Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Rannaghar: ৫০০০ পর্বে রান্নাঘর, পুজোর শুরুতেই সেলিব্রেশন, থাকছে নানাপদের চমক

Zee Bangla: আড্ডা থেকে শুরু করে খাওয়া দাওয়া, সকলেই ভাগ করে নেবে সুদীপার সঙ্গে এই বিশেষ মুহূর্ত। তারই অন্দরমহেলর কিছু ছবি এবার রইল দর্শকদের জন্য।

| Edited By: | Updated on: Sep 29, 2022 | 11:56 AM
দেখতে দেখতে ৫০০০ পর্ব পার। বাংলার প্রথম কোনও রান্নার শো এততম পর্বে পা দিল। কেবল বাংলা টিভির পর্দায় নয়, গোটা ভারতে এত লম্বা সফরের রান্না শো খুঁজলে হয়তো হাতে গোনা।

দেখতে দেখতে ৫০০০ পর্ব পার। বাংলার প্রথম কোনও রান্নার শো এততম পর্বে পা দিল। কেবল বাংলা টিভির পর্দায় নয়, গোটা ভারতে এত লম্বা সফরের রান্না শো খুঁজলে হয়তো হাতে গোনা।

1 / 5
জিবাংলার রান্নাঘর এখন দর্শকদের অন্যতম প্রিয় শো। প্রতিদিন নিত্য নতুন পদ থেকে শুরু করে চেনা পদের অচেনা রেসিপি নিয়ে হাজির হয়ে থাকেন সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। যদিও সিজ়ন ভিত্তিতে মাঝে মুখ বদল হলেও, সুদীপার দাপটই দর্শকমহলে বর্তমান।

জিবাংলার রান্নাঘর এখন দর্শকদের অন্যতম প্রিয় শো। প্রতিদিন নিত্য নতুন পদ থেকে শুরু করে চেনা পদের অচেনা রেসিপি নিয়ে হাজির হয়ে থাকেন সঞ্চালক সুদীপা চট্টোপাধ্যায়। যদিও সিজ়ন ভিত্তিতে মাঝে মুখ বদল হলেও, সুদীপার দাপটই দর্শকমহলে বর্তমান।

2 / 5
সেই রান্নাঘর-এই এবার সেলিব্রেশন পর্ব। কেক কেটে ৫০০০ তমপর্বের সেলিব্রেশনে মাতলেন কেবল সুদীপা একাই নন, জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রেরা। উপস্থিত থাকতে দেখা গেল পাঁচ অভিনেত্রীকে।

সেই রান্নাঘর-এই এবার সেলিব্রেশন পর্ব। কেক কেটে ৫০০০ তমপর্বের সেলিব্রেশনে মাতলেন কেবল সুদীপা একাই নন, জি বাংলার বিভিন্ন ধারাবাহিকের মুখ্য চরিত্রেরা। উপস্থিত থাকতে দেখা গেল পাঁচ অভিনেত্রীকে।

3 / 5
এদিন সেলিব্রেশনের মেনুতে থাকল চিংড়ি, থাকল ইলিশ, বিরিয়ানি প্রভৃতি। এর পাশাপাশি পুজোর শুরু বলে কথা। এই বিশেষ পর্বের সেলিব্রেশন ১ ও ২ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীর বিকেলেই জমজমাট রান্নাঘরের আসর।

এদিন সেলিব্রেশনের মেনুতে থাকল চিংড়ি, থাকল ইলিশ, বিরিয়ানি প্রভৃতি। এর পাশাপাশি পুজোর শুরু বলে কথা। এই বিশেষ পর্বের সেলিব্রেশন ১ ও ২ অক্টোবর, অর্থাৎ ষষ্ঠী ও সপ্তমীর বিকেলেই জমজমাট রান্নাঘরের আসর।

4 / 5
আড্ডা থেকে শুরু করে খাওয়া দাওয়া, সকলেই ভাগ করে নেবে সুদীপার সঙ্গে এই বিশেষ মুহূর্ত। তারই অন্দরমহেলর কিছু ছবি এবার রইল দর্শকদের জন্য।  ৫০০০ পর্ব অতিক্রম করায় পুজোর আগে নিউ টাউনের স্টুডিয়োয় কেক কেটে হল গ্রান্ড সেলিব্রেশন।

আড্ডা থেকে শুরু করে খাওয়া দাওয়া, সকলেই ভাগ করে নেবে সুদীপার সঙ্গে এই বিশেষ মুহূর্ত। তারই অন্দরমহেলর কিছু ছবি এবার রইল দর্শকদের জন্য। ৫০০০ পর্ব অতিক্রম করায় পুজোর আগে নিউ টাউনের স্টুডিয়োয় কেক কেটে হল গ্রান্ড সেলিব্রেশন।

5 / 5
Follow Us: