Sridevi Punishment: একঘণ্টা ধরে শ্রীদেবীকে দিয়ে জুতো বাঁধিয়েছিলেন বনি কাপুর? কেন

TV9 Bangla Digital

TV9 Bangla Digital | Edited By: Jayita Chandra

Updated on: Mar 10, 2023 | 9:00 AM

Sridevi-Boney: পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি ছিল তাঁর বিশেষ যত্ন। নিজেকে এমনভাবে ধরে রেখেছিলেন শ্রীদেবী যা সকলকে তাক লাগাত।

Mar 10, 2023 | 9:00 AM
শ্রীদেবী বরাবরই শরীর সম্পর্কে সচেতন। পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি ছিল তাঁর বিশেষ যত্ন। নিজেকে এমনভাবে ধরে রেখেছিলেন শ্রীদেবী যা সকলকে তাক লাগাত।

শ্রীদেবী বরাবরই শরীর সম্পর্কে সচেতন। পরিবারের সকলের স্বাস্থ্যের প্রতি ছিল তাঁর বিশেষ যত্ন। নিজেকে এমনভাবে ধরে রেখেছিলেন শ্রীদেবী যা সকলকে তাক লাগাত।

1 / 7
তাঁর রূপ থেকতে শুরু করে শরীরী গরন, বয়সের ছাপ বিন্দুমাত্র কোথাও দেখা দিত না। তাঁর পাশে বনি কাপুরকে মনে হতো বেশ বয়স্ক।

তাঁর রূপ থেকতে শুরু করে শরীরী গরন, বয়সের ছাপ বিন্দুমাত্র কোথাও দেখা দিত না। তাঁর পাশে বনি কাপুরকে মনে হতো বেশ বয়স্ক।

2 / 7
তাই স্বামীর স্বাস্থ্য ঠিক করতেই একবার উঠে পড়ে লেগে ছিলেন শ্রীদেবী। এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানান, তাঁর মা প্রতিদিন মর্নিং ওয়াকে যেতেন।

তাই স্বামীর স্বাস্থ্য ঠিক করতেই একবার উঠে পড়ে লেগে ছিলেন শ্রীদেবী। এক সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর জানান, তাঁর মা প্রতিদিন মর্নিং ওয়াকে যেতেন।

3 / 7
চাইতেন যেন বনি কাপুরও সঙ্গ দেন। যাতে বনির শরীরে থাকা বার্তি মেদ ঝড়ে যায়। সেই মতোই প্রতিদিন বনি কাপুরের ওপর চাপ সৃষ্টি করতেন।

চাইতেন যেন বনি কাপুরও সঙ্গ দেন। যাতে বনির শরীরে থাকা বার্তি মেদ ঝড়ে যায়। সেই মতোই প্রতিদিন বনি কাপুরের ওপর চাপ সৃষ্টি করতেন।

4 / 7
বনি কাপুর এই বিষয় খুব একটা মাথা ঘামাতেন না। তাই রোজের কিছু না কিছু বাহানা বার করে নিতেন তিনি। একদিন শ্রীদেবীর রাগের সামনে হার মানেন তিনি।

বনি কাপুর এই বিষয় খুব একটা মাথা ঘামাতেন না। তাই রোজের কিছু না কিছু বাহানা বার করে নিতেন তিনি। একদিন শ্রীদেবীর রাগের সামনে হার মানেন তিনি।

5 / 7
স্থির করেন যাবেন। মনে মনে শ্রীদেবীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জুতোর ফিতে বাঁধতে পারতেন না। শ্রীদেবী যথারীতি তা বেঁধে দেওয়ার জন্য বসেন।

স্থির করেন যাবেন। মনে মনে শ্রীদেবীকে শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি জুতোর ফিতে বাঁধতে পারতেন না। শ্রীদেবী যথারীতি তা বেঁধে দেওয়ার জন্য বসেন।

6 / 7
 এরপর শুরু হয় বনি কাপুরের বায়না। একের পর এক আবদার, একটা ফিতে ছোট, একটা বড়, কেন সমান হচ্ছে না, এভাবে চলে যায় একটা ঘণ্টা। এরপর কোনও দিন শ্রীদেবী আর মর্নিং ওয়াকের কথা বলেননি বনি কাপুরকে।

এরপর শুরু হয় বনি কাপুরের বায়না। একের পর এক আবদার, একটা ফিতে ছোট, একটা বড়, কেন সমান হচ্ছে না, এভাবে চলে যায় একটা ঘণ্টা। এরপর কোনও দিন শ্রীদেবী আর মর্নিং ওয়াকের কথা বলেননি বনি কাপুরকে।

7 / 7

Latest News Updates

Follow us on

Most Read Stories

Click on your DTH Provider to Add TV9 Bangla