Sarika Thakur: ‘ঠকিয়েছিলেন’ মা! কপিল দেবের সঙ্গেও কেন শেষ মুহূর্তে বিয়ে ভাঙে সারিকার?

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: বিহঙ্গী বিশ্বাস

Updated on: Mar 10, 2022 | 8:45 PM

Sarika Thakur: কমল হাসানের সঙ্গে হয়েছিল বিচ্ছেদ। মামলায় হেরে গিয়েছিলেন গৃহ পরিচারকের কাছেও। ভেঙেছিল কপিল দেবের সঙ্গে বিয়েও কিন্তু কেন? কেনই বা ইন্ডাস্ট্রির সবার সামনে তাঁকে চড় মেরেছিলেন মা? জেনে নেওয়া যাক।

Mar 10, 2022 | 8:45 PM
ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদ, পাঁচ বছরে প্রথম ব্রেক, আজ থেকে প্রায় ৩৫ বছর আগে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন যে অভিনেত্রী তিনি সারিকা বিবাহিত জীবনও যে সুখের ছিল এমনটা নয়। কমল হাসানের সঙ্গে হয়েছিল বিচ্ছেদ। মামলায় হেরে গিয়েছিলেন গৃহ পরিচারকের কাছেও। ভেঙেছিল কপিল দেবের সঙ্গে বিয়েও কিন্তু কেন? কেনই বা ইন্ডাস্ট্রির সবার সামনে তাঁকে চড় মেরেছিলেন মা? জেনে নেওয়া যাক।

ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদ, পাঁচ বছরে প্রথম ব্রেক, আজ থেকে প্রায় ৩৫ বছর আগে বিয়ের আগে সন্তান জন্ম দেওয়ার মতো সিদ্ধান্ত নিয়েছিলেন যে অভিনেত্রী তিনি সারিকা বিবাহিত জীবনও যে সুখের ছিল এমনটা নয়। কমল হাসানের সঙ্গে হয়েছিল বিচ্ছেদ। মামলায় হেরে গিয়েছিলেন গৃহ পরিচারকের কাছেও। ভেঙেছিল কপিল দেবের সঙ্গে বিয়েও কিন্তু কেন? কেনই বা ইন্ডাস্ট্রির সবার সামনে তাঁকে চড় মেরেছিলেন মা? জেনে নেওয়া যাক।

1 / 9
সারিকার মা ছিলেন রাজপুত বাবা মরাঠি। ছোট থেকেই বাবা-মায়ের অশান্তি দেখেই বড় হয়ে উঠছিলেন তিনি। প্রথম ব্রেক হমরাজ। তখন তাঁর বয়স পাঁচ। কিন্তু ছবি মুক্তির আগেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। বাবা-মায়ের সঙ্গে বসে নিজেকে প্রথম বড় পর্দায় দেখার স্বাদ নিতে পারেননি তিনি।

সারিকার মা ছিলেন রাজপুত বাবা মরাঠি। ছোট থেকেই বাবা-মায়ের অশান্তি দেখেই বড় হয়ে উঠছিলেন তিনি। প্রথম ব্রেক হমরাজ। তখন তাঁর বয়স পাঁচ। কিন্তু ছবি মুক্তির আগেই বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে যায়। বাবা-মায়ের সঙ্গে বসে নিজেকে প্রথম বড় পর্দায় দেখার স্বাদ নিতে পারেননি তিনি।

2 / 9
কপর্দকশূন্য হয়ে পড়ে গোটা পরিবার। রোজগারের অন্যতম মাধ্যম হয়ে ওঠে ওই পাঁচ বছরের ছোট্ট মেয়েটি। ছেলে ও মেয়ে উভয়ের ভূমিকাতেই শিশুশিল্পী হিসেবে অভিনয় করতে শুরু করেন সারিকা। তবে ছেলের ভূমিকায় অভিনয় করার সময় বদলে যেত তাঁর নাম। তাঁর তখন নাম 'মাস্টার সূরজ'।

কপর্দকশূন্য হয়ে পড়ে গোটা পরিবার। রোজগারের অন্যতম মাধ্যম হয়ে ওঠে ওই পাঁচ বছরের ছোট্ট মেয়েটি। ছেলে ও মেয়ে উভয়ের ভূমিকাতেই শিশুশিল্পী হিসেবে অভিনয় করতে শুরু করেন সারিকা। তবে ছেলের ভূমিকায় অভিনয় করার সময় বদলে যেত তাঁর নাম। তাঁর তখন নাম 'মাস্টার সূরজ'।

3 / 9
স্কুলে যাওয়ারও পয়সা ছিল না তাঁদের। মায়ের সঙ্গে বাসে করেই চলত শুটিংয়ে যাওয়া। একটু পয়সা হতেই মেয়ের জন্য সেটেই শিক্ষক রেখে দেন তাঁর মা। তিনিই সারিকাকে শুটিংয়ের ফাঁকে পড়াতেন। ক্রমে শিশুশিল্পীর পরিচয় ছেড়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সারিকা। নাম হয় তাঁর, হয় মুম্বইয়ে ফ্ল্যাটও।

স্কুলে যাওয়ারও পয়সা ছিল না তাঁদের। মায়ের সঙ্গে বাসে করেই চলত শুটিংয়ে যাওয়া। একটু পয়সা হতেই মেয়ের জন্য সেটেই শিক্ষক রেখে দেন তাঁর মা। তিনিই সারিকাকে শুটিংয়ের ফাঁকে পড়াতেন। ক্রমে শিশুশিল্পীর পরিচয় ছেড়ে নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন সারিকা। নাম হয় তাঁর, হয় মুম্বইয়ে ফ্ল্যাটও।

4 / 9
তবে মেয়েকে নিয়ে আচমকাই মারাত্মক অধিকারবোধে ভুগতে শুরু করেন সারিকা। মেয়ে কোন ছবি করবে, কোন ছবি ছাড়বে, কত টাকা নেবে সে সবই নির্ধারিত হত তাঁর দাঁড়া। মেয়ের গায়ে প্রকাশ্যে হাত তুলতেও দ্বিধা বোধ করতেন না তিনি। তবে একটা ঘটনা এ সব কিছুকে ছাপিয়ে যায়। মুম্বইয়ের সমুখনন্দা হলে আসার কথা ছিল সারিকার। তিনি দেরি করে আসেন। সারিকার মা সবার সামনেই মেয়েকে আচমকাই টেনে থাপ্পড় লাগিয়ে দেন।

তবে মেয়েকে নিয়ে আচমকাই মারাত্মক অধিকারবোধে ভুগতে শুরু করেন সারিকা। মেয়ে কোন ছবি করবে, কোন ছবি ছাড়বে, কত টাকা নেবে সে সবই নির্ধারিত হত তাঁর দাঁড়া। মেয়ের গায়ে প্রকাশ্যে হাত তুলতেও দ্বিধা বোধ করতেন না তিনি। তবে একটা ঘটনা এ সব কিছুকে ছাপিয়ে যায়। মুম্বইয়ের সমুখনন্দা হলে আসার কথা ছিল সারিকার। তিনি দেরি করে আসেন। সারিকার মা সবার সামনেই মেয়েকে আচমকাই টেনে থাপ্পড় লাগিয়ে দেন।

5 / 9
আমূল পালকারের সঙ্গে সেমি ন্যুড শট দেওয়া নিয়েও বাধে মায়ের সঙ্গে অশান্তি। নিজের পারিশ্রমিকের থেকে দেড় হাজার টাকা নিয়ে শপিং করেছিলেন বলেও মার খেতে হয়েছিল মায়ের কাছে। সহনশীলতার বাঁধ ভাঙে তাঁর। হঠাৎই একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। জানতে পারেন মা তাঁর পারিশ্রমিকে মুম্বইয়ের অভিজাত এলাকায় ছ'ছটি ফ্ল্যাট কিনলেও সবটাই নিজের নামে। হতাশায় ভেঙে পড়েন তিনি। শুরু হয় এক নতুন জার্নি।

আমূল পালকারের সঙ্গে সেমি ন্যুড শট দেওয়া নিয়েও বাধে মায়ের সঙ্গে অশান্তি। নিজের পারিশ্রমিকের থেকে দেড় হাজার টাকা নিয়ে শপিং করেছিলেন বলেও মার খেতে হয়েছিল মায়ের কাছে। সহনশীলতার বাঁধ ভাঙে তাঁর। হঠাৎই একদিন বাড়ি ছেড়ে বেরিয়ে আসেন তিনি। জানতে পারেন মা তাঁর পারিশ্রমিকে মুম্বইয়ের অভিজাত এলাকায় ছ'ছটি ফ্ল্যাট কিনলেও সবটাই নিজের নামে। হতাশায় ভেঙে পড়েন তিনি। শুরু হয় এক নতুন জার্নি।

