Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bollywood Controversy: শাহরুখই কি কারণ! প্রকাশ্যে কাজলের গালে সপাট চড়! কেন মেজাজ হারিয়েছিলেন অজয় দেবগণ?

Kajol Controversy: সকলের সামনে রেগে আগুন অজয়, নিজেকে সামলাতে না পেরে কেন কাজলকে চড় মেরেছিলেন তিনি!

| Edited By: | Updated on: Mar 22, 2022 | 3:39 PM
কাজলের সঙ্গে অজয় দেবগণের সম্পর্ক ঘিরে থাকা নানা জল্পনার মাঝেও কোথাও যেন তাঁরা বি-টাউনের অন্যতম পাওয়ার কপিল বলেই নিজেকে প্রমাণ করেছেন। এতে কোনও সন্দেহের অবকাশ নেই।

কাজলের সঙ্গে অজয় দেবগণের সম্পর্ক ঘিরে থাকা নানা জল্পনার মাঝেও কোথাও যেন তাঁরা বি-টাউনের অন্যতম পাওয়ার কপিল বলেই নিজেকে প্রমাণ করেছেন। এতে কোনও সন্দেহের অবকাশ নেই।

1 / 6
তবে সেই সেলেবের সম্পর্কের মাঝেই জড়িয়ে রয়েছে এমন অনেক অজানা কাহিনী, যা এক কথায় আজও ফিরে ফিরে আসে ভক্তমনে। যার মধ্যে অন্যতম প্রসঙ্গ হল শাহরুখ খান।

তবে সেই সেলেবের সম্পর্কের মাঝেই জড়িয়ে রয়েছে এমন অনেক অজানা কাহিনী, যা এক কথায় আজও ফিরে ফিরে আসে ভক্তমনে। যার মধ্যে অন্যতম প্রসঙ্গ হল শাহরুখ খান।

2 / 6
শাহরুখের সঙ্গে অভিনয় নাকি পছন্দ নয় অজয় দেবগণের, কাজলকে তাই তিনি কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন, এমনটাই বি-টাউনে কান পাতলে শোনা যায়। কিন্তু কোথাও গিয়ে যেন সেই জল্পনাকেই উষ্কে দিয়েছিল কাভি খুশি কাভি গম ছবির সেট।

শাহরুখের সঙ্গে অভিনয় নাকি পছন্দ নয় অজয় দেবগণের, কাজলকে তাই তিনি কড়া নির্দেশ দিয়ে রেখেছিলেন, এমনটাই বি-টাউনে কান পাতলে শোনা যায়। কিন্তু কোথাও গিয়ে যেন সেই জল্পনাকেই উষ্কে দিয়েছিল কাভি খুশি কাভি গম ছবির সেট।

3 / 6
তখন অন্তঃসত্ত্বা কাজল, ছবির মধ্যে একের পর এক নাচের দৃশ্য। অজয় দেবগণ বহুবার সাবধান করেছিলেন তাঁকে। কিন্তু কাজলের মতে, সবটা সামলে নেওয়ার ভরসা ছিল, ভাগ্য ফেরে ঘটে বিপত্তি।

তখন অন্তঃসত্ত্বা কাজল, ছবির মধ্যে একের পর এক নাচের দৃশ্য। অজয় দেবগণ বহুবার সাবধান করেছিলেন তাঁকে। কিন্তু কাজলের মতে, সবটা সামলে নেওয়ার ভরসা ছিল, ভাগ্য ফেরে ঘটে বিপত্তি।

4 / 6
শুটিং সেটেই মিসক্যারেজ হয় কাজলের। খবর পাওয়া মাত্রই ছুঁটে আসেন অজয় দেবগণ, নিজেকে সামলাতে না পেরে সপাটে চড় মেরে বসেন কাজলের গালে।

শুটিং সেটেই মিসক্যারেজ হয় কাজলের। খবর পাওয়া মাত্রই ছুঁটে আসেন অজয় দেবগণ, নিজেকে সামলাতে না পেরে সপাটে চড় মেরে বসেন কাজলের গালে।

5 / 6
যদিও এই পরিস্থিতিতে কোথাও গিয়ে যে যেন উত্তেজিত হয়ে ওঠাটা তিনি পরবর্তীতে মেনে নিতে পারেননি। যার ফলে সম্পর্কে তা তেমন প্রভাব না ফেললেও তা বি-টাউনের অন্দরমহলে ঝড় তোলে।

যদিও এই পরিস্থিতিতে কোথাও গিয়ে যে যেন উত্তেজিত হয়ে ওঠাটা তিনি পরবর্তীতে মেনে নিতে পারেননি। যার ফলে সম্পর্কে তা তেমন প্রভাব না ফেললেও তা বি-টাউনের অন্দরমহলে ঝড় তোলে।

6 / 6
Follow Us: