Virat Kohli-Anushka Sharma: …আর ঠিক এই কারণেই তাঁদের দ্বিতীয় প্রেগন্যান্সির কথা ঘোষণা করবে না বিরাট-অনুষ্কা?

Virat Kohli-Anushka Sharma Pregnancy: ০২০ সালে করোনার সময় জানা যায়, অন্তঃসত্ত্বা হয়েছেন অনুষ্কা। সেই সময় তাঁরা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জনসমক্ষে এনেছিলেন। জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা। এখনও পর্যন্ত ভামিকার আসল চেহারা জনগণকে দেখাননি বিরাট-অনুষ্কা কেউই। তাঁরা চান না অযাচিতভাবে লাইমলাইটে চলে আসুক ভামিকা। সন্তানকে স্বাভাবিক শৈশব দিতে চান তাঁরা। ২০২৩ সালে ফের অন্তঃসত্ত্বা অনুষ্কা।

| Edited By: | Updated on: Nov 11, 2023 | 6:30 PM
২০১৭ সালে বিয়ে হয়েছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। তার আগে দীর্ঘদিন চলেছে তাঁদের প্রেম পর্ব। তারপর পরিবার এবং নিকট আত্মীয়দের নিয়ে ইতালিতে সাত পা ঘুরেছেন এই দুই তারকা।

২০১৭ সালে বিয়ে হয়েছে বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার। তার আগে দীর্ঘদিন চলেছে তাঁদের প্রেম পর্ব। তারপর পরিবার এবং নিকট আত্মীয়দের নিয়ে ইতালিতে সাত পা ঘুরেছেন এই দুই তারকা।

1 / 8
রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনুষ্কা বলেছিলেন যে আর কোনও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াবেন না তিনি। কেননা, অভিনেতা কেবল অভিনেতাই হন, কেউ 'পুরুষ' হন না। তারপর বিরাটের সঙ্গে আলাপ এবং প্রেম পর্ব চলে অনুষ্কার।

রণবীর সিংয়ের সঙ্গে সম্পর্ক ভাঙার পর অনুষ্কা বলেছিলেন যে আর কোনও অভিনেতার সঙ্গে সম্পর্কে জড়াবেন না তিনি। কেননা, অভিনেতা কেবল অভিনেতাই হন, কেউ 'পুরুষ' হন না। তারপর বিরাটের সঙ্গে আলাপ এবং প্রেম পর্ব চলে অনুষ্কার।

2 / 8
২০২০ সালে করোনার সময় জানা যায়, অন্তঃসত্ত্বা হয়েছেন অনুষ্কা। সেই সময় তাঁরা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জনসমক্ষে এনেছিলেন। জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা।

২০২০ সালে করোনার সময় জানা যায়, অন্তঃসত্ত্বা হয়েছেন অনুষ্কা। সেই সময় তাঁরা অন্তঃসত্ত্বা হওয়ার খবর জনসমক্ষে এনেছিলেন। জন্ম নেয় তাঁদের প্রথম সন্তান ভামিকা।

3 / 8
২০২৩ সাল। এখনও পর্যন্ত ভামিকার আসল চেহারা জনগণকে দেখাননি বিরাট-অনুষ্কা কেউই। তাঁরা চান না অযাচিতভাবে লাইমলাইটে চলে আসুক ভামিকা। সন্তানকে স্বাভাবিক শৈশব দিতে চান তাঁরা। ঠিক যেভাবে তাঁরা নিজেরা বড় হয়েছেন।

২০২৩ সাল। এখনও পর্যন্ত ভামিকার আসল চেহারা জনগণকে দেখাননি বিরাট-অনুষ্কা কেউই। তাঁরা চান না অযাচিতভাবে লাইমলাইটে চলে আসুক ভামিকা। সন্তানকে স্বাভাবিক শৈশব দিতে চান তাঁরা। ঠিক যেভাবে তাঁরা নিজেরা বড় হয়েছেন।

4 / 8
এদিকে ২০২৩ সালে জানা যায়, অনুষ্কা ফের অন্তঃসত্ত্বা। এর একাধিক প্রমাণ আসার পরেও এখনও পর্যন্ত প্রেগন্যান্সি নিয়ে একটি কথাও বলেননি অনুষ্কা কিংবা বিরাট।

এদিকে ২০২৩ সালে জানা যায়, অনুষ্কা ফের অন্তঃসত্ত্বা। এর একাধিক প্রমাণ আসার পরেও এখনও পর্যন্ত প্রেগন্যান্সি নিয়ে একটি কথাও বলেননি অনুষ্কা কিংবা বিরাট।

5 / 8
কিন্তু তাঁরা চুপ কেন? এর কারণও প্রকাশ্যে এসেছে। বিরাট এবং অনুষ্কার ঘনিষ্ঠমহল জানাচ্ছে, তারকা দম্পতি চান না শুরু থেকেই লাইমলাইটে চলে আসুক তাঁদের সন্তান।

কিন্তু তাঁরা চুপ কেন? এর কারণও প্রকাশ্যে এসেছে। বিরাট এবং অনুষ্কার ঘনিষ্ঠমহল জানাচ্ছে, তারকা দম্পতি চান না শুরু থেকেই লাইমলাইটে চলে আসুক তাঁদের সন্তান।

6 / 8
এবং সেই কারণেই এখনও পর্যন্ত খবরটি প্রকাশ্যে আনেননি দু'জনে। চলতি ক্রিকেট বিশ্বকাপের সময় এ রাজ্যে, ও রাজ্যে স্বামীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন অনুষ্কা। সেখানেই একটি ছবিতে সম্প্রতি ধরা পড়েছে অনুষ্কার বেবি বাম্প।

এবং সেই কারণেই এখনও পর্যন্ত খবরটি প্রকাশ্যে আনেননি দু'জনে। চলতি ক্রিকেট বিশ্বকাপের সময় এ রাজ্যে, ও রাজ্যে স্বামীর হাত ধরে ঘুরে বেড়াচ্ছেন অনুষ্কা। সেখানেই একটি ছবিতে সম্প্রতি ধরা পড়েছে অনুষ্কার বেবি বাম্প।

7 / 8
তারকা দম্পতি না জানালেও সকলে এখন জেনে গিয়েছেন, রটে যাওয়া অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভুয়া নয়, এক্কেবারে সত্যি। বিরাট-অনুষ্কার ঘনিষ্ঠমহল এও জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়। জন্মের খবরই জানাবেন তাঁরা। এখন সেই 'গুড নিউজ'এর অপেক্ষাতেই দুই তারকার ভক্তকুল।

তারকা দম্পতি না জানালেও সকলে এখন জেনে গিয়েছেন, রটে যাওয়া অনুষ্কার অন্তঃসত্ত্বা হওয়ার খবর ভুয়া নয়, এক্কেবারে সত্যি। বিরাট-অনুষ্কার ঘনিষ্ঠমহল এও জানিয়েছে, অন্তঃসত্ত্বা হওয়ার খবর নয়। জন্মের খবরই জানাবেন তাঁরা। এখন সেই 'গুড নিউজ'এর অপেক্ষাতেই দুই তারকার ভক্তকুল।

8 / 8
Follow Us: