এলেন না আব্দুল মান্নান, বৈঠকে নেই সেকুলার ফ্রন্টও। কী হবে জোটের ভবিষ্যৎ?
বৈঠকে নেই আব্বাস সিদ্দিকি।
ভোটের নির্ঘণ্ট প্রকাশ হয়ে গিয়েছে। প্রার্থী তালিকা প্রকাশ করার তোড়জোড় শুরু করে দিয়েছে সব দলই। ইতিমধ্যেই রাজনৈতিক শক্তি প্রদর্শনে ব্রিগেডে একত্রিত হয়েছিল বাম-কংগ্রেস, ছিলেন আব্বাস সিদ্দিকিও। কিন্তু জোটের জট কাটেনি এখনও। বামেদের সঙ্গে সমঝোতা হলেও কংগ্রেসের সঙ্গে এখনও আসন রফা হয়নি। সোমবার এই নিয়েই বৈঠকে বসল বাম ও কংগ্রেস নেতৃত্ব। জল্পনা বাড়িয়ে সেই বৈঠকে নেই আব্বাস সিদ্দিকি বা তাঁর দল আইএসএফের কোনও প্রতিনিধি।
Published on: Mar 01, 2021 06:19 PM