বামেদের সঙ্গে নেই, লালু পুত্র তেজস্বীর পূর্ণ সমর্থন তৃণমূলকেই

Debasmita Chakraborty |

Mar 02, 2021 | 10:15 AM

"আমার সর্বোচ্চ শক্তি দিদিকে জেতানোর জন্যই উৎসর্গ করব।”

Follow Us

“আসন্ন বিধানসভা ভোটে দিদিকে জেতাতে পূর্ণ সমর্থন করব। আমার সর্বোচ্চ শক্তি দিদিকে জেতানোর জন্যই উৎসর্গ করব।” নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে দিলেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। অন্যদিকে, লালুপুত্রকে উদ্দেশ্য করে মমতা বললেন, “আমি লড়ছি মানে তেজস্বী লড়ছে। তেজস্বী লড়ছে মানে আমি লড়ছি।” বস্তুত, এই মন্তব্যের মাধ্যমেই কোথাও যেন দুই শীর্ষ দলের নেতৃত্বই বিধানসভা নির্বাচনে তৃণমূল ও আরজেডি-র জোটের সম্ভাবনা আরও উস্কে দিলেন।

 

 

 

“আসন্ন বিধানসভা ভোটে দিদিকে জেতাতে পূর্ণ সমর্থন করব। আমার সর্বোচ্চ শক্তি দিদিকে জেতানোর জন্যই উৎসর্গ করব।” নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় বলে দিলেন আরজেডি প্রধান তেজস্বী যাদব। অন্যদিকে, লালুপুত্রকে উদ্দেশ্য করে মমতা বললেন, “আমি লড়ছি মানে তেজস্বী লড়ছে। তেজস্বী লড়ছে মানে আমি লড়ছি।” বস্তুত, এই মন্তব্যের মাধ্যমেই কোথাও যেন দুই শীর্ষ দলের নেতৃত্বই বিধানসভা নির্বাচনে তৃণমূল ও আরজেডি-র জোটের সম্ভাবনা আরও উস্কে দিলেন।

 

 

 

Next Video