টোটো কেলেঙ্কারি নিয়ে শোভনের অভিযোগের জবাব দেবশ্রীর
রায়দিঘিতে গিয়ে প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে তোপ দেগে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়।
রায়দিঘিতে গিয়ে প্রাক্তন সতীর্থের বিরুদ্ধে তোপ দেগে এসেছিলেন শোভন চট্টোপাধ্যায়। ‘টোটো কেলেঙ্কারির’ অভিযোগ তুলে সরাসরি বিঁধেছিলেন দেবশ্রীকে। এতদিন চুপ করে থাকার পর শনিবার শোভনের আক্রমণের জবাবে দেবশ্রী বলেন, “উঁনি গিয়ে বলেছেন টোটো কেলেঙ্কারির পয়সা নিয়ে আমি পালিয়েছি। কিন্তু যে আসল আসামী, তাঁকে আমি হাজতবাস করিয়েছি। ৬ মাস জেলে থাকার পর এখন সে ফেরার। জামিনে ছাড়া পেয়েছিল। পুলিশ তাকে পেলে আবার গ্রেফতার করবে।”