Tulsi Puja Tips: তুলসী পুজোর সময় মাথায় রাখুন এই ৩ বিষয়! সারাজীবন থাকবে লক্ষ্মী-নারায়ণের কৃপা

Goddess Lakshmi: নিয়ম মতে, তুলসী গাছ সকল হিন্দুদের বাড়িতে তুলসী গাছ স্থাপন করা হয়। বিশেষ আচার মেনে তুলসীর পুজো করা হয়ে থাকে। এতে শুধু দেবী লক্ষ্মীকেই খুশি হন তাই নয়, বিশ্বস্রষ্টা বিষ্ণুদেবের আশীর্বাদও করে থাকেন। তাই নিয়ম মেনে তুলসীর পুজো করা উচিত। এতে শুভ ফল পেতে পারেন। 

| Updated on: Jul 11, 2024 | 5:24 PM
নিয়মিত সকাল-সন্ধ্যে জল ও দুধ নিবেদন করে তুলসী পুজো করার রীতি রয়েছে। হিন্দুধর্মে তুলসীকে দেবী হিসেবে পুজো করা হয়। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

নিয়মিত সকাল-সন্ধ্যে জল ও দুধ নিবেদন করে তুলসী পুজো করার রীতি রয়েছে। হিন্দুধর্মে তুলসীকে দেবী হিসেবে পুজো করা হয়। হিন্দু ধর্মে তুলসীকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়।

1 / 8
এমনকি মনে করা হয়, ভক্তরা যদি নিষ্ঠা ও ভক্তিভরে দেবী তুলসীর পুজো করে থাকেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারাজীবন সমস্যামুক্তি হতে পারেন। দূর হতে পারে অর্থকষ্ট, বৈবাহিক সমস্যাও। 

এমনকি মনে করা হয়, ভক্তরা যদি নিষ্ঠা ও ভক্তিভরে দেবী তুলসীর পুজো করে থাকেন, তাহলে দেবী লক্ষ্মীর আশীর্বাদ সারাজীবন সমস্যামুক্তি হতে পারেন। দূর হতে পারে অর্থকষ্ট, বৈবাহিক সমস্যাও। 

2 / 8
নিয়ম মতে, তুলসী গাছ সকল হিন্দুদের বাড়িতে তুলসী গাছ স্থাপন করা হয়। বিশেষ আচার মেনে তুলসীর পুজো করা হয়ে থাকে। এতে শুধু দেবী লক্ষ্মীকেই খুশি হন তাই নয়, বিশ্বস্রষ্টা বিষ্ণুদেবের আশীর্বাদও করে থাকেন। তাই নিয়ম মেনে তুলসীর পুজো করা উচিত। এতে শুভ ফল পেতে পারেন। 

নিয়ম মতে, তুলসী গাছ সকল হিন্দুদের বাড়িতে তুলসী গাছ স্থাপন করা হয়। বিশেষ আচার মেনে তুলসীর পুজো করা হয়ে থাকে। এতে শুধু দেবী লক্ষ্মীকেই খুশি হন তাই নয়, বিশ্বস্রষ্টা বিষ্ণুদেবের আশীর্বাদও করে থাকেন। তাই নিয়ম মেনে তুলসীর পুজো করা উচিত। এতে শুভ ফল পেতে পারেন। 

3 / 8
সবার প্রথমে মনে রাখতে হবে যে ভুল করেও রবিবার ও একাদশীর দিন কখনও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী দেবী এই তিথিতে বা দিনে ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন।

সবার প্রথমে মনে রাখতে হবে যে ভুল করেও রবিবার ও একাদশীর দিন কখনও তুলসী গাছে জল দেওয়া উচিত নয়। তুলসী পাতা ছিঁড়ে ফেলা উচিত নয়। ধর্মীয় বিশ্বাস অনুসারে, তুলসী দেবী এই তিথিতে বা দিনে ভগবান বিষ্ণুর জন্য উপবাস করেন।

4 / 8
সময়ে সময়ে তুলসী পাতা ভেঙ্গে আলাদা করা উচিত। এছাড়াও, যখনই তুলসী পাতা ছিঁড়বেন, পাতা ছেঁড়ার আগে তুলসী দেবীকে প্রণাম করুন। তুলসী পাতা তুলে ফেলার সময় তুলসীর এই ধ্যান মন্ত্রটি উচ্চারণ করা উচিত। 

সময়ে সময়ে তুলসী পাতা ভেঙ্গে আলাদা করা উচিত। এছাড়াও, যখনই তুলসী পাতা ছিঁড়বেন, পাতা ছেঁড়ার আগে তুলসী দেবীকে প্রণাম করুন। তুলসী পাতা তুলে ফেলার সময় তুলসীর এই ধ্যান মন্ত্রটি উচ্চারণ করা উচিত। 

5 / 8
রোজ তুলসী পুজো করার সময় ধ্য়ানমন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত। সেই মন্ত্রটি হল...  বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ।  বিষ্ণুভক্তি-প্রদায়িন্যৈ সত্যবত্যৈ নমো নমঃ।।

রোজ তুলসী পুজো করার সময় ধ্য়ানমন্ত্রটি অবশ্যই উচ্চারণ করা উচিত। সেই মন্ত্রটি হল... বৃন্দায়ৈ তুলসীদেব্যৈ প্রিয়ায়ৈ কেশবস্য চ। বিষ্ণুভক্তি-প্রদায়িন্যৈ সত্যবত্যৈ নমো নমঃ।।

6 / 8
তুলসী গাছ সবসময় পরিষ্কার জায়গায় রাখা উচিত। বাস্তুশাস্ত্রে, তুলসী গাছ রাখার জন্য পূর্ব দিককে শ্রেষ্ঠ বলে মনে করা হয়।

তুলসী গাছ সবসময় পরিষ্কার জায়গায় রাখা উচিত। বাস্তুশাস্ত্রে, তুলসী গাছ রাখার জন্য পূর্ব দিককে শ্রেষ্ঠ বলে মনে করা হয়।

7 / 8
বাস্তুশাস্ত্র মতে, পূর্ব দিককে ইতিবাচকতার দিক বলে মনে করা হয়। মনে রাখবেন যে তুলসীকে সবসময় সকালে ও সূর্যাস্তের আগে জল দেওয়া উচিত। তুলসী গাছকে সবসময় যত্ন নেওয়া উচিত। 

বাস্তুশাস্ত্র মতে, পূর্ব দিককে ইতিবাচকতার দিক বলে মনে করা হয়। মনে রাখবেন যে তুলসীকে সবসময় সকালে ও সূর্যাস্তের আগে জল দেওয়া উচিত। তুলসী গাছকে সবসময় যত্ন নেওয়া উচিত। 

8 / 8
Follow Us: