EL Clasico: মহাতারকাদের প্রস্থান, কমে গিয়েছে ‘এল ক্লাসিকো’র ঝাঁঝ
বছর পাঁচেক আগেও বিষয়টি ছিল একেবারে আলাদা। দুই স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা মুখোমুখি হওয়া মানেই হইচই পড়ে যেত ফুটবল বিশ্বে। রাত জেগে দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের দ্বৈরথ দেখতে মুখিয়ে থাকতেন ফুটবলপ্রেমীরা। এল ক্লাসিকো নিয়ে সেই উত্তেজনা এখন উধাও। কিন্তু কেন?
Most Read Stories