন্য দেশ-বিদেশ থেকে পর্যটক ছুটে আসেন।

5 / 6
ইদুক্কি, কেরালা:  ঈশ্বরের আপন দেশ কেরালা। মুন্নার ও পেরিয়ারের মতো জায়গাগুলি ঘুরে দেখার জন্য তো রয়েছেই। চা বাগান ঘেরা ইদুক্কি জাতীয় অভয়ারণ্য, জলপ্রপাত আরও অনেক কিছু প্রকৃতিকে দেখার রয়েছে। যা সারা জীবনের এক বিশাল অভিজ্ঞতা হয়ে থাকবে।

ইদুক্কি, কেরালা: ঈশ্বরের আপন দেশ কেরালা। মুন্নার ও পেরিয়ারের মতো জায়গাগুলি ঘুরে দেখার জন্য তো রয়েছেই। চা বাগান ঘেরা ইদুক্কি জাতীয় অভয়ারণ্য, জলপ্রপাত আরও অনেক কিছু প্রকৃতিকে দেখার রয়েছে। যা সারা জীবনের এক বিশাল অভিজ্ঞতা হয়ে থাকবে।

6 / 6
Follow Us: