Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Air Conditioner: বুড়ো হচ্ছে আপনার ঘরের AC, কখন বুঝবেন আয়ু ফুরিয়েছে?

AC Use: এসি বিভিন্ন ধরনের হয়। এসির বিদ্যুতের খরচ তার ধরণ, ক্ষমতা ও ব্যবহারের উপরে নির্ভর করে। সাধারণভাবে ১.৫ টনের এসি যদি ৮ ঘণ্টা চলে, তবে ৬ থেকে ১২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়।

| Updated on: Mar 19, 2025 | 6:07 PM
মার্চেই মে মাসের গরম। এসি ছাড়া চলছেই না। গরম পড়তেই দেদার বাড়ছে এসির বিক্রি। যাদের বাড়িতে এসি নেই, তারাও এসি কেনার পরিকল্পনা করছেন।

মার্চেই মে মাসের গরম। এসি ছাড়া চলছেই না। গরম পড়তেই দেদার বাড়ছে এসির বিক্রি। যাদের বাড়িতে এসি নেই, তারাও এসি কেনার পরিকল্পনা করছেন।

1 / 8
তবে এসি কিন্তু সারাজীবন চলে না। একটা নির্দিষ্ট সময়ের পর এসি পরিবর্তন করা উচিত। যাদের বাড়িতে এসি রয়েছে বা যারা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাদের এই তথ্য জেনে রাখা জরুরি।

তবে এসি কিন্তু সারাজীবন চলে না। একটা নির্দিষ্ট সময়ের পর এসি পরিবর্তন করা উচিত। যাদের বাড়িতে এসি রয়েছে বা যারা নতুন এসি কেনার পরিকল্পনা করছেন, তাদের এই তথ্য জেনে রাখা জরুরি।

2 / 8
এসি বিভিন্ন  ধরনের হয়। এসির বিদ্যুতের খরচ তার ধরণ, ক্ষমতা ও ব্যবহারের উপরে নির্ভর করে। সাধারণভাবে ১.৫ টনের এসি যদি ৮ ঘণ্টা চলে, তবে ৬ থেকে ১২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়।

এসি বিভিন্ন ধরনের হয়। এসির বিদ্যুতের খরচ তার ধরণ, ক্ষমতা ও ব্যবহারের উপরে নির্ভর করে। সাধারণভাবে ১.৫ টনের এসি যদি ৮ ঘণ্টা চলে, তবে ৬ থেকে ১২ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ খরচ হয়।

3 / 8
এসি কতক্ষণ ব্যবহার হচ্ছে, তার উপরে এসির আয়ু নির্ভর করে। এসির মানের উপরও নির্ভর করে তার আয়ু। যেমন কিছু কোম্পানির এসি-তে ভারি তামা ব্যবহার করা হয়। আবার কিছু এসিতে হালকা তামা ব্যবহার করা হয়।

এসি কতক্ষণ ব্যবহার হচ্ছে, তার উপরে এসির আয়ু নির্ভর করে। এসির মানের উপরও নির্ভর করে তার আয়ু। যেমন কিছু কোম্পানির এসি-তে ভারি তামা ব্যবহার করা হয়। আবার কিছু এসিতে হালকা তামা ব্যবহার করা হয়।

4 / 8
তবে এসির আয়ু সবথেকে বেশি নির্ভর করে আপনি এসির কীভাবে যত্ন নিচ্ছেন, তার উপরে। তাই এসির আয়ু বাড়াতে নিয়মিত সার্ভিসিং করানো উচিত।

তবে এসির আয়ু সবথেকে বেশি নির্ভর করে আপনি এসির কীভাবে যত্ন নিচ্ছেন, তার উপরে। তাই এসির আয়ু বাড়াতে নিয়মিত সার্ভিসিং করানো উচিত।

5 / 8
এছাড়া প্রতি সপ্তাহে এসির ফিল্টার পরিষ্কার করা উচিত। এতে হাওয়া চলাচলে কোনও সমস্যা হয় না।

এছাড়া প্রতি সপ্তাহে এসির ফিল্টার পরিষ্কার করা উচিত। এতে হাওয়া চলাচলে কোনও সমস্যা হয় না।

6 / 8
সাধারণভাবে উইন্ডো হোক বা স্প্লিট এসি- নতুন এসি সর্বাধিক ৬ থেকে ৭ বছর চলতে পারে। তাও নির্ভর করে সার্ভিসিংয়ের উপরে।

সাধারণভাবে উইন্ডো হোক বা স্প্লিট এসি- নতুন এসি সর্বাধিক ৬ থেকে ৭ বছর চলতে পারে। তাও নির্ভর করে সার্ভিসিংয়ের উপরে।

7 / 8
যদি আপনার এসিতে বারবার সমস্যা দেখা দেয় বা গ্যাস ফুরিয়ে যায়, তবে বুঝে নেবেন এসি বদলানোর সময় এসেছে।

যদি আপনার এসিতে বারবার সমস্যা দেখা দেয় বা গ্যাস ফুরিয়ে যায়, তবে বুঝে নেবেন এসি বদলানোর সময় এসেছে।

8 / 8
Follow Us: