Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Strange Facts: সিনেমা জগতে পা রেখেই পাল্টে যায় জীবন; জানুন কোন তারকা পূর্বে কী চাকরি করতেন?

Indian Actors: রুপোলি পর্দায় অভিনয় করার আগে আম-আদমির মতোই চাকরি করতেন এই তারকারা। কেউ ছিলেন ওয়েটার, কেউ কপি রাইটার। কেউ আবার কাজ করতেন ফার্মে ও ব্যাঙ্কে। কে কোন চাকরি করতেন দেখুন ছবিতে।

| Edited By: | Updated on: Aug 01, 2022 | 5:21 PM
১২ অগস্ট মুক্তি পেল রক্ষা বন্ধন ছবি। এই ছবির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন, তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে অক্ষয় কুমার যে বিগত কয়েকদিনে তাঁর পারিশ্রমিক বাড়িয়েছিলেন, সে খবর সকলেরই জানা।

১২ অগস্ট মুক্তি পেল রক্ষা বন্ধন ছবি। এই ছবির জন্য কে কত টাকা পারিশ্রমিক নিয়েছেন, তা বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। তবে অক্ষয় কুমার যে বিগত কয়েকদিনে তাঁর পারিশ্রমিক বাড়িয়েছিলেন, সে খবর সকলেরই জানা।

1 / 10
আমিশা পাটেল—অর্থনীতিতে স্বর্ণ পদক পাওয়া আমিশা এক সময় একটি সিকিওরিটি ফার্মে ইকোনমিক অ্যানালিস্ট ছিলেন।

আমিশা পাটেল—অর্থনীতিতে স্বর্ণ পদক পাওয়া আমিশা এক সময় একটি সিকিওরিটি ফার্মে ইকোনমিক অ্যানালিস্ট ছিলেন।

2 / 10
আয়ুষ্মান খুরানা—সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করেছিলেন। রেডিয়ো জকি হিসেবে কাজ করেছেন।

আয়ুষ্মান খুরানা—সাংবাদিকতা নিয়ে লেখাপড়া করেছিলেন। রেডিয়ো জকি হিসেবে কাজ করেছেন।

3 / 10
বোমান ইরানি—হোটেলের ওয়েটার ছিলেন। রুম সার্ভিস অ্যাটেনডেন্ট হয়ে কাজ করেছিলেন। মাকে সাহায্য করতেন বেকারি ব্যবসায়।

বোমান ইরানি—হোটেলের ওয়েটার ছিলেন। রুম সার্ভিস অ্যাটেনডেন্ট হয়ে কাজ করেছিলেন। মাকে সাহায্য করতেন বেকারি ব্যবসায়।

4 / 10
সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি অতীতেই দীপিকা তাঁর জীবনের সবকিছু। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নেওয়া হোক বা একান্তে সাক্ষাৎকার, রণবীর এই বিষয় ভীষণ স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। তাঁর কথায় দীপিকা তাঁর জন্য সব।

সাফ জানিয়ে দিয়েছিলেন তিনি অতীতেই দীপিকা তাঁর জীবনের সবকিছু। মঞ্চে দাঁড়িয়ে পুরস্কার নেওয়া হোক বা একান্তে সাক্ষাৎকার, রণবীর এই বিষয় ভীষণ স্পষ্ট কথা বলতে পছন্দ করেন। তাঁর কথায় দীপিকা তাঁর জন্য সব।

5 / 10
জ্যাকলিন ফার্নান্ডিজ়—সাংবাদিকতার ছাত্রী একসময় কাজ করেছেন টিভি উপস্থাপক হিসেবে।

জ্যাকলিন ফার্নান্ডিজ়—সাংবাদিকতার ছাত্রী একসময় কাজ করেছেন টিভি উপস্থাপক হিসেবে।

6 / 10
রজনীকান্ত—কুলি, কার্পেন্টার, বাসের কনডাক্টার হয়ে কাজ করেছেন।

রজনীকান্ত—কুলি, কার্পেন্টার, বাসের কনডাক্টার হয়ে কাজ করেছেন।

7 / 10
বর্তমানে এই জুটি কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ জুটি বললেও খুব ভুল হবে না। একের পর এক বড় প্রজেক্ট তাঁদের হাতে। ফলে দুজনেই এখন বেশ ব্যস্ত, তাই সন্তান নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি জুটি।

বর্তমানে এই জুটি কেরিয়ার নিয়ে ভীষণ ব্যস্ত। বলিউডের অন্যতম গুরুত্বপূর্ণ জুটি বললেও খুব ভুল হবে না। একের পর এক বড় প্রজেক্ট তাঁদের হাতে। ফলে দুজনেই এখন বেশ ব্যস্ত, তাই সন্তান নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেননি জুটি।

8 / 10
সোহা আলি খান—লেখাপড়ায় মেধাবী, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে লেখাপড়া করেছেন। সিটি ব্যাঙ্ক ও ফোর্ড ফাউন্ডেশনে কাজ করেছেন।

সোহা আলি খান—লেখাপড়ায় মেধাবী, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে লেখাপড়া করেছেন। সিটি ব্যাঙ্ক ও ফোর্ড ফাউন্ডেশনে কাজ করেছেন।

9 / 10
সোনাক্ষী সিনহা—ফ্যাশন ডিজ়াইনার ছিলেন।

সোনাক্ষী সিনহা—ফ্যাশন ডিজ়াইনার ছিলেন।

10 / 10
Follow Us: