বি-টাউনে সেলেবদের একে অপরের নামে একাধিকবার নানা মন্তব্য করতে দেখা যায়। কখনও পর্দায় সামনে থাকা বচসা বিতর্ক খবরের শিরোনামে জায়গা করে নেয়, কখনও আবার ব্যক্তিগত অভিমান ফুঁটে ওঠে কথায়-কথায়।
নার্গিসের ক্ষেত্রেও এমনটাই ঘটতে দেখা যায় একাধিকবার। সাল ১৯৭৬, এক সাক্ষাৎকারে একাধিক মন্তব্য করেছিলেন নার্গিস, রেখাকে কেন্দ্র করে। সুনীল দত্তের সঙ্গে বৈবাহিক জীবন ছিল নার্গিসের বেজায় সুখের।
তবে বি-টাউনে তখন চর্চায় নার্গিস ও রাজকাপুরের সম্পর্কের কাহিনি। যদিও রাজকাপুর বিবাহিত ছিলেন, তবুও নার্গিস ও তাঁর প্রেমকাহিনি ছড়িয়ে পড়েছিল গোটা টিনসেল টাউনে।
তবে সম্পর্কের বিষয় বরাবরই নার্গিস ছিলেন প্রথম থেকেই খোলামেলা। ১৯৭৬ সালে তিনি রেখার বিষয় মন্তব্য করতেও পিছপা হননি। বলেছিলেন, 'রেখা ইশারায় পুরুষদের বুঝিয়ে দেন যে তিনি সহজলভ্য। '
রেখার বিষয় আরও বলেন নার্গিস- 'অনেক সময় আমার মনে হয়েছে, আমি ওকে (রেখা) বুঝতে শুরু করেছি। আমি ওর সমস্যা বুঝতে পেড়েছি। আমি আমার জীবনে এমন শিশুর সঙ্গে কাজ করেছি যাঁদের মানসিক সমস্যা রয়েছে। ওর এক শক্ত পুরুষ হাতের প্রয়োজন।'