Roddur Roy Arrested: গবেষক, ডিজে, লিখেছেন বইও.. মুখে খেউড়ের বন্যা এই রোদ্দুর রায়ের আসল পরিচয় কী?

Roddur Roy Arrested: কে এই রোদ্দুর রায়? মুখ খুললেই খিস্তিখেউড়, রবীন্দ্রগানের বিকৃতি এদিকে 'মোক্ষা'র পূজারী এই বিতর্ক ভরে ইউটিউবারের আসল পরিচয় জানেন?

| Edited By: | Updated on: Jun 08, 2022 | 4:23 AM
তিনি বিতর্কিত। তাঁকে ঘিরে নানা চর্চা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তা নিয়েও পক্ষে বিপক্ষে নানা মন্তব্য। কিন্তু কে এই রোদ্দুর রায়? মুখ খুললেই খিস্তিখেউড়, রবীন্দ্রগানের বিকৃতি এদিকে 'মোক্ষা'র পূজারী এই বিতর্ক ভরে ইউটিউবারের আসল পরিচয় জানেন?

তিনি বিতর্কিত। তাঁকে ঘিরে নানা চর্চা। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের জেরে গ্রেফতার করা হয়েছে তাঁকে। তা নিয়েও পক্ষে বিপক্ষে নানা মন্তব্য। কিন্তু কে এই রোদ্দুর রায়? মুখ খুললেই খিস্তিখেউড়, রবীন্দ্রগানের বিকৃতি এদিকে 'মোক্ষা'র পূজারী এই বিতর্ক ভরে ইউটিউবারের আসল পরিচয় জানেন?

1 / 7
কলকাতায় জন্ম হলেও পড়াশোনার সূত্রে দীর্ঘদিন থেকেছেন পূর্ব মেদিনীপুরে। ওই জেলার রামনগর কলেজ থেকে স্নাতক হন রোদ্দুর। তাঁর আসল নাম যদিও রোদ্দুর নয়। তিনি অনির্বাণ। সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেই নাম রোদ্দুর করে ফেলেন তিনি। সে প্রসঙ্গে আসছি, তবে তার আগে জানিয়ে রাখা দরকার এই রোদ্দুর অনির্বাণ রায়ের আরও কিছু অজানা কথা।

কলকাতায় জন্ম হলেও পড়াশোনার সূত্রে দীর্ঘদিন থেকেছেন পূর্ব মেদিনীপুরে। ওই জেলার রামনগর কলেজ থেকে স্নাতক হন রোদ্দুর। তাঁর আসল নাম যদিও রোদ্দুর নয়। তিনি অনির্বাণ। সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেই নাম রোদ্দুর করে ফেলেন তিনি। সে প্রসঙ্গে আসছি, তবে তার আগে জানিয়ে রাখা দরকার এই রোদ্দুর অনির্বাণ রায়ের আরও কিছু অজানা কথা।

2 / 7
তাঁর কর্মজীবনও বেশ আলোচনার।  ডিজে হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন তিনি। কাজ করেছেন নয়ডার আইটি সেক্টরেও। শুরু থেকেই গানবাজনার প্রতি সখ থাকলেও সমানতালে করেছেন লেখালিখি, আঁকাআঁকি। বাজাতেন গিটারও। পছন্দের কবি বলে দাবি করেন জীবনানন্দ দাশকে। একই সঙ্গে তিনি আবার গবেষকও। রয়েছে বইও।

তাঁর কর্মজীবনও বেশ আলোচনার। ডিজে হিসেবে বেশ কিছুদিন কাজ করেছেন তিনি। কাজ করেছেন নয়ডার আইটি সেক্টরেও। শুরু থেকেই গানবাজনার প্রতি সখ থাকলেও সমানতালে করেছেন লেখালিখি, আঁকাআঁকি। বাজাতেন গিটারও। পছন্দের কবি বলে দাবি করেন জীবনানন্দ দাশকে। একই সঙ্গে তিনি আবার গবেষকও। রয়েছে বইও।

3 / 7
লিখেছেন মনোবিজ্ঞানের উপরে বিশেষ বই: ‘অ্যান্ড স্টেলা টার্নস এ মম’। একইসঙ্গে ‘এ কালেকশন অব ডিজিটাল পেইনটিংস’ নামে রয়েছে তাঁর একটি আঁকার সংকলন।  ‘ইতি ইত্যাদি অন্তর্ধান’ নামে ম্য়াগাজিনও বেরিয়েছে তাঁর হাত ধরেই। তাঁর গবেষণার বিষয় বস্তু চেতনা বিজ্ঞান।

লিখেছেন মনোবিজ্ঞানের উপরে বিশেষ বই: ‘অ্যান্ড স্টেলা টার্নস এ মম’। একইসঙ্গে ‘এ কালেকশন অব ডিজিটাল পেইনটিংস’ নামে রয়েছে তাঁর একটি আঁকার সংকলন। ‘ইতি ইত্যাদি অন্তর্ধান’ নামে ম্য়াগাজিনও বেরিয়েছে তাঁর হাত ধরেই। তাঁর গবেষণার বিষয় বস্তু চেতনা বিজ্ঞান।