6 / 9
এ সময় হঠাৎই তাঁর আলাপ হয় কপিল দেবের সঙ্গে। মনোজ কুমারের স্ত্রীই আলাপ করিয়ে দেন কপিলের সঙ্গে। ক্রমে বন্ধুত্ব বাড়ে। আসে প্রেম। শোনা যায়, বিয়ের কথাও হয়েছিল তাঁদের। কিন্তু বিয়ে ভেঙে যায়। কপিল আবার ফেরত চলে যান তাঁর প্রাক্তন প্রেমিকা রোমির কাছে। এভাবেই কাটছিল দিন। ক্রমে সারিকার জীবনে আসেন কমল হাসান। হয় প্রেম। সারিকা হন সন্তান সম্ভবা। তখনও তাঁদের বিয়ে হয়নি।

এ সময় হঠাৎই তাঁর আলাপ হয় কপিল দেবের সঙ্গে। মনোজ কুমারের স্ত্রীই আলাপ করিয়ে দেন কপিলের সঙ্গে। ক্রমে বন্ধুত্ব বাড়ে। আসে প্রেম। শোনা যায়, বিয়ের কথাও হয়েছিল তাঁদের। কিন্তু বিয়ে ভেঙে যায়। কপিল আবার ফেরত চলে যান তাঁর প্রাক্তন প্রেমিকা রোমির কাছে। এভাবেই কাটছিল দিন। ক্রমে সারিকার জীবনে আসেন কমল হাসান। হয় প্রেম। সারিকা হন সন্তান সম্ভবা। তখনও তাঁদের বিয়ে হয়নি।

7 / 9
কমল হাসান সারিকাকে সে সময় বিয়ে করতে চাইলেও পিছিয়ে আসেন তিনি। বলেন, দ্বিতীয় সন্তান হওয়ার পরেই বিয়ে করবেন তাঁরা। তাঁর মনে হয়েছিল নচেৎ প্রথম সন্তানকে সারা জীবন তাঁর পিতৃপরিচয় নিয়ে কটু সন্তান শুনতে হবে। যাতে দুই সন্তানের মধ্যে কোনও ভেদাভেস সৃষ্টি না হয় সে কারণেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বলে শোনা যায়।

কমল হাসান সারিকাকে সে সময় বিয়ে করতে চাইলেও পিছিয়ে আসেন তিনি। বলেন, দ্বিতীয় সন্তান হওয়ার পরেই বিয়ে করবেন তাঁরা। তাঁর মনে হয়েছিল নচেৎ প্রথম সন্তানকে সারা জীবন তাঁর পিতৃপরিচয় নিয়ে কটু সন্তান শুনতে হবে। যাতে দুই সন্তানের মধ্যে কোনও ভেদাভেস সৃষ্টি না হয় সে কারণেই এমন সিদ্ধান্ত তিনি নিয়েছিলেন বলে শোনা যায়।

8 / 9
পরবর্তীতে তাঁরা বিয়ে করেন, যদিও সেই বিয়েও সুখের হয়নি। কিছু বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। শোনা যায়, অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনিও। আবারও মন ভাঙে সারিকার। আরও একবার একা হয়ে যান তিনি। জীবনে কোনওদিন মায়ের কাছে ফিরে যাননি সারিকা। এমনকি মায়ের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। বিতর্কিত তাঁর জীবন, ভালবাসার কাঙাল সারিকার জীবনে আজও ছড়িয়ে এক অদ্ভুত শূন্যতা।

পরবর্তীতে তাঁরা বিয়ে করেন, যদিও সেই বিয়েও সুখের হয়নি। কিছু বছর পর বিচ্ছেদ হয়ে যায় তাঁদের। শোনা যায়, অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন তিনিও। আবারও মন ভাঙে সারিকার। আরও একবার একা হয়ে যান তিনি। জীবনে কোনওদিন মায়ের কাছে ফিরে যাননি সারিকা। এমনকি মায়ের শেষকৃত্যেও দেখা যায়নি তাঁকে। বিতর্কিত তাঁর জীবন, ভালবাসার কাঙাল সারিকার জীবনে আজও ছড়িয়ে এক অদ্ভুত শূন্যতা।

9 / 9

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla