ঝড়ের গতিতে ভাইরাল হয়েছিল তাঁদের একাধিক ছবি। কখনও ডিনার ডেট, কখনও আবার একান্তে ছুটি কাটান। তবে হৃত্বিকের সঙ্গে সুজন খানের সম্পর্ক বেশ ঘনিষ্ঠ। সন্তানদের তাগিতেই তাঁরা বর্তমানে ভীষণ ভাল বন্ধু।
হৃত্বিক রোশন ও সাবার মধ্যে থাকা সম্পর্কের সমীকরণ এক কথায় বলতে গেলে সকলের নজর কাড়ে। বেশ কিছুদিনের সম্পর্কের জল্পনার পর তাঁরা প্রকাশ্যেই সম্পর্কের ইঙ্গিত দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ার পাতায়।
সন্তানরা যে সিনেমা ভক্ত, সেটা একটি সাক্ষাৎকারে জানিয়েছেন স্বয়ং অভিনেতাই। কিন্তু তাদের সিনেমায় কাজ করার ইচ্ছা আছে কি না, সে কথা এখনই জানাননি তিনি।
হৃত্বিকের সব ছবি খুঁটিয়ে দেখেন রেহান-হৃদান। ভাল না লাগলে, সেটা খোলাখুলি জানিয়ে দেন বাবাকে।
হৃত্বিকের ছবি মুক্তি পাওয়ার পর ছেলেদের রিভিউয়ের অপেক্ষায় থাকেন। স্ক্রিনিংয়ের পর ছেলেদেরই জিজ্ঞেস করেন তাদের কেমন লেগেছে সেই ছবি।
বাবা রাকেশ রোশনের পরিচালনায় জীবনে প্রথম সিনেমায় কাজ শুরু করেছিলেন হৃত্বিক। বাবার সঙ্গে বহু ছবিতে কাজ করেছেন। এখন ছেলেদের সঙ্গে সেই বন্ড শেয়ার করেন বলিউডের 'গ্রিক গড'।