4 / 7
রোদ্দুর সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেন ২০১২ সালে। রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত ভাবে পরিবেশন করে অল্প কিছুদিনের মধ্যেই প্রচারের আলো ছুঁয়েছিল তাঁকে। সঙ্গে তাঁর অশ্লীল ও লেখার অযোগ্য শব্দযুক্ত গান-পোস্ট-লাইভও বেশ চর্চায়। কিছু বছর আগে রোদ্দুর ও 'চাঁদ উঠেছিল গগনে' বিতর্ক কারও অজানা নয়।

রোদ্দুর সোশ্যাল মিডিয়ায় আত্মপ্রকাশ করেন ২০১২ সালে। রবীন্দ্রসঙ্গীতকে বিকৃত ভাবে পরিবেশন করে অল্প কিছুদিনের মধ্যেই প্রচারের আলো ছুঁয়েছিল তাঁকে। সঙ্গে তাঁর অশ্লীল ও লেখার অযোগ্য শব্দযুক্ত গান-পোস্ট-লাইভও বেশ চর্চায়। কিছু বছর আগে রোদ্দুর ও 'চাঁদ উঠেছিল গগনে' বিতর্ক কারও অজানা নয়।

5 / 7
সম্প্রতি রূপঙ্কর বাগচীর কেকে'কে নিয়ে মন্তব্যেও সরব ছিলেন তিনি। আর্থ-সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন রোদ্দুর। তাঁর বলার ধরণ নিয়ে বহুবার হয়েছে প্রতিবাদ। জড়িয়েছেন আইনি ঝামেলায় আর এ বার হলেন গ্রেফতার। মহিলাদের উদ্দেশ্যে কুমন্তব্য, বিদ্বেষ, ষড়যন্ত্র সংবিধানের ইত্যাদি নানা ধারায় অভিযুক্ত তিনি।

সম্প্রতি রূপঙ্কর বাগচীর কেকে'কে নিয়ে মন্তব্যেও সরব ছিলেন তিনি। আর্থ-সামাজিক-রাজনৈতিক বিষয় নিয়ে মতামত প্রকাশ করেন রোদ্দুর। তাঁর বলার ধরণ নিয়ে বহুবার হয়েছে প্রতিবাদ। জড়িয়েছেন আইনি ঝামেলায় আর এ বার হলেন গ্রেফতার। মহিলাদের উদ্দেশ্যে কুমন্তব্য, বিদ্বেষ, ষড়যন্ত্র সংবিধানের ইত্যাদি নানা ধারায় অভিযুক্ত তিনি।

6 / 7
তবে তাঁর গ্রেফতারির পর নেটিজেনদের একটা বড় অংশ আবার ফেসবুকেও হয়েছে সরব। তাঁর মুক্তির দাবি জানিয়ে সেই সব মানুষদের বক্তব্য, " “রোদ্দুর রয় কী বলেছে জানি না। কিন্তু এটুকু জানি সেই বক্তব্যের জন্য কেউ খুন হয়নি, কোনও দাঙ্গা হয়নি, কারুর ঘরবাড়ি ভাঙচুর হয়নি। তাহলে গ্রেফতার কেন?”

তবে তাঁর গ্রেফতারির পর নেটিজেনদের একটা বড় অংশ আবার ফেসবুকেও হয়েছে সরব। তাঁর মুক্তির দাবি জানিয়ে সেই সব মানুষদের বক্তব্য, " “রোদ্দুর রয় কী বলেছে জানি না। কিন্তু এটুকু জানি সেই বক্তব্যের জন্য কেউ খুন হয়নি, কোনও দাঙ্গা হয়নি, কারুর ঘরবাড়ি ভাঙচুর হয়নি। তাহলে গ্রেফতার কেন?”

7 / 7
Follow Us:
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
শাসক বদলের সঙ্গেই কী বদলে গেল বাংলাদেশ?
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
দুর্গাপুজো মাতিয়েছে পুজোয় পালস, সঙ্গী পালস ক্যান্ডি
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
বাংলাদেশ ইস্যুতে দলের শীর্ষ নেতৃত্বকে কী বার্তা দিলেন রুদ্রনীল ঘোষ?
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারত থেকে জন্ম নেওয়া এমন বাংলাদেশ আমরা চাই না―বলছে মায়াপুর
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
ভারতে বাংলাদেশি অনুপ্রবেশ ঘটলে কার উপর দায় বর্তায়? বুঝিয়ে দিলেন কুণাল
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
'মন্দির-মসজিদ কোথায়, সব সুপ্রিম কোর্ট বলছে', বিস্ফোরক রবীন
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
জাল নথি তৈরিতে বারবার কলকাতার নাম, লুকিয়ে কোন রহস্য?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ওয়াকফ সংশোধনীতে এত আপত্তি কেন? কার লাভ, কার ক্ষতি?
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
ব্যাঙ্কে না গিয়েই KYC আপডেট? সাবধান, ওরা কিন্তু ফাঁদ পেতে বসে আছে...
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে
বাড়িতে ঢুকে তুলে নিয়ে যাচ্ছে মহিলাদের, ধরাধামেই 'নরক দর্শন' এই দেশে