Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

৪৭-এ মা হতে চলেছেন কাজল? ছবি ভাইরাল হতেই অভিনেত্রীকে শুনতে হল…

Kajol Gossip: অভিনয়ের দাপটে তাক লাগানো কাজলের ফ্যাশন নিয়ে একাধিকবার নিরাশ হতে হয় ভক্তমহলকে। কখনও পোশাকের ডিজাইন, কখনও আবার প্রসঙ্গ হয়ে দাঁড়ায় বডি শেমিং।

| Updated on: Jan 08, 2024 | 11:11 AM
‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অঞ্জলির ঠিক যেমন ফ্যাশন টেস্ট ছিল না, বাস্তবের মাটিতে কাজলকে নিয়েও একাধিকবার এমনই জল্পনার উদয় হতে দেখা যায়।

‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবির অঞ্জলির ঠিক যেমন ফ্যাশন টেস্ট ছিল না, বাস্তবের মাটিতে কাজলকে নিয়েও একাধিকবার এমনই জল্পনার উদয় হতে দেখা যায়।

1 / 8
বিষয়টা খুলে বলতে গেলে, অভিনয়ের দাপটে তাক লাগানো কাজলের ফ্যাশন নিয়ে একাধিকবার নিরাশ হতে হয় ভক্তমহলকে। কখনও পোশাকের ডিজাইন, কখনও আবার প্রসঙ্গ হয়ে দাঁড়ায় বডি শেমিং।

বিষয়টা খুলে বলতে গেলে, অভিনয়ের দাপটে তাক লাগানো কাজলের ফ্যাশন নিয়ে একাধিকবার নিরাশ হতে হয় ভক্তমহলকে। কখনও পোশাকের ডিজাইন, কখনও আবার প্রসঙ্গ হয়ে দাঁড়ায় বডি শেমিং।

2 / 8
পোশাকের ধরণ, স্টাইল, রঙ এগুলো চর্চার বিষয় কখনই হওয়া উচিত নয়, তবে সেলেব বলে কথা, তাঁর দেওয়া এক সুযোগও হাত ছাড়া করতে নারাজ নেটিজেনরা। যার ফলে আবারও টোপের শিকার হয়ে গেলেন কাজল।

পোশাকের ধরণ, স্টাইল, রঙ এগুলো চর্চার বিষয় কখনই হওয়া উচিত নয়, তবে সেলেব বলে কথা, তাঁর দেওয়া এক সুযোগও হাত ছাড়া করতে নারাজ নেটিজেনরা। যার ফলে আবারও টোপের শিকার হয়ে গেলেন কাজল।

3 / 8
বিষয়টা খুলে বলা যাক, একবার করণ জোহার আয়োজন করেছিলেন বি-টাউনে বিশেষ পার্টির, উপলক্ষ্য অপুর্ব মেহেতার জন্মদিন। সেই উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়েছিলেন কাজল।

বিষয়টা খুলে বলা যাক, একবার করণ জোহার আয়োজন করেছিলেন বি-টাউনে বিশেষ পার্টির, উপলক্ষ্য অপুর্ব মেহেতার জন্মদিন। সেই উপলক্ষ্যে আমন্ত্রণ পেয়েছিলেন কাজল।

4 / 8
সকলের মত তিনিও এদিন যথা সময় হাজির। আর গাড়ি থেকে নামতেই ফ্রেমবন্দি হলেন সেলেব স্টার। কালো স্কিনি টাইট পোশাকে স্পষ্ট শরীরের বিভিন্ন অংশের মেদ।

সকলের মত তিনিও এদিন যথা সময় হাজির। আর গাড়ি থেকে নামতেই ফ্রেমবন্দি হলেন সেলেব স্টার। কালো স্কিনি টাইট পোশাকে স্পষ্ট শরীরের বিভিন্ন অংশের মেদ।

5 / 8
বি-টাউন কামব্যাকে যেভাবে তিনি নিজেকে ফিট ও ফাইন করে তুলেছিলেন, বর্তমানে তা অতীত, বয়সের ভারেই হোক বা স্থুলতার কারণে, বর্তমানে কাজলের শরীরের ওজন বেজায় বেড়েছে, তা স্পষ্ট করে তুলেছিল সেদিনের সেই ছবি। ঝড়ের গতীতে তা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।

বি-টাউন কামব্যাকে যেভাবে তিনি নিজেকে ফিট ও ফাইন করে তুলেছিলেন, বর্তমানে তা অতীত, বয়সের ভারেই হোক বা স্থুলতার কারণে, বর্তমানে কাজলের শরীরের ওজন বেজায় বেড়েছে, তা স্পষ্ট করে তুলেছিল সেদিনের সেই ছবি। ঝড়ের গতীতে তা ছড়িয়ে পড়েছিল নেট দুনিয়ায়।

6 / 8
আর তা সামনে আসতেই ট্রোলের শিকার অজয় ঘরণি। উঠল ফ্যাশন নিয়ে প্রশ্ন, কাজলের ফ্যাশন বা পোশাক নির্বাচন নিয়ে একাধিকবার ট্রোল বা বিতর্কের সৃষ্টি হয়েছে, তবে এবার সবকিছুকে ছাপিয়ে সামনে এলো অন্তঃসত্ত্বা প্রসঙ্গ।

আর তা সামনে আসতেই ট্রোলের শিকার অজয় ঘরণি। উঠল ফ্যাশন নিয়ে প্রশ্ন, কাজলের ফ্যাশন বা পোশাক নির্বাচন নিয়ে একাধিকবার ট্রোল বা বিতর্কের সৃষ্টি হয়েছে, তবে এবার সবকিছুকে ছাপিয়ে সামনে এলো অন্তঃসত্ত্বা প্রসঙ্গ।

7 / 8
নেটদুনিয়ায় ভক্ত মহল প্রশ্ন করে বসল, ‘৪৭ বছর বয়সে এসে আবারও কি অন্তঃসত্ত্বা কাজল!’ কেউ কেউ বলে বসলেন ‘কেন তিনি এত টাইট পোশাক পরে নিজের শরীর সামনে আনলেন!’ আবার কোনও কোনও ভক্তরা এর প্রতিবাদ করে জানালেন, ‘আমার মনে হয় না তিনি অন্তঃসত্ত্বা, আমার নিজেরই ২ কেজির টামি, কোনও মেয়েকে অন্তঃসত্ত্বা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমার ভিষণ খারাপ লাগে। এক কথায় এটা অপমানের।’

নেটদুনিয়ায় ভক্ত মহল প্রশ্ন করে বসল, ‘৪৭ বছর বয়সে এসে আবারও কি অন্তঃসত্ত্বা কাজল!’ কেউ কেউ বলে বসলেন ‘কেন তিনি এত টাইট পোশাক পরে নিজের শরীর সামনে আনলেন!’ আবার কোনও কোনও ভক্তরা এর প্রতিবাদ করে জানালেন, ‘আমার মনে হয় না তিনি অন্তঃসত্ত্বা, আমার নিজেরই ২ কেজির টামি, কোনও মেয়েকে অন্তঃসত্ত্বা প্রসঙ্গে প্রশ্ন করা হলে আমার ভিষণ খারাপ লাগে। এক কথায় এটা অপমানের।’

8 / 8
Follow Us: