তাই এবারও গুজবে জল ঢেলে রণবীর সিং জানিয়ে দিলেন এমন কিছুই ঘটছে না। তাঁর জীবনে দীপিকা রানী। সত্যি তিনি দীপিকাকে ঠিক সেইভাবেই রাখতে পছন্দ করেন। ফলে তা দর্শকদের অজানা নয়। ফলে এই গুজব খুব বেশিক্ষণ স্থায়ী হল না সিনে পাড়ায়।
অনেকেই অনুমান করেছিলেন, শাহরুখ, আমির, সলমন কিংবা সইফের নাম নেবেন অভিনেতা। কিন্তু না। কোথায় কী? রণবীরের উত্তর - তৈমুর আলি খান। সইফ আলি খান ও করিনা কাপুর খানের জ্যেষ্ঠ পুত্র, বছর ৫-এর তৈমুর।
রণবীর সিং দারুণ ভালবাসেন তৈমুরকে। তাঁকে 'বড় স্টার'-এর তকমা দিয়েছেন অভিনেতা। এখন থেকেই তিনি মনে করেন যে পরবর্তীকালে অভিনয় করবেন তৈমুর। বিরাট বড় তারকা হবে সে। তখন বয়স বেড়ে যাবে রণবীরের। আর হিরো হতে পারবেন না।
তৈমুরকে 'বার্ধক্যের আশ্রয়' বলেছেন রণবীর। যেরকম সন্তানরা হয় আরকী। তিনি জানিয়েছেন, তৈমুর যখন অভিনেতা হবেন, সে সময় তাঁকে বাবার চরিত্রই হয়তো অফার করা হবে। জানিয়েছেন, তিনি পর্দায় সানন্দের সঙ্গে তৈমুরের বাবা হতে রাজি এখন থেকেই।
এবারও তার ব্যতিক্রম না ঘটে বিবাহ বিচ্ছেদের পথেই কী হাঁটছেন জুটি! সম্প্রতি এমনই খবর ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার পাতা থেকে বি-টাউনে। খবর রণবীরের কান পর্যন্তও পৌঁছে যায়। সেই মর্মেই এবার মুখ খোলেন রণবীর কাপুর।
ফলে আপাতত তৈমুরকেই নিজের বার্ধক্যের আশ্রয় বলেছেন রণবীর।