ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণকে সমর্থন ছোট পর্দার অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্য়ায়ের

Sneha Chatterjee: স্নেহা চট্টোপাধ্যায় বাংলা সিরিয়াল জগতের এক জনপ্রিয় অভিনেত্রী। ভাল, মন্দ... সব ধরনের চরিত্রেই অভিনয় করেছেন তিনি। বিয়ে করেছেন ইন্ডাস্ট্রির এক টেকনিশিয়ানকে। মা হয়েছেন বছর খানেক আগে। মাতৃত্ব এবং কাজ--দুটোই সমানতালে সামলাচ্ছেন অভিনেত্রী। ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণ নিয়ে কী বলেছিলেন স্নেহা?

| Updated on: Jan 20, 2024 | 9:01 PM
বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। অনেকগুলো বছর ধরে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন ভাল-খারাপ দুই ধরনের চরিত্রেই।

বাংলা বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী স্নেহা চট্টোপাধ্যায়। অনেকগুলো বছর ধরে বাংলা সিরিয়ালে অভিনয় করছেন তিনি। একাধিক বাংলা সিরিয়ালে অভিনয় করেছেন ভাল-খারাপ দুই ধরনের চরিত্রেই।

1 / 8
সম্প্রতি একটি প্ল্যাটফর্মে স্নেহা তাঁর জীবন সম্পর্কে নানা কথা বলেছেন। এবং এও স্বীকার করে নিয়েছেন যে, টলিপাড়ায় স্বজনপোষণ আছে।

সম্প্রতি একটি প্ল্যাটফর্মে স্নেহা তাঁর জীবন সম্পর্কে নানা কথা বলেছেন। এবং এও স্বীকার করে নিয়েছেন যে, টলিপাড়ায় স্বজনপোষণ আছে।

2 / 8
স্নেহা জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি শুনেছিলেন ফেভারিটিজ়ম থাকে এবং তিনি দেখেওছিলেন তা। সেটায় তিনি অন্যায় কিছু দেখতে পান না, একথাও জানিয়েছিলেন।

স্নেহা জানিয়েছেন, ইন্ডাস্ট্রিতে আসার পর তিনি শুনেছিলেন ফেভারিটিজ়ম থাকে এবং তিনি দেখেওছিলেন তা। সেটায় তিনি অন্যায় কিছু দেখতে পান না, একথাও জানিয়েছিলেন।

3 / 8
বলেছিলেন, "আমি ন্যায়-অন্যায়ের ঊর্ধ্বে গিয়ে বলছি যে, এখন যে সমস্ত হাউজ়ে আমি কাজ করি, প্রত্যেকটা হাউজ় একটা করে আর্টিস্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করে। অন্য হাউজ়ের সঙ্গে আর্টিস্টের ডেট শেয়ারিং করতে গেলে নানারকমের সমস্যা হয়। অনেক অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়। সেটা এড়িয়ে চলার জন্য প্রত্যেক হাউজ় নিজের মতো করে আর্টিস্ট ব্যাকিং করে।"

বলেছিলেন, "আমি ন্যায়-অন্যায়ের ঊর্ধ্বে গিয়ে বলছি যে, এখন যে সমস্ত হাউজ়ে আমি কাজ করি, প্রত্যেকটা হাউজ় একটা করে আর্টিস্ট ব্যাঙ্কিং নিয়ে কাজ করে। অন্য হাউজ়ের সঙ্গে আর্টিস্টের ডেট শেয়ারিং করতে গেলে নানারকমের সমস্যা হয়। অনেক অপ্রীতিকর পরিস্থিতিও তৈরি হয়। সেটা এড়িয়ে চলার জন্য প্রত্যেক হাউজ় নিজের মতো করে আর্টিস্ট ব্যাকিং করে।"

4 / 8
স্নেহা বলতে চেয়েছিলেন মানুষে-মানুষের মধ্যেও ফেভারিটিজ়ম থাকে। বলেছিলেন, "আমি একজনকে ভালবাসি, আর একজনকে বাসি না। এরকমটা তো হয়। সেটা প্রযোজক-অভিনেতার মধ্যেও হতে পারে। সুতরাং, বিষয়টাকে খুব নেতিবাচকভাবে আমি দেখি না। আমার একটা জিনিসই মনে হয় যে, কাজই সবচেয়ে বড় পিআর।”

স্নেহা বলতে চেয়েছিলেন মানুষে-মানুষের মধ্যেও ফেভারিটিজ়ম থাকে। বলেছিলেন, "আমি একজনকে ভালবাসি, আর একজনকে বাসি না। এরকমটা তো হয়। সেটা প্রযোজক-অভিনেতার মধ্যেও হতে পারে। সুতরাং, বিষয়টাকে খুব নেতিবাচকভাবে আমি দেখি না। আমার একটা জিনিসই মনে হয় যে, কাজই সবচেয়ে বড় পিআর।”

5 / 8
১০ বছর বিবাহিত জীবন কাটানোর পর মা হলেন স্নেহা। সন্তান জন্মের আগে জীবনটা খুবই মসৃণ ছিল। মা হওয়ার পরও সন্তানকে নিয়েই সময় কাটছিল তাঁর।

১০ বছর বিবাহিত জীবন কাটানোর পর মা হলেন স্নেহা। সন্তান জন্মের আগে জীবনটা খুবই মসৃণ ছিল। মা হওয়ার পরও সন্তানকে নিয়েই সময় কাটছিল তাঁর।

6 / 8
কিন্তু কাজে যুক্ত হওয়ার পর সন্তান যখন বলতে শুরু করল, ‘মা আজকে কাজে যেও না’, তখন সেই কথাকে উপেক্ষা করে কাজে যাওয়াকে স্নেহার মনে হত মস্ত বড় চ্যালেঞ্জ।

কিন্তু কাজে যুক্ত হওয়ার পর সন্তান যখন বলতে শুরু করল, ‘মা আজকে কাজে যেও না’, তখন সেই কথাকে উপেক্ষা করে কাজে যাওয়াকে স্নেহার মনে হত মস্ত বড় চ্যালেঞ্জ।

7 / 8
নন-ফিকশন শো ‘ভ্যাবাচ্যাকা’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন স্নেহা। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

নন-ফিকশন শো ‘ভ্যাবাচ্যাকা’ দিয়ে কেরিয়ার শুরু করেছিলেন স্নেহা। এই মুহূর্তে তিনি অভিনয় করছেন ‘কার কাছে কই মনের কথা’ ধারাবাহিকে।

8 / 8
Follow Us: